লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Tata Capital Pankh Scholarship: সহজেই আবেদন, একাদশ-দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পাবে ১০,০০০ টাকার স্কলারশিপ, জেনে নিন পদ্ধতি | Tata Capital Pankh Scholarship Program for Class 11 and 12 Students

Updated on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি পড়াশোনার খরচও বেড়েই চলেছে প্রতিবছর। তবে দেশের উজ্জ্বল ভবিষ্যত গড়তে হলে শিক্ষা অতি আবশ্যক। তাই আর্থিক কারণে যাতে কোনো মেধাবী পড়ুয়ার পড়াশোনা না আটকে যায় তার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে একাধিক বৃত্তিমূলক প্রকল্প চালু করা হয়েছে। এমনকি প্রাইভেট সংস্থার তরফ থেকেও স্কলারশিপ প্রদান করা হয়। আজ এমনই একটি স্কলারশিপের সম্পর্কে জানাবো আপনাদের।

টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপ পোগ্রাম ২০২৪-২৫ | Tata Capital Pankh Scholarship Program 2024-25

ভারতের  সবচেয়ে বড় কোম্পানির মধ্যে অন্যতম টাটা গোষ্ঠী। এরই অন্তর্গত একটি কোম্পানি হল টাটা ক্যাপিটাল লিমিটেড। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টাটা ক্যাপিটালের তরফ আর্থিক বৃত্তি প্রদান করা হয়ে থাকে। তবে এক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন? আর কিভাবেই বা আবেদন করবেন? সবটা জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

READ MORE:  SBI Asha Scholarship 2025: SBI-র এই স্কলারশিপে আবেদন করলেই মিলবে ২০ লক্ষ টাকা | State Bank Of India Scholarship

স্কলারশিপের পরিমাণ

টাটা ক্যাপিটাল লিমিটেডের তরফ থেকে প্রদায় এই স্কলারশিপে যোগ্য ছাত্রীছাত্রীদের এককালীন ১০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। ভালোভাবে বলতে গেলে বছরের খরচের ৮০% বা সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। যেটা শিক্ষার্থীদের শিক্ষার পথে অর্থকে বাঁধা হতে দেয় না। তাই যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত রয়েছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

আবেদনের জন্য যোগ্যতা

যারা টাটা ক্যাপিটাল স্কলারশিপের জন্য আবেদন করতে চাও তাদের অবশ্যই নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে। সেগুলি হলঃ

  • আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনো একটি বিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে।
  • শেষ পরীক্ষায় বা চলতি বছরের পরীক্ষায় ৬০% নাম্বার পেয়ে থাকতে হবে।
  • যে সমস্ত ছাত্রছাত্রীর পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
  • আবেদনকারীকে অবশই ভারতীয়নাগরিক হতে হবে।
  • টাটা ক্যাপিটাল লিমিটেড ও Buddy4Study  পোর্টালের কর্মীদের সন্তানেরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না।
READ MORE:  লক্ষ লক্ষ অন্ত্যোদয় রেশন কার্ড বাতিল হচ্ছে! খাদ্য দপ্তরের কড়া নির্দেশিকা

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

আবেদন করতে চাইলে, প্রার্থীকে কিছু ডকুমেন্ট তৈরি রাখতে হবে, সেগুলি হলঃ

  • আধার কার্ড
  • পারিপারিক আয়ের শংসাপত্র
  • স্কুলে ভর্তি বা নতুন ক্লাসে ভর্তির স্লিপ বা প্রমাণ
  • আবেদনকারী শিক্ষার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টার তথ্য
  • জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
  • শেষ পরীক্ষার রেজাল্ট
  • কালার পাসপোর্ট সাইজ ছবি

কিভাবে অনলাইনে আবেদন করবেন?

এই স্কলারশিপের জন্য সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি ধাপে ধাপে দেওয়া হলঃ

  • প্রথমেই buddy4study ওয়েবসাইটে চলে যেতে হবে। এরপর প্রথমবার এসে থাকলে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • নাম ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করার পর ড্যাশবোর্ডে লগ ইন করে নিতে হবে।
  • লগ ইন করার পর ‘Tata Capital Pankh Scholarship Program for Class 11 and 12 Students 2024-25’ ব্যানারে ক্লিক করতে হবে।
  • এবার যে পেজ খুলবে তাতে ‘Start Application’ বাটনে ক্লিক করলেই আবেদনের ফর্ম খুলে যাবে। সেখানে সঠিক তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করে নিতে হবে।
  • আবেদনের ফর্ম ফিলআপ করা হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
  • ডকুমেন্টস আপলোড করা সম্পন্ন হলে প্রিভিউতে ক্লিক করে সবটা শুরু থেকে একবার চেক করে নিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন চেক করে সাবমিট করলেই আবেদন করা হয়ে যাবে।
READ MORE:  Aadhaar Mitra: আধার সংক্রান্ত যাবতীয় সমস্যা মেটাবে Aadhaar Mitra, এক নিমেষে মিলবে সমাধান | Aadhaar Mitra will solve all Aadhaar related problems

আবেদনের শেষ তারিখ : ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ 

অফিসিয়াল লিংক : Offcial Link

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.