লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Tecno Pop 9 5G Offer: ৩০ এপ্রিলের আগে কিনুন! মাত্র ৯,৯৯৯ টাকায় ৮ জিবি র‍্যামের 5G ফোন, রয়েছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা

Published on:

আপনি যদি ১০ হাজার টাকার মধ্যে দুর্দান্ত পারফরম্যান্সের ফোন কিনতে চান, তাহলে অ্যামাজনের বিশেষ অফারে কাজে লাগাতে পারেন। এই অফারটি Tecno Pop 9 5G স্মার্টফোনের ওপর পাওয়া যাচ্ছে। যারপর ডিভাইসটির ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১০,৯৯৯ টাকার পরিবর্তে ১ হাজার টাকা ডিসকাউন্টে ৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এই লোভনীয় অফার ৩০ এপ্রিল পর্যন্ত পাওয়া যাবে।

READ MORE:  খুব সস্তায় চমৎকার 5G ফোন আনছে Oppo, পাবেন OLED ডিসপ্লে ও 6500mAh ব্যাটারি

এছাড়া ক্রেতারা Tecno Pop 9 5G ফোনের সঙ্গে ৩২৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পেতে পারেন। আবার পুরানো স্মার্টফোন বদলে এক্সচেঞ্জ অফারের অধীনে অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে মনে রাখবেন যে, এক্সচেঞ্জ ভ্যালুর পরিমাণ নির্ভর করবে পুরনো ডিভাইসের অবস্থা, ব্র্যান্ড ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Tecno Pop 9 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

টেকনো পপ ৯ ৫জি ফোনের সামনে দেখা যাবে ১৬১২x৭২০ পিক্সেল রেজোলিউশনের HD+ ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

READ MORE:  Carl Pei: ডিজাইনে চমক সহ নতুন প্রসেসর, কবে আসবে Nothing Phone (3) স্মার্টফোন | Nothing Phone 3 Launch Timeline

ফটোগ্রাফির জন্য ডিভাইসে ডুয়েল এলইডি ফ্ল্যাশসহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

সিকিউরিটির জন্য এচে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। টেকনো ডিভাইসটি IP54 রেটিংসহ এসেছে। এই টেকনো ফোনটি অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক হাইওএস ১৪ কাস্টম স্কিনে চলে।

READ MORE:  Flipkart OMG Gadgets Sale: ১০ হাজার টাকার কম দামে সেরা 5G স্মার্টফোন, Redmi থেকে Vivo আছে লিস্টে | 5G Phones Under Rs 10000

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.