Tecno Camon 40 Series: লঞ্চ হল Tecno Camon 40 সিরিজ, আইফোনের মতো ওয়ান ট্যাপ বাটন, Ai ফিচার সহ আছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | Tecno Camon 40 Series Launched
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৫-এ লঞ্চ হল Tecno Camon 40 সিরিজ। এই সিরিজে রয়েছে একাধিক অ্যাডভান্স AI ফিচার, ইমেজ প্রসেসিং, ইনস্ট্যান্ট ফটোগ্রাফির জন্য একটি ওয়ান-ট্যাপ বাটন এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এই সিরিজে চারটি ফোন আছে বলে জানা গিয়েছে – Tecno Camon 40, Tecno Camon 40 Pro, Tecno Camon 40 Pro 5G এবং Tecno Camon Premier 5G।
এটি একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সিরিজ। টেকনো ক্যামন ৪০ প্রিমিয়ার ৫জি হল প্রথম টেকনো স্মার্টফোন, যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আলটিমেট এআই চিপ পাওয়া যাবে, যা উচ্চ-স্তরের কর্মক্ষমতা প্রদান করতে সক্ষম। সিরিজের অন্যান্য মডেলগুলিতে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ-সহ ডাইমেনসিটি চিপসেট দিয়েছে টেকনো।
টেকনো ক্যামন ৪০ প্রিমিয়ার ৫জি, ক্যামন ৪০ প্রো এবং ক্যামন ৪০ প্রো ৫জিতে কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা রয়েছে এবং জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড ক্যামন ৪০ মডেলে আছে আইপি৬৬ সুরক্ষা। সিরিজের সমস্ত স্মার্টফোনগুলিতে ভিজ্যুয়ালের জন্য AMOLED ডিসপ্লে উপস্থিত। মিলবে ডলবি অ্যাটমস অডিয়ো সিস্টেম।
ফটোগ্রাফির উপর বিশেষভাবে জোর দিয়েছে কোম্পানি। এই সিরিজের সমস্ত মডেলে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও অটোফোকাস পাওয়া যাবে। ক্যামন ৪০ প্রিমিয়ার ৫জি-তে আছে ৫০ মেগাপিক্সেল Sony LYT-701 রিয়ার সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স।
এর পাশাপাশি ওয়ান-ট্যাপ বাটন, যা দ্রুত এবং ল্যাগ-মুক্ত ছবি তুলতে সাহায্য করবে। এছাড়া প্রিমিয়ার ৫জি ভ্যারিয়েন্টে বিশেষ ইমেজিং চিপ থাকায় কম আলোতেও 4K 60fps প্রি-ISP ভিডিয়ো রেকর্ড করা যাবে।
এআই ফিচার রয়েছে : Tecno Camon 40 সিরিজে AI ইরেসার ২.০, AI ইমেজ এক্সটেন্ডার, AIGC পোর্ট্রেট ২.০, AI পারফেক্ট ফেস, ইউনিভার্সাল টোন, AI শার্পনেস প্লাস, AI রাইটিং, AI ট্রান্সলেট, এল্লা AI অ্যাসিস্ট্যান্ট, গুগলের Circle to Search এবং AI কল অ্যাসিস্ট্যান্ট ফিচার আছে।
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
This website uses cookies.