Team KKR: IPL শুরুর আগেই বদলে গেল KKR-র স্কোয়াড | Umran Malik Ruled Out Due To Injury Chetan Sakariya Enters KKR Team
বিক্রয় ব্যানার্জী, কলকাতা: প্রতিশ্রুতি রাখা হলো না নাইট তারকার। 2025 IPL মরসুমের একেবারে প্রাক্কালে পৌঁছে দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। চোটের কারণে ছিটকে গেলেন নাইটদের দুরন্ত পেসার উমরান মালিক। জানা যাচ্ছে, চোট বেশ গুরুতর হওয়ায় এ মরসুমে মাঠে নামা হচ্ছে না তাঁর। জম্মু-কাশ্মীর পেসারের বিকল্প হিসেবে দলে ভিড়ছেন নাইটদের তরুণ বাঁ হাতি মিডিয়াম পেসার চেতন সাকারিয়া।
গত মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা ভারতীয় বোলার উমরান মালিক সেভাবে নিজের আগুনে পেস বোলিং দেখাতে পারেননি। যার কারণে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে গত নভেম্বরে IPL অকশন থেকে 2 কোটির বিনিময়ে KKR দলে ভিড়েই উমরান প্রতিশ্রুতি দিয়েছিলেন নিজেকে পুরনো ছন্দে মেলে ধরবেন।
জম্মু-কাশ্মীরের এই তরুণ জানান, এবারের মরসুমে আমি 200% ফিট। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আগুনে পেস দেখাতে প্রস্তুত। তবে খেলোয়াড়ের এহেন আত্মবিশ্বাসী প্রতিশ্রুতি সত্ত্বেও 2025 মরসুমে মাঠে নামা হচ্ছে না তাঁর। যা নাইট কর্তাদের জন্য যথেষ্ট বিড়ম্বনার।
নাইট শিবিরে ছিলেন গত মরসুমেও। তবে শাহরুখ খানের টিম কলকাতার হয়ে মাঠে জায়গা নেওয়া হয়নি চেতনের। সূত্র বলছে, গত নভেম্বরের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি তাঁকে ছেড়ে দেয়। তবে তারকা পেসার উমরানের চোট বুঝতে পেরে তাঁকে ফের দলে টানা হয়েছে। বলা হচ্ছে, উমরান মালিকের চোটই তাঁকে নাইটদের দলে জায়গা করে দিল। জানা গিয়েছে, 75 লাখের বিনিময়ে ভেঙ্কিদের স্কয়াডে যোগ দিলেন চেতন সাকারিয়া।
উমরান মালিকের মতো একজন ধুরন্ধর পেসারকে পরিকল্পনা মাফিক দলে টেনেছিল KKR। আশা ছিল, এ মরসুমে তাঁকে দিয়েই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের শায়েস্তা করা যাবে। তবে চোটের কারণে তা না হওয়ায় কলকাতা নাইট রাইডার্সের পেস আক্রমণ যে বড় ধাক্কা খাবে এ কথা বলার অপেক্ষা রাখে না। তবে চেতনের মতো একজন অভিজ্ঞ বোলারকে দলে নেওয়ায় তিনি নিজেকে প্রমাণ করার একটা বড় সুযোগ পাবেন একথাও ঠিক। এমনটাও হতে পারে, পরিস্থিতি বদলে চেতনের হাত ধরে একের পর এক উইকেট এলো নাইটদের ঘরে।
অবশ্যই পড়ুন: কতটা তৈরি তিনি? KKR-র হয়ে আদৌ খেলতে পারবেন? জবাব দিলেন নরকিয়া
রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, রমনদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডিকক, রহমানউল্লাহ গুরবাজ, অ্যানরিখ নরকিয়া, অঙ্গকৃষ রঘুবংশী, বৈভব অরোরা, ময়ঙ্ক মারকাণ্ডে, রভম্যান পাওয়েল, মণীশ পাণ্ডে, স্পেন্সার জনসন, লুভনিথ সিসোদিয়া, অজিঙ্কা রাহানে, অনুকূল রায়, মইন আলি, চেতন সাকারিয়া
রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে এখন জল্পনা তুঙ্গে। সপ্তম বেতন কমিশন (7th Pay Commission)…
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে চর্চা তুঙ্গে। মোদী সরকারের আমলে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার-উজ-জামানকে উৎখাতের চেষ্টা করেছিলেন ওপার বাংলার সেনাবাহিনীর অসাধুরা। তবে…
রেপো রেট (Repo Rate) একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শব্দ যা অনেকেই শুনেছেন, কিন্তু পুরোপুরি বোঝেন না।…
শীঘ্রই ভারতে আসছে Realme P3 সিরিজের নতুন ফোন। তবে তার আগে দাম কমলো এই সিরিজের…
Mahindra আজ ভারতে XUV700 Ebony Edition লঞ্চ করেছে, যার শুরু ১৯.৬৪ লক্ষ থেকে শুরু হয়ে…
This website uses cookies.