Team India: চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর টিম ইন্ডিয়ার ওপর টাকার বৃষ্টি, ঘোষণা BCCI-র | BCCI Announces 58 Crore Cash Rewards For Team India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুলে জগত সভায় ফের শ্রেষ্ঠ আসন পেয়েছে ভারত। দলের ছেলেদের অক্লান্ত পরিশ্রম ও ক্রিকেটের প্রতি নিষ্ঠা টিম ইন্ডিয়াকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে। যদিও চ্যাম্পিয়নস ট্রফি শেষ হতেই পরিশ্রমের ফল হাতে নাতে পেয়েছেন রোহিত শর্মারা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এবার পালা ভারতীয় ক্রিকেট বোর্ডের। হ্যাঁ, দুবাইয়ের মাটিতে টিম ইন্ডিয়ার বিরাট সাফল্যকে সামনে রেখে এবার ভারতীয় ক্রিকেটারদের ওপর টাকার বৃষ্টি করছে BCCI। সদ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে রোহিত-বিরাটদের জন্য বিরাট অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বোর্ড।

চ্যাম্পিয়নস ট্রফিতে অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া

গত মিনি বিশ্বকাপে দুবাইয়ের মাটিতে শক্তিশালী ক্রিকেট দলগুলিকে একের পর এক ম্যাচে নাস্তানাবুদ করেছে রোহিত শর্মার ভারত। ওপার বাংলার টাইগারদের ম্যাচ দিয়ে সূত্রপাত করে একে একে পাকিস্তান, নিউজিল্যান্ড ও সেমিতে ক্রিকেট জগতের চেনা শত্রু অস্ট্রেলিয়াকে বিদায় দিয়েছে মেন ইন ব্লু। শেষ পর্বে ফের কিউই বাহিনীকে হারিয়ে বহু পুরনো হিসেব মেটানোর পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রিফি টুর্নামেন্টে অপ্রতিরোধ্য থেকেছে ভারত। যা বিশ্ব ক্রিকেটে অন্যতম নজির।

বোর্ডের তরফে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা

সদ্য শেষ হওয়া মিনি বিশ্বকাপের একটি ম্যাচেও মাথা ঝোঁকায়নি ভারতের ছেলেরা। গোটা টুর্নামেন্টে অপ্রতিরোধ্য ক্রিকেট খেলে আন্তর্জাতিক ক্ষেত্রে বড় দৃষ্টান্ত তৈরি করেছে মেন ইন ব্লু। আর সেই কারণেই তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুলেছে ভারতীয় দল। এবার সেই সাফল্যকে সামনে রেখেই, দলের ছেলেদের জন্য বড় পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

READ MORE:  Virat Kohli: ছেত্রীর পথেই হাঁটবেন বিরাট! অবসর ভেঙে টি-টোয়েন্টি দলে যোগ দিচ্ছেন কোহলি? | May Virat Kohli Return To T20 Cricket

সম্প্রতি BCCI-র তরফে বিবৃতি জারি করে, টিম ইন্ডিয়ার জন্য 58 কোটির পুরস্কার ঘোষণা করা হয়েছে। যেই অর্থ দলের খেলোয়াড়দের মধ্যে ভাগ করে দেওয়া হবে। সম্ভবত টিম ইন্ডিয়ার সাপোর্টিং স্টাফ থেকে শুরু করে অন্যান্য সদস্যরাও আর্থিক পুরস্কার পাবেন।

অবশ্যই পড়ুন: চরম দুঃসংবাদ! KKR-র প্রথম ম্যাচেই বাগড়া দেবে বৃষ্টি? দেখুন ওয়েদার আপডেট

রোহিতের প্রশংসায় পঞ্চমুখ BCCI

সদ্য টিম ইন্ডিয়ার ছেলেদের জন্য নগদ 58 কোটির বড় আর্থিক পুরস্কার ঘোষণা করার পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। বোর্ডের তরফে বলা হয়, অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বেই গোটা টুর্নামেন্টের একটি ম্যাচেও হারেনি ভারত।

READ MORE:  বাজার কাঁপাবে KKR, গম্ভীরের জায়গায় দলে আসছে বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, নাম জেনে নিন

মোট কথায়, অপ্রতিরোধ্য ক্রিকেট খেলে শিরোপা জিতেছে জাতীয় দল। এই প্রাপ্তি সত্যিই গর্বের। এদিন বোর্ড সভাপতি রজার বিনি বলেন, একের পর এক আইসিসি ট্রফি যেটা চারটি খানি কথা নয়, এই শিরোপা জয় বিশেষ।

Scroll to Top