Team India: সরল পথের কাঁটা! ফাইনালের আগেই বিরাট সুখবর পেল ভারত | Team India Got A Great News Before The Final Match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল্পনার জট কেটেছিল আগেই, তবে এবার চিত্রটা আরও পরিষ্কার! আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের মহারণে পা বাড়াবে ভারত (Team India)। যা নিয়ে দুই দলের মধ্যেই কাজ করছে বাড়তি চিন্তা। এমতাবস্থায়, ভারতের রাস্তাটা কার্যত সহজ করে দিল ICC।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

শোনা যাচ্ছে, মেগা ফাইনালের দায়িত্ব দেওয়া হচ্ছে মূলত 4 আম্পায়ার ও 1 জন ম্যাচ রেফারিকে। তবে স্বস্তির বিষয়, সেই তালিকায় নাম নেই ভারতীয় সমর্থকদের কাছে অপয়া তকমা পাওয়া আম্পায় তথা ICC-র এলিট প্যানেলের সদস্য রিচার্ড কেটেলবরো।

ফাইনালে বাড়তি সুবিধা পাবে ভারত?

ভারতের ক্রিকেটপ্রেমী মানুষজনের কাছে রিচার্ড কেটেলবরো নামটা একপ্রকার অভিশাপের। কেন? ভারতীয় দলের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে মূলত এই আম্পায়ারকে নিয়েই দুশ্চিন্তায় ভোগেন জাতীয় দলের সমর্থকরা। ভারতীয় সমর্থকদের একটা বড় অংশের বক্তব্য, কেটেলবরো যে ম্যাচে আম্পায়ারিং করেন সেই ম্যাচই হারে ভারত। এমন দুশ্চিন্তা একপ্রকার কুসংস্কার হলেও তা মানতে নারাজ ভারতীয় দলের ঘরের লোক তথা সমর্থকরা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ফলত, সেই কারণ কে সামনে রেখেই চলতি মিনি বিশ্বকাপে ভারতের ম্যাচগুলিতে কেটেলবরোকে না রাখার তীব্র আবেদন জানিয়েছিলেন তারা। কাকতালীয়ভাবে হলেও তা একেবারে মিলে গিয়েছে। চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কোনও ম্যাচেই আম্পায়ারিং করতে দেখা যায়নি তাঁকে।

READ MORE:  Legendary Indian Cricketer Died: চ্যাম্পিয়নস ট্রফি জয়ের মাঝেই টিম ইন্ডিয়ার জন্য দুঃসংবাদ! প্রয়াত কিংবদন্তি অলরাউন্ডার | Legendary Indian Cricketer Died

যে খবর যদিও আগেই জানিয়ে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। এবার সেই সুখবরেই নতুন পালক জুড়লো। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে জানানো হয়েছে, ভারত বনাম নিউজিল্যান্ডের মেগা ফাইনালে আম্পায়ারিং করছেন না ভারতের জন্য অপয়া হিসেবে খ্যাত রিচার্ড কেটেলবারো। যে খবর পাকাপাকিভাবে সামনে আসতেই ভক্তদের একটা বড় অংশ মনে করছেন, ফাইনালে কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবে ভারত।

READ MORE:  Champions Trophy 2000 Final: নিউজিল্যান্ডকে জেতান চ্যাম্পিয়নস ট্রফি, ভারতকে দুরমুশ করা নায়কের এখন করুণ অবস্থা | Chris Cairns Health Condition

ফাইনালের দায়িত্বে থাকবেন এই 5 মহারথী

বেশকিছু রিপোর্ট মারফত খবর, ইতিমধ্যেই আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের জন্য আম্পায়ারদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। জানা যাচ্ছে, ভারত বনাম নিউজিল্যান্ডের মেগা ফাইনালে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন পল রাইফেল এবং রিচার্ড ইলিংওয়ার্থ।

বলে রাখি, সম্প্রতি শেষ হওয়া দুবাইয়ের ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনালে আম্পায়ারিং করেছেন রিচার্ড ইলিংওয়ার্থ। সংস্থা জানিয়েছে, ফাইনালের মঞ্চে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন জোয়েল উইলসন এবং চতুর্থ আম্পায়ার হচ্ছেন কুমার ধর্মসেনা। ICC-র ঘোষণা অনুযায়ী, রোহিতদের ফাইনালে ম্যাচ রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে রঞ্জন মাদুগালেকে।

অবশ্যই পড়ুন: আক্ষেপ নিয়ে অবসরের ঘোষণা ভারতের তারকা প্লেয়ারের

কখন শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল ?

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 9 মার্চ, রবিবার দুপুর 2টো থেকে শুরু হবে টস পর্ব। কয়েনের ভাগ্য পরীক্ষা হয়ে গেলেই নির্ধারিত সময় দুপুর আড়াইটেতে শুরু হবে বহু প্রতীক্ষিত ভারত বনাম নিউজিল্যান্ডের মেগা ফাইনাল। যা দেখার জন্য এক প্রকার হাপিত্যেশ করে বসে রয়েছেন ভারতীয় সমর্থকরা।

READ MORE:  Women's ODI Tri-Series: দুই দলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে টিম ইন্ডিয়া, প্রকাশ্যে এল সূচি | Women's ODI Tri- Series 2025 April-May
Scroll to Top