লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Tata Avinya X আত্মপ্রকাশ করল, চমকপ্রদ ডিজাইন যে কারোর নজর টানবে!

Published on:

Tata Avinya X কনসেপ্ট ভার্সনে আত্মপ্রকাশ করল। ভারত মোবিলিটি গ্লোবাল অটো এক্সপো ২০২৫-এ টাটা মোটরস তাদের এই দুর্ধর্ষ মডেলটি উন্মোচন করেছে। প্রথমবার ২০২২ সালে এই…

Tata Avinya X কনসেপ্ট ভার্সনে আত্মপ্রকাশ করল। ভারত মোবিলিটি গ্লোবাল অটো এক্সপো ২০২৫-এ টাটা মোটরস তাদের এই দুর্ধর্ষ মডেলটি উন্মোচন করেছে। প্রথমবার ২০২২ সালে এই কনসেপ্ট মডেলটি সামনে আনা হয়েছিল, এবং ২০২৬-এ এই Avinya ব্র্যান্ডের অধীনে নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করা হবে বলে আগেই ঘোষণা করেছিল টাটা মোটরস। এই সিরিজের ইলেকট্রিক গাড়িগুলি Jaguar Land Rover-এর EMA (Electrified Modular Architecture) প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি হবে। তবে এবারের Avinya X Concept সম্পূর্ণ ভিন্ন ডিজাইনে এসেছে, যা আগের মডেলগুলির তুলনায় এক নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে।

Ather Rizta-তে নতুন আপডেট, বাংলার সঙ্গে আরও ৭টি আঞ্চলিক ভাষায় ব্যবহার করা যাবে

READ MORE:  Ultraviolette Shockwave Launched: পেট্রলের পিছনে খরচের দিন শেষ, এক চার্জে 165 কিমি যেতে পারবে এই ইলেকট্রিক বাইক | Ultraviolette Shockwave Electric Bike Price in India

Tata Avinya X Concept-এর নতুন রূপ

নতুন Avinya X-এর সবচেয়ে বড় পরিবর্তন হল এর ডিজাইন, যা কুপ-স্টাইল ডিজাইন থেকে ক্রসওভার লুকে পরিণত হয়েছে। টাটা তাদের Avinya সিরিজের জন্য এমন ডিজাইনের পরিবর্তন আনবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিল। গাড়িটির মূল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে উঁচু স্টান্স, বড় আকারের চাকা, রিট্র্যাক্টেবল ডোর হ্যান্ডল, একটানা যুক্ত হেডল্যাম্প ও টেল ল্যাম্প। পিছনের ডিজাইনটি বেশ সংযত রাখা হয়েছে, যেখানে একক টেল ল্যাম্প ও গ্লসি ব্ল্যাক বাম্পার ব্যবহার করা হয়েছে।

গাড়ির অভ্যন্তরীণ ডিজাইন এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি, তবে টাটা জানিয়েছে যে, Avinya X-এর ইন্টেরিয়র ডিজাইন হবে সম্পূর্ণ পরিবেশ-বান্ধব। অভ্যন্তরে ফ্যাব্রিক মোড়ানো সাউন্ডবার, লুকানো এয়ার ভেন্ট, অ্যারোমা ডিফিউজার এবং লাউঞ্জ-স্টাইলের রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে যা বিলাসবহুল এবং আরামদায়ক পরিবেশ সৃষ্টি করবে। ড্যাশবোর্ডে সংযমী প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা প্রয়োজনীয় তথ্য প্রদান করবে তবে চালকের জন্য বাড়তি বিভ্রান্তি তৈরি করবে না।

READ MORE:  Honda Activa Electric Scooter Features: হোন্ডার শোরুমে ঢুকছে Activa ইলেকট্রিক স্কুটার, বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায় | Honda Activa Electric Scooter Delivery Next Week

গাড়ির বাহ্যিক রঙের স্কিম ‘সমুদ্র’ নামে পরিচিত, যা সমুদ্রের ঢেউয়ের ঝলকানি থেকে অনুপ্রাণিত। গাড়ির পিছনের অংশে টেরাকোটা ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে পরিবেশ-বান্ধব উপকরণের সাহায্যে। Tata Avinya X-এ ম্যাট্রিক্স LED লাইটিং ব্যবহার করবে, যা আধুনিক ও ফিউচারিস্টিক ডিজাইনের ছোঁয়া এনে দেবে। এছাড়া, দুই-স্পোক স্টিয়ারিং হুইল, ফ্রি-স্ট্যান্ডিং স্ক্রিন, প্যানোরামিক সানরুফ, মাল্টি-জোন ক্লাইমেট কন্ট্রোল এবং ওয়্যারলেস ফোন চার্জার এর মতো অত্যাধুনিক ফিচারও পাওয়া যাবে।

গত বছর টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি (TPEM) এবং Jaguar Land Rover Plc (JLR), উভয়ই টাটার ১০০% সাবসিডিয়ারি, একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষর করেছিল। এই চুক্তির মাধ্যমে, JLR-এর মডুলার প্ল্যাটফর্ম Tata Avinya সিরিজের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়িগুলির জন্য ব্যবহৃত হবে। সংস্থা জানিয়েছে যে, Avinya ব্র্যান্ডের গাড়িগুলি তাদের সাধারণ ইলেকট্রিক গাড়িগুলির উপরে এবং Land Rover-এর গাড়িগুলোর নিচে স্থান পাবে। প্রথমদিকে Avinya ব্র্যান্ডের গাড়িগুলি শুধুমাত্র টাটার ডিলারশিপের মাধ্যমেই বিক্রি করা হবে।

READ MORE:  Mahindra XUV700 Price Cut: মূল্যবৃদ্ধির বাজারে বিশাল স্বস্তি, গাড়ির দাম 70 হাজার টাকা কমিয়ে চমকে দিল Mahindra | Mahindra XUV700 Features

টাটা মোটরস তাদের Avinya ব্র্যান্ডের মাধ্যমে এক নতুন উচ্চতায় পৌঁছাতে চাইছে, যেভাবে Toyota-র জন্য Lexus এবং Hyundai-র জন্য Genesis ব্র্যান্ড কাজ করে। এটি সংস্থার প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে প্রবেশের একটি বড় পদক্ষেপ।

Tata Avinya X কনসেপ্ট শুধুমাত্র ডিজাইনের ক্ষেত্রেই নয়, প্রযুক্তির ক্ষেত্রেও আধুনিকতার নিদর্শন বহন করছে। টাটা মোটরস তাদের ইলেকট্রিক গাড়ির প্রযুক্তিকে আরও উন্নত ও পরিবেশবান্ধব করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নতুন কনসেপ্ট গাড়িটি টাটার ভবিষ্যতের ইলেকট্রিক ভেহিকল পরিকল্পনার দিকে এক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ২০২৬ সালে Avinya সিরিজের প্রথম মডেল বাজারে আসার আগে, এই কনসেপ্ট ডিজাইন কোম্পানির ভবিষ্যৎ ইলেকট্রিক গাড়ির একটি ঝলক তুলে ধরছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.