Tata Nano EV: বাজার কাপাতে EV রূপে আবারও হাজির হচ্ছে Tata Nano! থাকবে ভরপুর ফিচার্স | Tata Nano Electric Vehicle
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের গাড়ির বাজারে লাখ টাকার গাড়ি নামে পরিচিত Tata Nano আবারো নতুন রুপে বাজারে ফিরতে পারে। তবে শোনা যাচ্ছে এবার নাকি সাধারণ গাড়ি নয়, এটি হতে চলেছে বৈদ্যুতিক গাড়ি। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। Tata Nano-র নতুন রূপ এবং সম্ভাব্য ফিচার নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে।
দাম কম হওয়ার পাশাপাশি গাড়িটি এক চার্জেই চলবে ২০০ কিলোমিটার। ফলে ভারতীয় ইলেক্ট্রিক গাড়ির বাজারে এক কথায় নতুন বিপ্লব আসতে চলেছে। কারণ Tata মানেই প্রতিযোগিতা আকাশছোঁয়া। তো চলুন দেখে নেওয়া যাক, এই নতুন গাড়ির সম্ভাব্য ফিচার এবং বাজার মূল্য সম্পর্কে।
Tata Nano EV শুধুমাত্র কম দামেই বাজারে আসছে না, বরং এর সঙ্গে থাকবে আধুনিক সব প্রযুক্তি। প্রথমত, এই গাড়িটি এক চার্জেই ২০০ কিলোমিটার চলবে। শহরের রাস্তায় উপযুক্ত ব্যাটারি ব্যাকআপ দেবে এই গাড়ি। দ্বিতীয়ত, স্মার্ট ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া রয়েছে। যেখানে থাকবে একটি টাচস্ক্রিন ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি এবং স্টিয়ারিং-মাউন্টেড কন্ট্রোল।
এর পাশাপাশি থাকবে চারটি পাওয়ার উইন্ডো, আধুনিক ডিজিটাল ড্যাশবোর্ড এবং আরামদায়ক সব সিট। সুরক্ষার দিক থেকে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, ABS ও EBD ব্রেকিং সিস্টেম। পাশাপাশি রয়েছে রিয়ার পার্কিং সেন্সর।
বেশ কিছু সূত্র দাবি করছে, Tata Nano EV-র সম্ভাব্য বাজার মূল্যে হতে পারে প্রায় ৬ লক্ষ থেকে ৯ লক্ষ টাকার মধ্যে। কম খরচে ইলেকট্রিক গাড়ি কেনার স্বপ্ন পূরণ করবে টাটা। অন্যান্য ইলেকট্রিক গাড়ির তুলনায় Tata Nano EV হবে অনেকটাই সাশ্রয়ী।
এখনো পর্যন্ত টাটা মোটরসের পক্ষ থেকে কোন অফিসিয়াল ঘোষণা করা হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছে, ভারতে বৈদ্যুতিক গাড়ির ক্রমবর্ধমান চাপের কারণে এই গাড়িটি খুব শীঘ্রই বাজারে আসতে পারে। যদি এই গাড়িটি লঞ্চ করা হয়, তাহলে Tata Nano EV হবে সবথেকে সস্তা এবং আধুনিক বৈদ্যুতিক গাড়ি, যা ভারতীয়দের কাছে ইলেকট্রিক গাড়ি কেনাকে আরো সহজ করে তুলবে।
OnePlus 13T এই মাসের শেষের দিকে চীনে লঞ্চ হতে পারে। সম্প্রতি জানা যায় এতে 6000mAh…
এই মুহূর্তে ভারতীয় বাজারে সেডান সেগমেন্টে Hyundai Aura ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে এর…
নতুন অর্থবর্ষের শুরুতেই সাধারণ মানুষের জন্য এল এক বড় ধাক্কা। দীর্ঘদিন রান্নার গ্যাসের (LPG Cylinder)…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মানুষ নিয়েই উড়ছে ড্রোন! বিরল আবিষ্কার করে তাক লাগালেন দুর্গাপুরের(Durgapur) ছোটন ঘোষ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বৃহস্পতিবার ঘরের মাঠে নিজাম বধ করে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স।…
রিয়েলমি আগামী 9 এপ্রিল নারজো সিরিজের দুটি নতুন স্মার্টফোন- Realme Narzo 80 Pro 5G এবং…
This website uses cookies.