Terrorist Killed: ডেরায় ঢুকে নিকেশ ৩০ সন্ত্রাসবাদী, উথালপাতাল পাকিস্তান | Pakistan Army Kills 30 Terrorists in 3 Separate Operations

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সন্ত্রাসের জের ভারতের পড়শি দেশ পাকিস্তানের (Pakistan) ব্যাপক বদনাম রয়েছে। তবে এবার সন্ত্রাস দমনে  উদ্যোগী হয়েছে পাকিস্তান। গতকাল অর্থাৎ শনিবারেই তিনটি আলাদা আলাদা অপারেশনের মাধ্যমে খাইবার পাখতুনখা এলাকায় ৩০ জঙ্গিকে খতম করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ পাকিস্তানের

পাকিস্তান সেনার ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন বা ISPR এর বয়ান অনুযায়ী ফোর্সের তরফ থেকেই একটি জয়েন্ট অপারেশন করা হয়েছিল শুক্র ও শনিবার লাক্কি মারওয়াট এলাকায়। সেখানেই ১৮ জন সন্ত্রাসবাদী নিহত ও ৬ জন আহত হয়।

READ MORE:  পাকিস্তান, বাংলাদেশ নয়! দেউলিয়া হওয়ার পথে ভারতের আরেক প্রতিবেশী, সতর্ক করল IMF

মোট তিনটি অপারেশন চালানো হয়

এরপর দ্বিতীয় অপারেশন চলে করুক রাজ্যে। সেখানে ইন্টেলিজেন্সের রিপোর্টার ভিত্তিতে অভিযান চালানো হয়।  ব্যাপক গোলাগুলি চলে ও শেষমেশ ৮ জন সন্ত্রাসবাদী নিহত হয়। এরপর তৃতীয় অপারেশনটি চলে খাইবার রাজ্যের বাঘ এলাকায়। সেখানেও ৪ জঙ্গিকে নিহত করতে সক্ষম হয়েছে আর্মি।

উদ্ধার বিপুল পরিমাণে অস্ত্র

শুধুই সন্ত্রাসবাদীদের দমন নয়, এই তিন অপারেশনে ব্যাপক পরিমাণে অস্ত্র ও আমিউনিশন উদ্ধার করা হয়েছে বলেও জানা যাচ্ছে। পাকিস্তানী সেনার মতে, দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে সরকার ও আর্মি প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে।

READ MORE:  আধপেটা খেয়ে পড়েছেন হারিকেনের আলোয়, NASA-র জার্নির কাহিনী শোনালেন বাঙালি বিজ্ঞানী

এর আগেও পাকিস্তানের পাঞ্জাব এলাকায় সেনা অভিযান চালানো হয়েছিল। সেখানে একটা বড় সন্ত্রাসবাদী নেটওয়ার্ককে একেবারে ধ্বংস করে দ্বার পাশাপাশি  তেহরিক-এ-তালিবান পাকিস্তান সংগঠনের সাথে যুক্ত থাকা ১০ সন্ত্রাসবাদিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ বাঁধন ছাড়া বিশ্বের সবথেকে বড় হিমবাহ, যে কোনো সময়ে লাগতে পারে ধাক্কা, প্রচুর প্রাণহানির আশঙ্কা

পাঞ্জাব পুলিশের তরফ থেকে জানানো হয়, এই সপ্তাহে গোপন খবর অনুযায়ী মোট ১৬৩টি অভিযান চালিয়ে লাহোর, পাঞ্জাব সহ আরও অন্যান্য শহরে পরিকল্পিত হামলা বানচাল করে দেওয়া হয়েছে। একইসাথে ১০ জন সন্ত্রাসবাদীদের গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, ধৃতদের থেকে ৩ কেজিরও বেশি বিস্ফোরক, ১১টি ডেটোনেটর, ২২ ফুট সেফটি ফিউজ, একটি IED ও বেশ কিছু নিষিদ্ধ নথিপত্র উদ্ধার করা হয়েছে।

READ MORE:  বাংলাদেশে এবার সেনাপ্রধানকে উৎখাতের চেষ্টা, ISI-র সাথে বিরাট ফন্দি পাকিস্তান সমর্থিত লেফটেন্যান্ট জেনারেলের?
Scroll to Top