Team India Captain: ৬ ইনিংসে ৪টি শূন্য, সূর্যকুমারকে ছাঁটাইয়ের কথা ভাবছে BCCI? কে হবেন অধিনায়ক?| May BCCI Removes Suryakumar Yadav From Captaincy
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ইংল্যান্ড সিরিজে ফর্মের নিরিখে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) অবস্থান গত বর্ডার গাভাস্কার সিরিজে রোহিতের শর্মার ব্যর্থতাকে মনে করিয়ে দিচ্ছে। অজিভূমিতে নিজের ব্যর্থতার পরিধি বাড়িয়ে জসপ্রীত বুমরাহর কাঁধে দলের বাঁচা মরার দায়িত্ব ছেড়েছিলেন হিটম্যান। এবার সেই স্মৃতিই কি উসকে যাবে চলতি টি-টোয়েন্টি সিরিজে?
ওয়াকিবহাল মহলের দাবি, রোহিতের মতোই নিজের পারফরমেন্স নিয়ে চিন্তায় পড়েছেন স্কাই। ইংলিশ বাহিনীর বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শুরু থেকে যে হারে ব্যর্থ হয়েছেন যাদব তাতে যদি অধিনায়কের দায়িত্ব ছেড়ে রিজার্ভ বেঞ্চে গিয়ে বসেন সে ক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না। এখন প্রশ্ন একটাই, তাহলে কি বুমরাহর মতো সূর্যর পর নেতৃত্ব পাচ্ছেন হার্দিক পান্ডিয়া? উত্তরের খোঁজে সমর্থকরা।
ঘটনাটি কাকতালীয়ভাবে ঘটলেও চলতি সিরিজে রোহিতের মতোই ব্যর্থতার বৃত্ত বাড়িয়ে চলেছেন সূর্য কুমার যাদব। ইংল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচগুলির একটিতেও বড় রানের লক্ষ্য খাড়া করতে পারেননি অধিনায়ক সূর্য। পরিসংখ্যান বলছে, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে শেষ 6টি ইনিংসে ব্যাট করতে নেমে চারবারই শূন্যতে সাজঘরে ফিরেছেন তিনি। রান এসেছে মাত্র দুই ম্যাচে। তবে দুঃখের বিষয়, দুই ইনিংসের একটি ম্যাচেও 20 রানের গন্ডি ছুঁতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে স্কাইয়ের রান যথাক্রমে 0-12-14-0। জাতীয় দলে এমন ফর্ম নিয়ে অধিনায়কের চেয়ার ধরে রাখাটা যথেষ্ট কঠিন। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রোহিতের মতোই অধিনায়কত্ব ছেড়ে দিয়ে পান্ডিয়াকে যাবতীয় দায়িত্ব তুলে দেবেন সূর্য?
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভারতের পক্ষে হলেও ইডেনের ময়দানে প্রথম ম্যাচে শূন্যতে মাঠ ছেড়েছিলেন অধিনায়ক সূর্য। পরের ম্যাচে ব্যর্থতা কমাতে এসে 12 রান নিয়ে চেন্নাইয়ের ময়দান ছাড়েন স্কাই। তৃতীয় টি-টোয়েন্টিতেও 14 রানের ইনিংস গড়ে উইকেট তুলে দিয়েছিলেন তিনি।
এবার পুনের ময়দানেও শূন্য নিয়ে ফিরতি পথ দেখলেন যাদব। সর্ব সাকুল্যে 4 ইনিংস খেলে মাত্র 26 রান করেছেন সূর্য কুমার। ফলত, ভারতীয় তারকার এহেন দুর্বল ফর্ম নিয়ে চিন্তার ভাঁজ বেড়েছে বোর্ড কর্তাদের কপালে। অনেকেই মনে করছেন, এভাবে নিজের ব্যর্থতা বাড়াতে থাকলে খুব শীঘ্রই দলের অধিনায়কত্ব খোয়াতে পারেন তিনি।
রিপোর্ট বলছে, চলতি টি-টোয়েন্টি আগে থেকেই ব্যর্থতার দিন গুণ ছিলেন সূর্য কুমার যাদব। জাতীয় দলে যোগ দেওয়ার আগে মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফির শেষ 2 ইনিংসের একটিতেও খাতা খুলতে পারেননি তিনি। চলতি বছর বিজয় হাজারের 4 ম্যাচে ব্যাট করতে নামেন সূর্য। যার মধ্যে দুটিতে শূন্য নিয়ে খাতা ভরিয়েছিলেন তিনি।
বাকি 2 ইনিংসে যথাক্রমে 18 ও 20 রান করে ফিরেছিলেন যাদব। অর্থাৎ লজ্জার হলেও ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে শেষ 8 ইনিংসে সূর্যর ব্যক্তিগত সর্বোচ্চ রানের সংখ্যা মাত্র 20। আর এই দুর্বল ফর্ম নিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে আক্রমণ শানাতে দলের নেতৃত্ব পেয়েছিলেন স্কাই।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্ব রাজনীতিতে ভারত-রাশিয়াই দীর্ঘমেয়াদী বন্ধুত্ব্বের রেকর্ড গড়েছে। এবার সেই মিত্র দেশই ভারতকে…
Vivo ও তাদের সাব-ব্র্যান্ড iQOO বর্তমানে একাধিক স্মার্টফোন বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা…
দু’চাকার বৈদ্যুতিক গাড়ির বাজারে রীতিমতো জমি শক্ত করেছে বাজাজ অটো। বাজারের অংশীদারিত্ব আরও বাড়ানোর চেষ্টা…
Jio, Airtel এর পর ভারতের তৃতীয় বেসরকারি টেলিকম কোম্পানি হিসাবে 5G ট্রায়াল শুরু করল Vodafone…
শ্বেতা মিত্র, কলকাতা: আর রক্ষে নেই, আজ শনিবার থেকেই বাংলাজুড়ে ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
This website uses cookies.