Tata Curvv গাড়িতে এই প্রথম ডিসকাউন্ট মিলছে, ৫০ হাজার টাকা বাঁচানোর সুযোগ | Tata Curvv ICE and EV Discount
গত বছর ICE (ইঞ্জিন) ও EV (বৈদ্যুতিক) সংস্করণে লঞ্চ হয়েছিল Tata Curvv। বাজারে আসার পর এই প্রথম এসইউভিটির উভয় ভেরিয়েন্টে ডিসকাউন্ট দিচ্ছে টাটা। ফেব্রুয়ারির শেষ পর্যন্ত মিলবে ছাড়। অটোকার ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের পাশাপাশি গত বছরের স্টকেও অফার থাকছে। স্ক্র্যাপেজ ও এক্সচেঞ্জ সুবিধা ধরে বেনিফিট দিচ্ছে সংস্থা।
ইঞ্জিন চালিত Tata Curvv-এর চলতি বছরের স্টকে ২০,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। তবে কেউ যদি গত বছর তৈরি হওয়া মডেল কিনতে চান, তাহলে তাঁকে সমস্ত ভেরিয়েন্টে ৫০,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। ২০২৫ মডেলের স্ক্র্যাপেজ বোনাস ২০,০০০ টাকা এবং এক্সচেঞ্জ বোনাস ১৩,৭৯৩ টাকা। ২০২৪ মডেলে ৩০,০০০ টাকা কনজিউমার ডিসকাউন্ট উপলব্ধ। জানিয়ে রাখি, গাড়িটির দাম শুরু হচ্ছে ৯.৯৯ লক্ষ টাকা থেকে।
টাটা কার্ভে পেট্রল ও ডিজেল ইঞ্জিন রয়েছে। একটি ১.৫ লিটার টার্বো ডিজেল ও দুটি ১.২ লিটার টার্বো পেট্রোল ভেরিয়েন্ট উপলব্ধ। এন্ট্রি-লেভেল ট্রিমের ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন থেকে ১২০ হর্সপাওয়ার এবং ১৭০ এনএম টর্ক উৎপন্ন হবে। আরেকটি টার্বো ভেরিয়েন্টের আউটপুট ১২৫ বিএইচপি এবং ২২৫ এনএম। ৬-স্পিড ম্যানুয়াল বা ৭-স্পিড ডুয়াল-ক্লাচ ট্রান্সমিশন অপশন থাকছে।
অন্যদিকে, ব্যাটারি চালিত Tata Curvv EV-তে ২০,০০০ টাকা স্ক্র্যাপেজ বোনাস এবং ১৯,০৪৮ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে। এতে স্ট্যান্ডার্ড হিসেবে ৪৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে, যা ১৫০ হর্সপাওয়ার এবং ২৪৫ এনএম টর্ক সরবরাহ করে। উচ্চতর ভেরিয়েন্টে ৫৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক আছে, যা ১৬৭ হর্সপাওয়ার শক্তি তৈরি করে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক আরও বিগড়েছে। 26 জন…
গরমকাল আসলেই যেন ফ্রিজ ছাড়া দিন চলে না। আর তেমনই ফ্রিজের (Fridge) একটি সবথেকে বড়সড়…
দক্ষিণ-পূর্ব রেলের পূর্ব নির্ধারিত নন-ইন্টারলকিং উন্নয়নমূলক কাজের কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের…
সহেলি মিত্র, কলকাতাঃ কবে চালু হবে ধর্মতলা থেকে শিয়ালদা অবধি মেট্রো পরিষেবা? এখন এই প্রশ্ন…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারিতে অর্থপ্রাপ্তি নির্ভর করে ভাগ্যের ওপর! রাশিচক্রের পরিবর্তন ও শুভ সময় অনুযায়ী…
ভারতীয় রেলে যাত্রার সময় নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। টিকিট বুকিংয়ের সময় যদি আপনি সবচেয়ে নিরাপদ…
This website uses cookies.