T10 World Cup: T20 অতীত, এবার হবে ICC T10 বিশ্বকাপ? প্রস্তুতি নিচ্ছেন জয় শাহরা | ICC May Recognise T10 As A Official Cricket
বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্বল্প সময়ের ক্রিকেটে আগ্রহ দেখিয়েছিলেন দর্শকরা। তাই টেস্ট ক্রিকেটের পাশাপাশি একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টি সংস্করণের পথ চলা শুরু। তবে সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তা বাড়ছে টি-টেন ফরম্যাট নিয়েও। বিশ্বের বিভিন্ন দেশ যেমন, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে 10 ওভারের(T10) ঘরোয়া ক্রিকেট লিগ শুরু হয়েছে।
এমতবস্থায়, ক্রিকেট বিশ্বে, টি-টেন ক্রিকেটের জনপ্রিয়তা কয়েকগুণ বেড়েছে, যার জেরে খুব সম্ভবত শীঘ্রই 10 ওভারের ক্রিকেট নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে। মনে করা হচ্ছে, ক্রিকেট বিশ্বে টি-টেন সংস্করণের চাহিদা থাকায় 10 ওভারের ক্রিকেট ফরম্যাটটিকে অফিসিয়াল ক্রিকেটের স্বীকৃতি দিতে পারে ICC।
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, গোটা বিশ্বে 10 ওভারের স্বল্প সময়ের ক্রিকেট নিয়ে যে উন্মাদনা, তা দেখেই এবার টি-টেন ক্রিকেট ফরম্যাটটিকে অফিসিয়াল ক্রিকেটের স্বীকৃতি দিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
যদিও ইতিমধ্যেই, ICC-র বেশ কয়েকটি সদস্য দেশ চাইছে, টি-টোয়েন্টির মতোই টি-টেন ক্রিকেটও অফিসিয়াল ক্রিকেটের স্বীকৃতি পাক। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, জিম্বাবুয়ের রাজধানী হারারেতে টি-টেন ক্রিকেট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বৈঠক। জানা যাচ্ছে, সেই বৈঠকের সভাপতিত্ব করছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সভাপতি জয় শাহ।
বেশি কয়েকটি সংবাদ প্রতিবেদন মারফত যা খবর, জিম্বাবুয়েতে টি-টেন ক্রিকেট নিয়ে চলতি আলোচনা সভায় কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে চোখ রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও। জানা গিয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাটের পাশাপাশি 10 ওভারের ক্রিকেট শুরু করতে নাকি পূর্ণ সমর্থনের পথে হাঁটতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড! সেই সাথেই, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের মতো দেশ গুলির ক্রিকেট বোর্ড টি-10 ক্রিকেট সংস্করণটিকে সমর্থন করছে!
অবশ্যই পড়ুন: মোহনবাগানের ধারাবাহিক সাফল্যের মাঝে ইস্টবেঙ্গলকে তুলোধোনা প্রাক্তনীদের!
প্রসঙ্গত, বিশ্ব ক্রিকেটে টি-টেন ফরম্যাটটি যুক্ত হবে কিনা তা নির্ভর করছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সভাপতি জয় শাহের সিদ্ধান্তের ওপর। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সবুজ সংকেত পেলেই নাকি 10 ওভারের ক্রিকেটকে অফিশিয়াল ক্রিকেট হিসেবে ঘোষণা করবেন ICC সভাপতি। কাজেই, টি-টেন ফরম্যাট যদি একবার অফিসিয়াল ক্রিকেটের তকমা পেয়ে যায়, তবে আগামী দিনে টি-টোয়েন্টির মতোই টি-টেন বিশ্বকাপও আয়োজন করতে পারে ICC।
সহেলি মিত্র, কলকাতা: আজ পয়লা বৈশাখ। চারিদিকে সাজো সাজো রব। কিন্তু এই উৎসবে জল ঢালতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৫ই এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী বছরের প্রথম দিনটি…
সৌভিক মুখার্জী, কলকাতা: মুর্শিদাবাদ, যেখানে একসময় মিষ্টি ঘ্রাণ আর ইতিহাসের গল্প লেখা থাকতো, আজ এই…
সৌভিক মুখার্জী, কলকাতা: বয়সের অঙ্ক যত গড়ায় তত বিনিয়োগের দিকে ঝোঁক বাড়ে। বিশেষ করে সিনিয়র…
টেলিকম জগতের পর এবার অটোমোবাইল দুনিয়ায় বিপ্লব ঘটাতে চলেছে আম্বানির সংস্থা রিলায়েন্স। বহু প্রতিক্ষার পর…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্দ্র-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে ফ্রান্সের সাথে বিরাট চুক্তি করতে চলেছে…
This website uses cookies.