Team India: আচমকাই দল ছাড়লেন গুরুত্বপূর্ণ সদস্য, সেমির আগে ঝটকা টিম ইন্ডিয়ায় | Manager R Devraj Leaves Team India
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিউইদেরর বিরুদ্ধে দায়িত্ব রক্ষার ম্যাচ জিতে চলতি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে জয়ের হ্যাটট্রিক গড়েছে ভারত (Team India)। পাকিস্তানকে হারিয়ে পূর্ব নির্ধারিত সেমিতে এবার রোহিত শর্মাদের প্রতিপক্ষ হতে চলেছে অজিরা। যেই চিত্রটা রবিবার বরুণ চক্রবর্তীদের সাফল্যের পরই পরিষ্কার হয়ে গিয়েছিল। তবে গতকাল ম্যাচ জিতেও বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। সূত্রের খবর, ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ চলাকালীন আচমকা ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছেড়েছেন টিম ইন্ডিয়ার ম্যানেজার আর দেবরাজ।
শোনা যাচ্ছে, ভারতীয় দলের ম্যানেজার পদ ধরে রাখা আর দেবরাজের মাতৃ বিয়োগ হয়েছে। আর সেই খবর কানে আসতেই তড়িঘড়ি বোর্ডের সম্মতিতে দেশে ফিরেছেন তিনি। বর্তমানে ভারতীয় দলের ম্যানেজার হওয়ার পাশাপাশি হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিবও দেবরাজ।
আর সেই সূত্রেই, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে রবিবার এক বিবৃতিতে জানানো হয়, পরলোক গমন করেছেন দেবরাজের মা কমলেশ্বরী দেবী। বলা হয়, খুব দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি আমাদের সচিব দেবরাজের মা মারা গিয়েছেন। ওনার আত্মার শান্তি কামনা করি।
রবিতে মরুদেশের লড়াইটা নিয়ম রক্ষার থাকলেও একটা সময় তা মর্যাদায় গিয়ে দাঁড়ায়। আর সেই কারণেই রুদ্ধশ্বাস চেষ্টার পর শেষ পর্যন্ত জাতীয় দলের স্পিনারদের হাতেই জব্দ হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা।
আর এই ম্যাচের পরই চ্যাম্পিয়ন হিসেবে এ গ্রুপের প্রথম স্থানে থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল পাকা করে ফেলেছে রোহিতের দল। এমতাবস্থায়, 4 মার্চের আগে ম্যানেজার চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রকার মাথায় আকাশ ভেঙে পড়েছে বোর্ড কর্তাদের।
বেশ কিছু সূত্র মারফত খবর, আসন্ন 4 মার্চের ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনালে সম্ভবত দেবরাজকে পাশে পাবেনা ভারতের ছেলেরা। তবে মঙ্গলবার দুবাইয়ের মাঠে ভাল কিছু করে দেখাতে পারলে, সেমিফাইনালে জায়গা পোক্ত হবে টিম ইন্ডিয়ার।
অবশ্যই পড়ুন: ‘ভ’রুণ ভরসা ভারত, সেমিতে কোন দলের সঙ্গে কবে খেলা টিম ইন্ডিয়ার?
তবে আশঙ্কা, মিনি বিশ্বকাপের প্রধান মঞ্চে দেবরাজ আদৌ দলকে সঙ্গ দেবেন কিনা তা নিয়ে সংশয়ের বৃত্ত যথেষ্ট চওড়া। সেই সাথে দেবরাজ একেবারে ম্যানেজার পদ ছাড়ছেন কিনা কিংবা তাঁর বদলে নতুন ম্যানেজার হিসেবে কাকে বসানো হতে পারে সে বিষয়ে কোনও স্পষ্ট উত্তর এখনও মেলেনি। তবে ওয়াকিবহাল মহল মনে করছে, চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে দেবরাজের ভূমিকা যেহেতু বিশেষ গুরুত্ব পাচ্ছে তাই খুব শীঘ্রই সমস্ত দায়িত্ব মিটিয়ে দলে ফিরতে পারেন তিনি।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.