Team India: টিম ইন্ডিয়া থেকে বরখাস্ত গম্ভীরের ঘনিষ্ঠ! আরও দুই কোচের চাকরি খেল BCCI | BCCI Layoffs 3 Coaching Staffs
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL-র উন্মাদনার মাঝেই টিম ইন্ডিয়ার সাথে যুক্ত তিন মহারথীর বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নিল ভারতীয় ক্রিকেট বোর্ড! সূত্রের খবর, গত বর্ডার গাভাস্কার ট্রফিতে খারাপ পারফরমেন্স ও সাজঘর থেকে ফাঁস হওয়া বিভিন্ন বিষয়গুলির কথা মাথায় রেখে এবার টিম ইন্ডিয়ার তিন কোচিং স্টাফকে ছাঁটাই করল BCCI। খোঁজ নিয়ে জানা গেল, ভারতীয় ক্রিকেট বোর্ডের বাতিলের তালিকায় নাম রয়েছে মেন ইন ব্লু-র হেড কোচ গৌতম গম্ভীর ঘনিষ্টেরও।
বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী, জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই বেশ কয়েকটি কারণকে সামনে রেখে প্রধান কোচ গৌতম গম্ভীরের ঘনিষ্ঠ ভারতীয় দলের সহকারি কোচ অভিষেক নায়ারকে অপসারণ করল BCCI। সেই সাথেই, ফিল্ডিং কোচ টি দিলীপ, প্রশিক্ষক সোহম দেশাইকেও তাঁদের পথ থেকে সরিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট।
জানা যাচ্ছে, এই দুই মহারথীই দীর্ঘ 3 বছরেরও বেশি সময় ধরে ভারতীয় দলের সাথে যুক্ত ছিলেন। তবে আপাতত বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সিদ্ধান্তে, তাঁদের জায়গা নেবে এবার নতুন মুখেরা!
বিশ্বস্ত সংবাদ প্রতিবেদন মারফত যা খবর, চ্যাম্পিয়নস ট্রফি কাঁধে তুলেই ফের জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পেয়েছে ভারত। এহেন আবহে মাত্র 8 মাসের মধ্যে সহকারি কোচ অভিষেক নায়ারকে বাদের খাতায় তুলল BCCI। এখন প্রশ্ন, তাঁর জায়গায় কাকে সহকারি কোচের দায়িত্ব দেবেন বোর্ড কর্তারা? সূত্র যা বলছে তাতে, আপাতত অভিষেক নায়ার ও ফিল্ডিং কোচ টি দিলিপের জায়গায় কোনও নতুন নিয়োগ হবে না।
কেননা, সম্প্রতি ব্যাটিং কোচ হিসেবে ভারতীয় দলের সাথে জুড়েছেন সীতাংশু কোটাক। অন্যদিকে রায়ান টেন ডেসকাট সহকারি কোচের ভূমিকা পালন করছেন। রিপোর্ট অনুযায়ী, আপাতত তাঁদের হাতেই গোটা দায়িত্ব ছাড়তে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে, ফিল্ডিং কোচের দায়িত্ব নিতে পারেন রায়ান। কাজেই বলা যায়, 2 মহারথীর জায়গায় কাদের স্থলাভিষিক্ত করা হবে তা নিয়ে এখনই মাথাব্যথা নেই বোর্ডের।
অবশ্যই পড়ুন: দরপতনের ইতি, এবার সোনার দামে আগুন! বাড়ল রুপোর দরও, দেখুন আজকের রেট
তবে বেশ কয়েকটি সূত্র এও জানাচ্ছে, টিম ইন্ডিয়ার প্রশিক্ষক সোহম দেশাইয়ের পরিবর্তে একজন দক্ষ ব্যক্তিকে নিয়োগ করতে পারে BCCI। খুব সম্ভবত, পাঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত কোচিং স্টাফ তথা প্রশিক্ষক আদ্রিয়ান লে রক্সকে দেশাইয়ের পরিবর্তে জায়গা দিতে পারে বোর্ড। যদিও সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট বিবৃতি আসেনি BCCI কর্তাদের তরফে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে…
This website uses cookies.