Tesla-র গাড়ি খুব সস্তায় বিক্রি হবে দেশে? আমদানি শুল্ক 95% কমাচ্ছে মোদি সরকার
একটি নতুন বৈদ্যুতিক যানবাহন নীতি প্রস্তাব করতে চলেছে সরকার। যার মাধ্যমে, টেসলার মতো বিশ্বের বড় বড় কোম্পানিগুলি যাতে দেশের বাজারে প্রবেশ করতে পারে তার জন্য আমদানি শুল্ক কমাতে চায় সরকার। সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে যে সেই প্রস্তাবিত নীতি অনুযায়ী, ৩৫ হাজার ডলারের (প্রায় ৩০ লাখ টাকা) বেশি যাত্রীবাহী বৈদ্যুতিক গাড়ির দাম হলে, তার উপর আমদানি শুল্ক ১১০% থেকে কমিয়ে ১৫% করা হবে। এই নীতির লক্ষ্য, কোম্পানিগুলি যাতে নির্দিষ্ট বিনিয়োগ এবং উৎপাদন মাইলফলক দেশে পূরণ করতে পারে।
জানা গিয়েছে, প্রস্তাবিত আমদানি শুল্কের যোগ্যতা অর্জনের জন্য, গাড়ি নির্মাতাদের ভারতে কমপক্ষে ৪১৫০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। পাশাপাশি এই বিনিয়োগের মধ্যে অতীতের ব্যয়, জমি অধিগ্রহণ বা নির্মাণ ব্যয় বাদ দিতে হবে। আরও বলা হয়েছে, যে কোম্পানিগুলিকে দ্বিতীয় বছরের মধ্যে ২৫০০ কোটি টাকা টার্নওভার অর্জন করতে হবে, চতুর্থ বছরের মধ্যে ৫০০০ কোটি টাকা এবং পঞ্চম বছরের মধ্যে ৭৫০০ কোটি টাকায় পৌঁছাতে হবে।
সরকারের প্রস্তাব, যোগ্য কোম্পানিগুলি তাদের আবেদন জমা দেওয়ার জন্য সর্বোচ্চ ১২০ দিন সময় পাবে। সফল আবেদনকারীরা কম আমদানি শুল্ক হারে বছরে সর্বোচ্চ ৮০০০টি প্রিমিয়াম ইভি আমদানি করতে পারবেন। তবে নয়া নীতির অধীনে, নির্মাতাদের তিন বছরের মধ্যে স্থানীয় প্রোডাকশন ফেসিলিটি স্থাপন অর্থাৎ দেশে কারখানা বানাতে হবে। এবং ২৫% ডোমেস্টিক প্রোডাকশন অর্জন করতে হবে, যা পাঁচ বছরের মধ্যে ৫০% পর্যন্ত বৃদ্ধি করতে হবে।
নানা সূত্রে দাবি, এই নীতির প্রাথমিক সুবিধাভোগী হতে পারে টেসলা। রিপোর্ট অনুযায়ী, কোম্পানিটি ২০২৫ সালের এপ্রিলের মধ্যে ভারতীয় বাজারে প্রবেশের পরিকল্পনা করছে। দেশে কোম্পানির গাড়ির দাম হতে পারে ২১-২২ লক্ষ টাকার মধ্যে। প্রাথমিক শোরুমের জন্য মুম্বাই এবং দিল্লিকে বেছে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
একটি সূত্রের দাবি, শীঘ্রই মুম্বাইয়ের কাছাকাছি একটি বন্দরে কয়েক হাজার গাড়ির ইউনিট পাঠাতে পারে টেসলা। ২০২৫ সালের তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে মুম্বাই, দিল্লি এবং বেঙ্গালুরুতে এই গাড়ি বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: এইমুহুর্তে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে গোটা বিশ্ব জুড়ে বেশ হইচই পড়ে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ এবার পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। সম্প্রতি পশ্চিমবঙ্গের খ্যাতনামা কলেজ আইআইটি খড়গপুর…
বর্তমান সময়ে চাকরির বাজার ক্রমশই প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। আর এই কারণেই অনেকেই নিরাপদ এবং লাভজনক…
ফ্লিপকার্টে চলছে বিগ সেভিং ডেজ সেল। এই সেলে বাম্পার ডিসকাউন্টে একাধিক স্মার্টফোন কেনা যাচ্ছে। আমরা…
প্রীতি পোদ্দার, কোচবিহার: গতকাল ছিল বসন্ত উৎসব। আকাশে বাতাসে মিশেছিল খুশির রং। গোটা এলাকা যখন…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি পুরুলিয়া (Purulia) ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? বিশেষ করে পলাশ ফুল…
This website uses cookies.