সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) এবার সরকারী সংস্থায় পরিণত হওয়ার পথে। সংকটের মুখে থাকা এই টেলিকম কোম্পানির স্পেকট্রাম বকেয়া অর্থ ইকুইটি শেয়ারে রূপান্তর করতে সবুজ সংকেত দিয়েছে ভারত সরকার। এর ফলে ভারত সরকারের হাতে Vi-র সর্বোচ্চ মালিকানা আসতে চলেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই ঘোষণার পর গতকাল শেয়ারবাজারে Vi-র শেয়ার একধাক্কায় 20% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের এই সংস্থার উপর মালিকানা 22.6%, যা এই লেনদেনের পর বেড়ে দাঁড়াবে 48.99%।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
Vi-র বর্তমান অবস্থা
ভোডাফোন আইডিয়া (Vi) দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একে তো কোম্পানির বিপুল ঋণের বোঝা, তারপর গ্রাহক সংখ্যা কমে যাওয়া। পাশাপাশি বাজারে প্রতিযোগিতার কারণে Vi-র অস্তিত্ব টিকিয়ে রাখায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এবার সেই পরিস্থিতি সামাল দিতে ভারত সরকার হস্তক্ষেপ করছে। ফলে সংস্থাটি আবারও হয়তো মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়ানোর সুযোগ পাবে। মনে করা হচ্ছে, Vi 10 টাকা প্রতি শেয়ারের দরে সরকারকে ইকুইটি প্রদান করবে এবং পরবর্তী তিন বছরের নগদ প্রবাহের উপর চাপ কমাবে। ফলে বাজারে Vi-র শেয়ারের মূল্য আরো বৃদ্ধি পেতে পারে।
বিনিয়োগকারীদের উপর প্রভাব
বেশ কিছু সূত্র মারফত জানা গিয়েছে, Vi-র হাতে বর্তমানে 58.34 লক্ষ রিটেইল বিনিয়োগকারী রয়েছেন, যাদের হাতে কোম্পানির মোট 7.63% শেয়ার দখলে। জানিয়ে রাখি, এখানে রিটেইল বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমাণ 2 লক্ষ টাকারও কম। এখন বিনিয়োগকারীদের মনে একটাই প্রশ্ন, শেয়ারের দাম কি আরো বাড়বে, নাকি কমবে? সরকার মালিকানা নেওয়ার পর সংস্থার ভবিষ্যৎ কী হবে? চলুন সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজি।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
বাজার বিশ্লেষকদের মতামত
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশ্লেষক বলেছেন, সরকারের এই সিদ্ধান্ত Vi সংস্থার জন্য ইতিবাচক ফলাফল আনবে। নগদ প্রবাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে Vi ঋণ সংগ্রহ করতেও আরো সক্ষম হবে।
মনে করা হচ্ছে Vi-র মোট ঋণের পরিমাণ 18 শতাংশ কমবে। এছাড়া পরবর্তী তিন বছরে নগদ সঞ্চয় 400 বিলিয়নে পৌঁছাতে পারে। তবে আবার কিছু বিশেষজ্ঞ বলছে, Vi-কে এখনো প্রতিবছর 16,500 কোটি AGR বকেয়া পরিশোধ করতে হবে, যা এখনো পুরোপুরি সমাধান হয়নি।
শেয়ারবাজারে Vi-র পারফরম্যান্স
শেয়ারবাজারের দিকে যদি তাকাই, তাহলে Vi বর্তমানে তার সর্বোচ্চ মূল্য 19.18 টাকার 60% নীচে রয়েছে। বর্তমানে Vi-র শেয়ারের মূল্য 11 টাকার থেকেও কম। তবে সরকারের অংশীদারিত্ব বৃদ্ধির ফলে শেয়ারের মূল্য হয়তো আগামী দিনে আরো চড়া হবে। এখন সবকিছুই নির্ভর করছে Vi-র অর্থনৈতিক পরিকল্পনা এবং গ্রাহক ধরে রাখার কৌশলের উপর। তবে ভোডাফোন আইডিয়ার (Vi) ভবিষ্যৎ কি হবে সেটা সময়ই বলে দেবে।