TCL X955 Max: বিশ্বের সবচেয়ে বড় স্মার্ট টিভি ভারতে লঞ্চ করল TCL, প্রি-বুকিং করলে ৭৫ ইঞ্চি টিভি ফ্রি | Tcl x955 max smart tv launched in india

TCL বিশ্বের সবচেয়ে বড় স্মার্ট টিভি বাজারে আনল, যা সিনেমা হলের মতো অভিজ্ঞতা দেবে। এই টিভিটি শুধু অসাধারণ ডিজাইনের সাথেই আসেনি, এর দামও আপনাকে অবাক করবে। নতুন TCL X955 Max টিভির মডেল নম্বর টিসিএল কিউএম ৮৯১জি। ভারতে এর প্রি-অর্ডার শুরু হয়েছে। আসুন এই টিভির দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

TCL X955 Max টিভি ঘরকে বানাবে সিনেমা হল

নতুন টিসিএল স্মার্ট টিভির স্ক্রিন প্রায় আট ফুট প্রশস্ত। এই টিভির উচ্চতা পাঁচ ফুটের কাছাকাছি এবং স্ট্যান্ডে লাগানোর পর এর উচ্চতা ছয় ফুটের কাছাকাছি হবে। অর্থাৎ টিভিটি ঘরকে আইম্যাক্স থিয়েটারে পরিণত করবে।

READ MORE:  Smart TV: প্রিমিয়াম ফিচার ও বড় স্ক্রিনের সস্তা Smart TV খোঁজ করছেন? এই তিনটি মডেলে রয়েছে দুর্দান্ত ডিল | Big Screen Smart TV Under 20000

টিসিএল টিভির ওজন প্রায় এক কুইন্টাল

টিসিএল এক্স৯৫৫ ম্যাক্স স্মার্ট টিভিটি অত্যন্ত পাতলা এবং বেজেল-লেস ডিজাইন অফার করে। এটি অত্যন্ত পাতলা। তবে টিভিটি পাতলা হলেও এর ওজন ৯০ কিলোর কাছাকাছি।

ফিচারের কথা বললে, টিসিএল এর সবচেয়ে বড় স্মার্ট টিভিতে ১১৫ ইঞ্চি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫০০০ নিট ব্রাইটনেস অফার করে। এতে রয়েছে ভিএ স্ক্রিন এ+++ বাটারফ্লাই উইং স্টার স্ক্রিন এবং এর কনট্রাস্ট রেশিও ৭০০০:১। এই বিশেষ ডিসপ্লেটি লিকুইড ক্রিটাল লেয়ারেথ মাধ্যমে তৈরি করা হয়েছে।

READ MORE:  Lenovo Tab: ডুয়াল স্পিকার, বড় ডিসপ্লে, ও শক্তিশালী ব্যাটারির বাজেট ট্যাবলেট লঞ্চ করল Lenovo | Budget Lenovo tab launched globally

এই স্মার্ট টিভিতে আছে এএমডি ফ্রিসিঙ্ক প্রিমিয়াম সাপোর্ট এবং এতে অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন কোটিং পাওয়া যাবে। সাউন্ডের জন্য এতে ৬.২.২ চ্যানেল ডলবি অ্যাটমস স্পিকার সিস্টেম এবং ব্রডকাস্টিংয়ের জন্য এটিএসসি ৩.০ টিউনার উপস্থিত।

TCL X955 Max: টিসিএলের সবচেয়ে বড় স্মার্ট টিভির দাম

নতুন টিভিটি রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা এবং অফলাইন রিটেল স্টোরের পাশাপাশি অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো অনলাইন মার্কেটপ্লেস থেকেও কেনা যাবে। ভারতে এর দাম রাখা হয়েছে ২৯,৯৯,৯৯০ টাকা। প্রি-বুকিং অফারে ক্রেতারা ৭৫ ইঞ্চি কিউএলইডি টিভি পাবেন একদম বিনামূল্যে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Kodak Smart TV: অবিশ্বাস্য অফার! ৭০০০ টাকার কমে বড় স্ক্রিনের Smart TV, এমন সুযোগ হারাবেন না | Kodak Smart TV Discount Offer
Scroll to Top