Taskin Ahmed Scores Century: ১০ ওভারে দিলেন ১০৭ রান! বাংলাদেশের সব বোলারের রেকর্ড ভাঙলেন স্পিডস্টার তাসকিন | Taskin Ahmed Created A New Record

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সেঞ্চুরি করলেন বাংলাদেশের তরুণ পেসার তাসকিন আহমেদ(Taskin Ahmed)! তবে ব্যাট ঘুরিয়ে নয়, বল ছুঁড়েই সেঞ্চুরি করেছেন বাংলাদেশের এই ডান হাতি বোলার। হ্যাঁ, মঙ্গলবার বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটে গাজী গ্রুপ ক্রিকেটার্সদের বিপক্ষে 10 ওভারের কোটায় 107 রান খরচ করে 3 উইকেট তুলেছেন তাসকিন। এরমধ্যে তিনি আবার ২৬টি ডট বলও করেছিলেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আর এই কীর্তির পরই ওপার বাংলার ক্রিকেটে ঝড় বয়ে যাচ্ছে। সূত্র বলছে, বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে লিস্ট এ ক্রিকেটে রান খরচের সেঞ্চুরি গড়লেন তাসকিন। সেই সাথে নতুন রেকর্ডেও নাম জড়িয়েছে বাংলাদেশের ডান হাতি বোলারের।

READ MORE:  Team India: আচমকাই দল ছাড়লেন গুরুত্বপূর্ণ সদস্য, সেমির আগে ঝটকা টিম ইন্ডিয়ায় | Manager R Devraj Leaves Team India

নতুন বোলিং সেঞ্চুরির রেকর্ড গড়লেন তাসকিন

মঙ্গলবার বাংলাদেশের বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকাটার্সদের বিরুদ্ধে বল করতে নেমে 10 ওভারের কোটায় 107 রান দিয়ে ফেলেছিলেন তাসকিন। সূত্র বলছে, লিস্ট এ ক্রিকেটে একজন বোলারের হাত থেকে এত রানের খরচ সত্যিই বিরল। বাংলাদেশি বোলার তাসকিনের উদারতার কারণে মহামেডানের বিপক্ষে 5 উইকেট হাতে রেখেই 336 রান তুলে ফেলে গাজী গ্রুপ। এদিন গাজী অধিনায়ক এনামুল হকের ব্যাট থেকে 149 রানের বড় যোগদান পেয়েছিল দল।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

বেশ কয়েকটি রিপোর্ট বলছে, এতদিন বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটে বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড ছিল 104। তবে সেই রেকর্ড ইতিমধ্যেই ভেঙে দিয়েছেন তাসকিন। খোঁজ নিয়ে জানা গেল, 2010 সালে বেনোনিতে দক্ষিণ আফ্রিকার এ দলের বিপক্ষে বল করতে নেমে 104 রান দিয়ে ফেলেছিলেন বাংলাদেশের এ দলের পেসার শাহাদাত হোসেন।

READ MORE:  IPL 2025: IPL 2025-এ বড় চমক! উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন ৩ মহারথী, কারা তাঁরা? | India Premier League Opening Ceremony

তবে 2024 সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগেই সেই রেকর্ডে থাবা বাসায় গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমির পেসার ইকবাল হোসেন। সেবার 9 ওভারে 104 রান দিয়েছিলেন তিনি। তবে এবার সেই রেকর্ড ভেঙে দিলেন তাসকিন। যদিও খরুচে বোলিংয়ের তালিকায় তাসকিনের রেকর্ড 11 তম স্থানে।

কেননা, লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে খরুচে বোলিংটা করেছিলেন নেদারল্যান্ডসের বাস ডি লিডার। 2023 বিশ্বকাপে দিল্লির মাঠে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 উইকেট নিতে গিয়ে 115 রান দিয়ে ফেলেছিলেন তিনি।

অবশ্যই পড়ুন: IPL দেখে বাড়ি ফেরার চিন্তা দূর, হাওড়ায় ট্রেনের টাইমটেবিল বদলাল পূর্ব রেল, দেখুন সময়সূচী

যার দরুন লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে বেশি খরুচে বোলারের তকমা পেয়েছেন লিডার। তবে এই শীর্ষস্থানীয় বোলারের থেকে অনেকটা পিছিয়ে থাকলেও স্বদেশী বোলারদের রেকর্ডকে ছাপিয়ে 107 রান খরচ করে ব্যয়বহুল রানের নতুন রেকর্ড করে ফেলেছেন তাসকিন।

READ MORE:  Mumbai Indians New Player: IPL-এর আগে সরু চাল আম্বানিদের! হার্দিকদের দলে এল নতুন প্লেয়ার | MI Sign New Player
Scroll to Top