Tata Electric Scooter: ন্যানোর দামে ইলেকট্রিক গাড়ি আনছে Tata, ভাইরাল পোস্ট কি শুধুই গুজব নাকি সত্যি | Tata Electric Bike
চার চাকার বাজারে দেশ-বিদেশ মাতালেও দু’চাকার প্রতি এখনও পর্যন্ত টাটা মোটরসের কোনও আগ্রহ চোখে পড়েনি। ভারতে গুটি কয়েক সংস্থা রয়েছে যারা চার চাকা ও দু’চাকা দুটোই বানিয়ে থাকে। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, ২০২৫ সালে বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করতে পারে টাটা। যা বাজারে আসবে অগাস্ট মাসে। টেক্কা দেবে ওলা ও এথার এনার্জিকে।
এমনকী, পোস্টটিতে স্কুটার সম্পর্কিত নানা ফিচার্সও দাবি করা হয়েছে। থাকবে, ডিজিটাল ড্যাশবোর্ড, এলইডি হেডলাইট, টেল ল্যাম্প, অ্যালয় হুইল এবং টিউবলেস টায়ার। মিলবে ৩.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি যা রেঞ্জ দেবে ২০০ কিলোমিটার। দাম হতে পারে আনুমানিক ১ লাখ থেকে ১.২ লাখ টাকা। এই পোস্টে সবকিছুই “প্রত্যাশিত”, “হতে পারে”, বলে দাবি করা হয়েছে। কোনও দৃঢ় যুক্তি বা খবরের কোনও উৎস প্রকাশ করা হয়নি।
না, টাটা মোটরস বা তাদের কোনও শাখা এই ধরনের ঘোষণা করেনি। এই পোস্ট সম্পূর্ণ ভিত্তিহীন গুজব বলেই মনে করা হচ্ছে। যদি আপনি ইন্টারনেটে কোনও ছবি বা কোনও ভিডিয়োতে টাটা নির্মিত বৈদ্যুতিক স্কুটার দেখে থাকেন, তাহলে সেটা এআই দিয়ে বানানো। কারণ এই মুহূর্তে টাটা মোটরসের বৈদ্যুতিক স্কুটার বানানোর কোনও পরিকল্পনা নেই।
প্রসঙ্গত, এই মুহূর্তে বাজাজ একমাত্র সংস্থা, যারা চার চাকা, তিন চাকা থেকে শুরু করে দু’চাকা, সব রকম যানবাহন বানিয়ে থাকে। এই ভারতীয় কোম্পানির পোর্টফোলিওতে বাজাজ চেতকের মতো জনপ্রিয় বৈদ্যুতিক স্কুটার রয়েছে। তাছাড়া চার চাকার ক্ষেত্রে রয়েছে বাজাজ কিউট। এবং, তিন চাকার বাজারে অটো রিকশার জন্য বিখ্যাত এই কোম্পানি।
Photo Credit: YouTube
বাজারে ছেয়ে গিয়েছে 5G স্মার্টফোন। কিন্তু এর মধ্যে থেকে সঠিক ও ব্যবহারের জন্য উপযুক্ত মডেল…
ঘন ঘন রিচার্জ করতে না চাইলে Airtel এর এই প্ল্যান বেছে নিতে পারেন। দেশের দ্বিতীয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ঠা এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Honor গ্লোবাল মার্কেটে একটি নতুন হ্যান্ডসেট নিয়ে হাজির হয়েছে, যার নাম 400…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোখের পলক পড়ার আগেই ঝাঁঝরা হয়ে যাবে পাক জঙ্গি! চোরাপথে সীমান্ত পেরিয়ে…
সৌভিক মুখার্জী, কলকাতা: বিমানে ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে বিমানবন্দরের নতুন বিধিনিষেধ (Airport New Rules) সম্পর্কে…
This website uses cookies.