Team KKR: IPL শুরুর আগেই বদলে গেল KKR-র স্কোয়াড | Umran Malik Ruled Out Due To Injury Chetan Sakariya Enters KKR Team

বিক্রয় ব্যানার্জী, কলকাতা: প্রতিশ্রুতি রাখা হলো না নাইট তারকার। 2025 IPL মরসুমের একেবারে প্রাক্কালে পৌঁছে দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। চোটের কারণে ছিটকে গেলেন নাইটদের দুরন্ত পেসার উমরান মালিক। জানা যাচ্ছে, চোট বেশ গুরুতর হওয়ায় এ মরসুমে মাঠে নামা হচ্ছে না তাঁর। জম্মু-কাশ্মীর পেসারের বিকল্প হিসেবে দলে ভিড়ছেন নাইটদের তরুণ বাঁ হাতি মিডিয়াম পেসার চেতন সাকারিয়া।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

দলকে প্রতিশ্রুতি দিয়েছিলেন উমরান

গত মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা ভারতীয় বোলার উমরান মালিক সেভাবে নিজের আগুনে পেস বোলিং দেখাতে পারেননি। যার কারণে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে গত নভেম্বরে IPL অকশন থেকে 2 কোটির বিনিময়ে KKR দলে ভিড়েই উমরান প্রতিশ্রুতি দিয়েছিলেন নিজেকে পুরনো ছন্দে মেলে ধরবেন।

READ MORE:  'আমি হার্দিক পান্ডিয়ার নয়, ভারতের হয়ে খেলি', বড় মন্তব্য টিম ইন্ডিয়ার অল রাউন্ডারের

জম্মু-কাশ্মীরের এই তরুণ জানান, এবারের মরসুমে আমি 200% ফিট। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আগুনে পেস দেখাতে প্রস্তুত। তবে খেলোয়াড়ের এহেন আত্মবিশ্বাসী প্রতিশ্রুতি সত্ত্বেও 2025 মরসুমে মাঠে নামা হচ্ছে না তাঁর। যা নাইট কর্তাদের জন্য যথেষ্ট বিড়ম্বনার।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সুযোগ পেলেন চেতন সাকারিয়া

নাইট শিবিরে ছিলেন গত মরসুমেও। তবে শাহরুখ খানের টিম কলকাতার হয়ে মাঠে জায়গা নেওয়া হয়নি চেতনের। সূত্র বলছে, গত নভেম্বরের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি তাঁকে ছেড়ে দেয়। তবে তারকা পেসার উমরানের চোট বুঝতে পেরে তাঁকে ফের দলে টানা হয়েছে। বলা হচ্ছে, উমরান মালিকের চোটই তাঁকে নাইটদের দলে জায়গা করে দিল। জানা গিয়েছে, 75 লাখের বিনিময়ে ভেঙ্কিদের স্কয়াডে যোগ দিলেন চেতন সাকারিয়া।

READ MORE:  KKR Vs RCB: প্রথম ম্যাচেই বেঙ্গালুরুকে ধরাশায়ী করবে KKR! এই শক্তিশালী একাদশ নিয়েই নামবেন রাহানে | Possible Playing 11 Of KKR Against RCB

KKR- এর বোলিং আক্রমণে বড় ধাক্কা!

উমরান মালিকের মতো একজন ধুরন্ধর পেসারকে পরিকল্পনা মাফিক দলে টেনেছিল KKR। আশা ছিল, এ মরসুমে তাঁকে দিয়েই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের শায়েস্তা করা যাবে। তবে চোটের কারণে তা না হওয়ায় কলকাতা নাইট রাইডার্সের পেস আক্রমণ যে বড় ধাক্কা খাবে এ কথা বলার অপেক্ষা রাখে না। তবে চেতনের মতো একজন অভিজ্ঞ বোলারকে দলে নেওয়ায় তিনি নিজেকে প্রমাণ করার একটা বড় সুযোগ পাবেন একথাও ঠিক। এমনটাও হতে পারে, পরিস্থিতি বদলে চেতনের হাত ধরে একের পর এক উইকেট এলো নাইটদের ঘরে।

অবশ্যই পড়ুন: কতটা তৈরি তিনি? KKR-র হয়ে আদৌ খেলতে পারবেন? জবাব দিলেন নরকিয়া

IPL 2025-এর KKR স্কোয়াড

রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, রমনদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডিকক, রহমানউল্লাহ গুরবাজ, অ্যানরিখ নরকিয়া, অঙ্গকৃষ রঘুবংশী, বৈভব অরোরা, ময়ঙ্ক মারকাণ্ডে, রভম্যান পাওয়েল, মণীশ পাণ্ডে, স্পেন্সার জনসন, লুভনিথ সিসোদিয়া, অজিঙ্কা রাহানে, অনুকূল রায়, মইন আলি, চেতন সাকারিয়া

READ MORE:  India Vs England 3rd ODI Possible XI: ভাঙবে উইনিং কম্বিনেশন! ফিরছেন 4 বিশ্বস্ত মুখ, শেষ ম্যাচে কেমন হবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ? | Team India Possible Playing XI In 3rd ODI
Scroll to Top