লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Swiggy Instamart: Blinkit-Zepto কে টক্কর, ১০ মিনিটে স্মার্টফোন ডেলিভার করবে Swiggy, পরিষেবা শুরু ১০ শহরে | Swiggy Instamart 10 Minutes Smartphone Delivery

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন কেনার জন্য এবার থেকে আর দোকানে যেতে হবে না। এখন মাত্র 10 মিনিটের মধ্যেই আপনার বাড়ির দরজায় পৌঁছে যাবে স্মার্টফোন। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। Swiggy Instamart এবার তাদের নতুন পরিষেবা চালু করেছে, যেখানে মাত্র এক ট্যাপেই আপনার মোবাইল পৌঁছে যাবে আপনার বাড়ির দরজায়। Blinkit এবং Zepto-এর মত জনপ্রিয় Quick Commerce সংস্থাগুলির সঙ্গে এবার প্রতিযোগিতায় নামলো আর Swiggy Instamart।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন কোন শহরে মিলবে এই পরিষেবা?

Swiggy Instamart আপাতত প্রাথমিক পর্যায়ে 10টি বড় বড় শহরে এই পরিষেবা চালু করছে। তালিকায় রয়েছে কলকাতা, হায়দ্রাবাদ, গুরগাঁও, পুনে, ব্যাঙ্গালুরু, দিল্লী, মুম্বাই, চেন্নাই, ফরিদাবাদ এবং নয়ডা। খুব শীঘ্রই এই পরিষেবা দেশের অন্যান্য শহরগুলিতে চালু করা হবে বলে জানা যাচ্ছে। 

READ MORE:  কমদামি স্মার্টফোনের জগতে AI বিপ্লব ঘটাতে চলেছে আইটেল

কীভাবে কাজ করবে 10 মিনিটে ডেলিভারি?

Swiggy Instamart-এর এক সূত্র মারফত জানা গিয়েছে, এখন আর ফোন কিনতে কোন দোকানে যেতে হবে না। মাত্র একটি ট্যাপেই iPhone 16e, Samsung M35, OnePlus Nord CE, Redmi 14C-এর জনপ্রিয় স্মার্টফোনগুলি অর্ডার করতে পারবেন। আর তাও মাত্র 10 মিনিটের মধ্যেই আপনার হাতে এসে পৌঁছাবে। এখনো পর্যন্ত Blinkit ও Zepto তাদের প্ল্যাটফর্মে স্মার্টফোন বিক্রি করতো। এবার তাদের সঙ্গে হাতে হাত মিলিয়েছে Swiggy Instamart।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

মিলবে বিশেষ ছাড় এবং ক্যাশব্যাক

জানা যাচ্ছে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে যদি ফোন অর্ডার করা হয় তাহলে 11,499/- টাকার বেশি মূল্যের ফোনে 5% পর্যন্ত ছাড় মিলবে। হ্যাঁ ঠিকই শুনেছেন। সর্বোচ্চ 4000/- টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে ফোন অর্ডার করলে। এছাড়া অ্যাপে বিশেষ ছাড় ও ক্যাশব্যাকের সুবিধাও মিলবে।

READ MORE:  ছত্তিসগড়ে বিরাট অভিযান সেনার, নিকেশ ২২ মাওবাদী! প্রাণ হারালেন এক জওয়ানও

তাই স্মার্ট ফোন কিনতে আর হয়রানি হয়ে দোকানে দোকানে ঘোরার দরকার নেই। বাড়ির দরজায় মাত্র 10 মিনিটের মধ্যেই মিলবে এখন থেকে ফোন ডেলিভারি, যেখানে দ্রুত পরিষেবা এবং আকর্ষণীয় ডিসকাউন্টওর সুবিধাও মিলছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.