Tata Stock: ২০২৭-র মধ্যে হবে সোনার খনি, টাটা গ্রুপের এই স্টক কিনে রাখলে হবে বিপুল লক্ষ্মীলাভ | Stock Market News

সৌভিক মুখার্জী, কলকাতাঃ টাটা গ্রুপের অধীনে থাকা টাটা কমিউনিকেশনস (Tata Communications)-এর শেয়ার বাজারে নতুন আশার আলো দেখিয়েছে। বিগত কয়েক মাস ধরে শেয়ারের মূল্য কিছুটা নিম্নমুখী থাকলেও এবার গ্রাফ উপরের দিকে উঠেছে। এবার একাধিক ব্রোকারেজ সংস্থা এটিকে ‘Buy’ রেটিং দিয়েছে। গত সপ্তাহে ICICI Securities এই স্টকটির রেটিং বাড়িয়েছিল। এবার JM Financial একই পরামর্শ দিল। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, 2027 সালের মধ্যে শেয়ারের দাম 30% পর্যন্ত বাড়তে পারে, যা বিনিয়োগকারীদের জন্য দারুণ সুযোগ তৈরি করছে। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কেন টাটা কমিউনিকেশনসের শেয়ার নিয়ে এত উচ্ছ্বাস?

JM Financial 2030 টাকায় টাটা কমিউনিকেশনসের শেয়ার কেনার সুপারিশ করছে। কারণ মঙ্গলবার এই স্টকের ক্লোজিং ছিল 1506.2 টাকা। এখান থেকে 30-35% পর্যন্ত দাম বাড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। পাশাপাশি এই প্রতিষ্ঠানটির মূল ডাটা সেগমেন্টের অপারেটিং প্রফিট 2024-28 সালের মধ্যে 21% বৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে এই কোম্পানির ডিজিটাল পোর্টফোলিও দীর্ঘমেয়াদী বৃদ্ধির মূল চালিকাশক্তি হবে। ICICI Securities এই স্টকের রেটিং গত সপ্তাহে ‘Hold’ থেকে ‘Buy’ করেছে এবং লক্ষ্যমূল্য 1690 টাকা থেকে 1840 টাকা পর্যন্ত গড়িয়েছে। সূত্র বলছে, সাম্প্রতিক মূল্য হ্রাসের পর এই স্টকটি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠছে।

READ MORE:  Bank Rules: UPI থেকে শুরু করে ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের নিয়ম, তালিকা জারি করল NPCI | Bank Rules Changing From 1st April

টাটা কমিউনিকেশনসের ভবিষ্যৎ লক্ষ্য

কোম্পানিটি 2027 সালের মধ্যে উল্লেখযোগ্য বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে। তবে JM Financial মনে করছে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে এটি 2028 সাল পর্যন্ত গড়াতে পারে। তবে এই সময়সীমার মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করতে কোম্পানি অধিগ্রহণের পথ বেছে নিতে পারে। টাটা কমিউনিকেশনস বিশ্বব্যাপী প্রযুক্তি এবং ডেটা পরিষেবার সম্প্রসারণের দিকেও পা বাড়াচ্ছে। বিশেষ করে 5G, ক্লাউড কম্পিউটিং এবং সাইবার সিকিউরিটিতে এরা বিনিয়োগ বেশি করছে। 

কিছু বিষয় মাথায় রাখুন

যদিও বেশ কিছু সংস্থা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে, তবে এর কিছু ঝুঁকিও রয়েছে। যদি বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দা দেখা যায় তাহলে টাটা কমিউনিকেশনসের বৃদ্ধিতে খরা লাগতে পারে। পাশাপাশি বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন সংস্থা আইটি খাতে খরচ কমানোর দিকে ছুটছে, যা কোম্পানির আয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া Adjusted Gross Revenue (AGR) সংক্রান্ত আইনের ঝামেলা যদি নতুন করে শুরু হয়, তাহলে কোম্পানির আয় এবং মুনাফা তলানিতে ঠেকতে পারে। 

READ MORE:  আধার নাম্বার ব্যবহার না করেই সব কাজ হবে, এখনই ভার্চুয়াল আইডি বানিয়ে নিন

বিনিয়োগকারীদের জন্য পরামর্শ

সূত্র বলছে, পাঁচ বছর বা তার বেশি সময়ের জন্য বিনিয়োগ করলে এখান থেকে ভালো মুনাফার সম্ভাবনা থাকছে। তবে যারা স্বল্পমেয়াদে মুনাফার জন্য শেয়ার কিনতে চান তারা বাজারে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন। India Hood কাউকে বিনিয়োগ করার জন্য বাধ্য করে না। তাই আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলে India Hood কোনরকম দায়বদ্ধতা নেবে না। তবে বাজারের হালচাল এবং প্রতিনিয়ত টিপস পেতে হলে অবশ্যই ফলো করুন India Hood Bangla কে।

Scroll to Top