লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Team India: জুনেই বড় পরীক্ষা ভারতের! প্রতিপক্ষ এই শক্তিশালী দল, রইল নতুন সিরিজের সূচি | Team India To Play Test Series Against England In June

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফি শেষ। 12 বছর পর ভারত(Team India) আবারও নিদারুণ পরিশ্রমের ফল পেয়েছে। জয় হয়েছে রোহিত শর্মার নেতৃত্বের। জিতেছে গুরু গম্ভীরের কোচিং। ঘুচে গিয়েছে ভারতের ছেলেদের ঘিরে থাকা সমস্ত অপবাদ। এমতবস্থায়, ভারতীয় সমর্থকদের একটাই প্রশ্ন, মিনি বিশ্বকাপ শেষ, এবার কোন মহারণে নামবে ভারত? কবে থেকে শুরু হবে পরবর্তী প্রতিযোগিতা? রইল বিস্তারিত।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

জুনেই শুরু হবে ভারতের পরবর্তী সিরিজ

বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, মিনি বিশ্বকাপ শেষ, এখন টিম ইন্ডিয়ার ছেলেদের লক্ষ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আসন্ন IPL মরসুম শেষ হলেই জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেখানে ইংলিশ বাহিনীর সাথে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে মেইন ইন ব্লু। এখন প্রশ্ন এই সিরিজে কি খেলবেন রোহিত? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শেষের পরই অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে, তাঁর অবসর ঘিরে চলা যাবতীয় জল্পনা সবই ভুয়ো।

READ MORE:  বিশ্বের সর্ব শক্তিমান দেশের তালিকায় করুণ দশা পাকিস্তান, বাংলাদেশের! কততে ভারত?

তিনি কোথাও যাচ্ছেন না। এদিন শর্মার কথায় বোঝা গিয়েছিল 2027 বিশ্বকাপ পর্যন্ত দলের হয়ে খেলতে পারেন তিনি। ফলত, আসন্ন জুনে টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফরে থাকবেন রোহিতও। তবে দলকে নেতৃত্ব দেবেন কিনা তা নিয়ে প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক অজিত অগরকরের সাথে খুব শীঘ্রই বৈঠকে বসবেন শর্মা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কবে থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ?

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে জয় পেয়েছিল ভারত। মাঝে মিনি বিশ্বকাপ থাকায় ইংল্যান্ড সিরিজের লক্ষ্য থেকে কিছুটা বিরতির পর এবার আসন্ন জুনে ইংলিশদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। সূত্র অনুযায়ী, 20 জুন ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে লিডসে।

READ MORE:  পাকিস্তানে খতম ভারতের আরেক শত্রু, নামাজ পড়ে বেরোতেই গুলিতে ঝাঁঝরা মুফতি শাহ মীর

এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচটি 2 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে। তৃতীয় টেস্ট ম্যাচ লন্ডনে খেলবে ভারতীয় দল। এই টেস্টটি 10 থেকে 14 জুলাই পর্যন্ত চলবে। চতুর্থ ম্যাচটি 23 থেকে 27 জুলাই পর্যন্ত ম্যানচেস্টারে গড়াবে। এবং পঞ্চম অর্থাৎ শেষ টেস্ট ম্যাচটি লন্ডনের ওভালে 31 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত চলবে। বলে রাখি, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রতিটি টেস্ট ম্যাচ ইংলিশদের স্থানীয় সময় অনুযায়ী, বিকেল 3:30 মিনিটে শুরু হবে।

অবশ্যই পড়ুন: ICC-র সেরা একাদশ থেকে বাদ রোহিত, পাকিস্তান! দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়ার বাকিরা! দেখুন তালিকা

READ MORE:  Maruti Jimmy: এবার জাপান কাঁপাবে মেড ইন ইন্ডিয়া Maruti Jimny, তবে অন্য নামে হবে লঞ্চ | Maruti Suzuki Launching Jimny in Japan See Features

আসন্ন IPL-এর জন্য মুখিয়ে রয়েছেন ভারতীয় তারকারা

বহু প্রতিক্ষিত IPL 2025 শুরু হতে আর মাত্র 10 দিন বাকি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সূচি অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম ম্যাচটি গড়াবে 22 মার্চ, ক্রিকেটের নন্দনকানন তথা কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। বলে রাখা ভাল, চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট শেষ করে এবার ভারতের ছেলেরা IPL-এর জন্য প্রস্তুতি নিচ্ছে।

রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থসহ টিম ইন্ডিয়ার প্রায় সকলেই নিজস্ব IPL দলগুলির হয়ে মাঠে নামতে মরিয়া।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.