লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

T10 World Cup: T20 অতীত, এবার হবে ICC T10 বিশ্বকাপ? প্রস্তুতি নিচ্ছেন জয় শাহরা | ICC May Recognise T10 As A Official Cricket

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্বল্প সময়ের ক্রিকেটে আগ্রহ দেখিয়েছিলেন দর্শকরা। তাই টেস্ট ক্রিকেটের পাশাপাশি একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টি সংস্করণের পথ চলা শুরু। তবে সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তা বাড়ছে টি-টেন ফরম্যাট নিয়েও। বিশ্বের বিভিন্ন দেশ যেমন, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে 10 ওভারের(T10) ঘরোয়া ক্রিকেট লিগ শুরু হয়েছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এমতবস্থায়, ক্রিকেট বিশ্বে, টি-টেন ক্রিকেটের জনপ্রিয়তা কয়েকগুণ বেড়েছে, যার জেরে খুব সম্ভবত শীঘ্রই 10 ওভারের ক্রিকেট নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে। মনে করা হচ্ছে, ক্রিকেট বিশ্বে টি-টেন সংস্করণের চাহিদা থাকায় 10 ওভারের ক্রিকেট ফরম্যাটটিকে অফিসিয়াল ক্রিকেটের স্বীকৃতি দিতে পারে ICC।

READ MORE:  Ex KKR Player Retirement: ২১ সেঞ্চুরি, ৪৫ হাফ সেঞ্চুরি! অবসর ঘোষণা বিরাট রেকর্ডের অধিকারী প্রাক্তন KKR তারকার | Former Kolkata Knight Riders Player Sheldon Jackson Retirement

টি-টেন ক্রিকেট চালু করতে চাইছে ICC?

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, গোটা বিশ্বে 10 ওভারের স্বল্প সময়ের ক্রিকেট নিয়ে যে উন্মাদনা, তা দেখেই এবার টি-টেন ক্রিকেট ফরম্যাটটিকে অফিসিয়াল ক্রিকেটের স্বীকৃতি দিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

যদিও ইতিমধ্যেই, ICC-র বেশ কয়েকটি সদস্য দেশ চাইছে, টি-টোয়েন্টির মতোই টি-টেন ক্রিকেটও অফিসিয়াল ক্রিকেটের স্বীকৃতি পাক। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, জিম্বাবুয়ের রাজধানী হারারেতে টি-টেন ক্রিকেট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বৈঠক। জানা যাচ্ছে, সেই বৈঠকের সভাপতিত্ব করছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সভাপতি জয় শাহ।

READ MORE:  New Zealand Vs Pakistan: ১৩ রান করেই বিশ্ব রেকর্ড গড়লেন পাক তারকা! কীভাবে? জানুন | Pak Spinner Creates World Record

টি-টেন ফরম্যাটে সমর্থন রয়েছে BCCI-র!

বেশি কয়েকটি সংবাদ প্রতিবেদন মারফত যা খবর, জিম্বাবুয়েতে টি-টেন ক্রিকেট নিয়ে চলতি আলোচনা সভায় কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে চোখ রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও। জানা গিয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাটের পাশাপাশি 10 ওভারের ক্রিকেট শুরু করতে নাকি পূর্ণ সমর্থনের পথে হাঁটতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড! সেই সাথেই, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের মতো দেশ গুলির ক্রিকেট বোর্ড টি-10 ক্রিকেট সংস্করণটিকে সমর্থন করছে!

অবশ্যই পড়ুন: মোহনবাগানের ধারাবাহিক সাফল্যের মাঝে ইস্টবেঙ্গলকে তুলোধোনা প্রাক্তনীদের!

প্রসঙ্গত, বিশ্ব ক্রিকেটে টি-টেন ফরম্যাটটি যুক্ত হবে কিনা তা নির্ভর করছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সভাপতি জয় শাহের সিদ্ধান্তের ওপর। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সবুজ সংকেত পেলেই নাকি 10 ওভারের ক্রিকেটকে অফিশিয়াল ক্রিকেট হিসেবে ঘোষণা করবেন ICC সভাপতি। কাজেই, টি-টেন ফরম্যাট যদি একবার অফিসিয়াল ক্রিকেটের তকমা পেয়ে যায়, তবে আগামী দিনে টি-টোয়েন্টির মতোই টি-টেন বিশ্বকাপও আয়োজন করতে পারে ICC।

READ MORE:  Aizawl FC Footballer: তুখড় ভারতীয় ফরোয়ার্ডের দিকে নজর মোহনবাগানের, লাইনে অনেকেই | Aizawl FC Footballer Is In Target Of ISL Clubs

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.