লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Tax On FD Interest: ফিক্সড ডিপোজিট নিয়ে বিরাট ঘোষণা, এবার হবে আরও বেশি লাভ | Fixed Deposit Tax Wave Off

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতাঃ সঞ্চয় করতে আমি-আপনি সবাই চাই। সাধারণ মানুষের জন্য সঞ্চয় করার অন্যতম নির্ভরযোগ্য উপায় হল ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। কারণ এখানে কম ঝুঁকিতে নিশ্চিত সুদের মাধ্যমে ভবিষ্যতে জন্য টাকা জমানো যায়। কিন্তু এতদিন পর্যন্ত FD-এর সুদ থেকে পাওয়া আয়ের উপর কর দিতে হতো, যা সাধারণ মানুষের উপর বাড়তি বোঝা হয়ে দাঁড়াতো। এবার সেই বোঝা অনেকটাই কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছে যে, ৫০ লক্ষ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কোন রকম আয়কর দিতে হবে না। অর্থাৎ, যদি কারোর একাধিক ব্যাংকে ফিক্সড ডিপোজিট থাকে এবং মোট মূলধন ৫০ লক্ষ টাকার মধ্যে হয় তাহলে সেখান থেকে অর্জিত সুদের উপর কোন রকম কর প্রদান করতে হবে না।

READ MORE:  FD Interest Rate: ফিক্সড ডিপোজিটে ৯.৫০% অবধি সুদ দিচ্ছে এই ৪ ব্যাঙ্ক, বিনিয়োগ করলেই মালামাল | 4 Bank Giving 9.50% Interest In Fixed Deposit

ফিক্সড ডিপোজিটের সুদের উপর কী কী ছাড় মিলবে?

প্রথমত আপনার ফিক্সড ডিপোজিটের পরিমাণ যদি ৫০ লক্ষ টাকার মধ্যে হয় তাহলে সেখান থেকে পাওয়া সুদে কোনরকম ট্যাক্স সরকার কাটবে না। তবে এখানে একটা শর্ত আছে। বছরে FD-এর সুদ থেকে মোট ৪ লক্ষ টাকার কম আয় হলেই কোনরকম আয়কর রিটার্ন দিতে হবে না।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শুধু তাই নয়, TDS-এর ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র সরকার। TDS-এর নিয়ম ঘাটলে আমরা দেখতে পাবো, বয়স ৬০ বছরের বেশি হলে যদি ১ লক্ষ টাকার বেশি সুদ আয় হয় তবে TDS কাটবে এবং বয়স ৬০ বছরের কম হলে যদি ৫০ হাজার টাকার বেশি সুদ আয় হয় সেক্ষেত্রে TDS কাটবে।

READ MORE:  ৩১ মার্চ শেষ সুযোগ, SBI-র ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করে ঘরে আনুন ৪০,০০০ টাকা

তবে এক্ষেত্রে বলে রাখি, ৬০ বছরের কম বয়স হলে ব্যাঙ্কে Form 15G জমা দিতে হবে এবং ৬০ বছরের বেশি বয়স হলে ব্যাঙ্কে Form 15H জমা দিতে হবে। এই ফর্মগুলি যদি অর্থবছরের শুরুতেই ব্যাঙ্কে জমা দেন তাহলে সুদের উপর কোনো রকম TDS কাটা হবে না।

কীভাবে উপকৃত হবেন সাধারণ মানুষ?

কেন্দ্র সরকারের এই ঘোষণার ফলে বেশিরভাগ অবসরপ্রাপ্ত ব্যক্তি, যারা FD-এর সুদ থেকে মূলত তাদের মাসিক খরচ চালান, তারা নতুন নিয়মে ট্যাক্সে ছাড় পাবেন। ফলে তাদের হাতে আরও বেশি টাকা থাকবে। শুধু তাই নয়, FD-এর উপর ট্যাক্সের বোঝা কমায় অনেক মধ্যবিত্ত ব্যক্তি এখন নিশ্চিন্তে বেশি পরিমাণে অর্থ সঞ্চয় করতে পারবে।

READ MORE:  চিনের উপর ৩৪%! পাকিস্তান, বাংলাদেশ, ভারতের জন্য কত শুল্ক ধার্য করলেন ট্রাম্প?

ফিক্সড ডিপোজিটের উপর করমুক্তির সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য এক বড় স্বস্তির খবর। যারা ভবিষ্যতের জন্য নিরাপদে বিনিয়োগ করতে চান তাদের জন্য এটি হতে চলেছে এক সুবর্ণ সুযোগ।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.