লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Tata Curvv গাড়িতে এই প্রথম ডিসকাউন্ট মিলছে, ৫০ হাজার টাকা বাঁচানোর সুযোগ | Tata Curvv ICE and EV Discount

Published on:

গত বছর ICE (ইঞ্জিন) ও EV (বৈদ্যুতিক) সংস্করণে লঞ্চ হয়েছিল Tata Curvv। বাজারে আসার পর এই প্রথম এসইউভিটির উভয় ভেরিয়েন্টে ডিসকাউন্ট দিচ্ছে টাটা। ফেব্রুয়ারির শেষ পর্যন্ত মিলবে ছাড়। অটোকার ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের পাশাপাশি গত বছরের স্টকেও অফার থাকছে। স্ক্র্যাপেজ ও এক্সচেঞ্জ সুবিধা ধরে বেনিফিট দিচ্ছে সংস্থা।

ইঞ্জিন চালিত Tata Curvv-এর চলতি বছরের স্টকে ২০,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। তবে কেউ যদি গত বছর তৈরি হওয়া মডেল কিনতে চান, তাহলে তাঁকে সমস্ত ভেরিয়েন্টে ৫০,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। ২০২৫ মডেলের স্ক্র্যাপেজ বোনাস ২০,০০০ টাকা এবং এক্সচেঞ্জ বোনাস ১৩,৭৯৩ টাকা। ২০২৪ মডেলে ৩০,০০০ টাকা কনজিউমার ডিসকাউন্ট উপলব্ধ। জানিয়ে রাখি, গাড়িটির দাম শুরু হচ্ছে ৯.৯৯ লক্ষ টাকা থেকে।

READ MORE:  Tata Nano EV: বাজার কাপাতে EV রূপে আবারও হাজির হচ্ছে Tata Nano! থাকবে ভরপুর ফিচার্স | Tata Nano Electric Vehicle

টাটা কার্ভে পেট্রল ও ডিজেল ইঞ্জিন রয়েছে। একটি ১.৫ লিটার টার্বো ডিজেল ও দুটি ১.২ লিটার টার্বো পেট্রোল ভেরিয়েন্ট উপলব্ধ। এন্ট্রি-লেভেল ট্রিমের ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন থেকে ১২০ হর্সপাওয়ার এবং ১৭০ এনএম টর্ক উৎপন্ন হবে। আরেকটি টার্বো ভেরিয়েন্টের আউটপুট ১২৫ বিএইচপি এবং ২২৫ এনএম। ৬-স্পিড ম্যানুয়াল বা ৭-স্পিড ডুয়াল-ক্লাচ ট্রান্সমিশন অপশন থাকছে।

READ MORE:  AC Offer: চাঁদিফাটা গরমে হাফ দামে মিলছে Tata সহ ৩ AC, বুক করুন আজই | AC In Half Prize

অন্যদিকে, ব্যাটারি চালিত Tata Curvv EV-তে ২০,০০০ টাকা স্ক্র্যাপেজ বোনাস এবং ১৯,০৪৮ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে। এতে স্ট্যান্ডার্ড হিসেবে ৪৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে, যা ১৫০ হর্সপাওয়ার এবং ২৪৫ এনএম টর্ক সরবরাহ করে। উচ্চতর ভেরিয়েন্টে ৫৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক আছে, যা ১৬৭ হর্সপাওয়ার শক্তি তৈরি করে।

READ MORE:  হোন্ডার মোটরসাইকেলে মিলছে 5000 টাকা ছাড়, এমন অফার কিন্তু বারবার আসবে না

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.