সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্ববিখ্যাত ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা Tesla এবার ভারতের বাজারে পা রাখছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বহুদিন ধরে ভারতীয় গাড়ি-প্রেমীরা Tesla-এর অপেক্ষায় দিন গুনছিলেন। আর এবার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। জানা যাচ্ছে, Tesla Model S সম্ভবত এই বছরের শেষের দিকে ভারতীয় বাজারে পা ফেলবে। ইতিমধ্যেই Tesla ভারতের বাজারে নিজেদের শোরুমের জায়গা ঠিক করে ফেলেছে। তাই যারা অত্যাধুনিক প্রযুক্তির এই গাড়ির অপেক্ষা করছিলেন, তাদের জন্য দারুণ খবর। চলুন জেনে নেওয়া যাক Tesla Model S-এর সমস্ত ফিচার, পারফরম্যান্স এবং সম্ভাব্য মূল্য সম্পর্কে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
Tesla Model S-এর ডিজাইন এবং এক্সটেরিয়র
Tesla Model S-এর ডিজাইন এক কথায় যেকোন স্পোর্টস-কার প্রেমীদের মন কাড়তে বাধ্য। LED হেডলাইটস ও LED DRLs গাড়িটিকে আধুনিক লুক দিয়েছে। গাড়িটির গ্রিল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে, যা এয়ারোডায়নামিক স্ট্রাকচারকে আরো উন্নত করে তুলেছে। গাড়িটির উচ্চতা তুলনামূলকভাবে একটু কম রাখা হয়েছে, যা গতিশীলতার জন্য সহায়ক হবে।
বেশ কিছু সংস্থা দাবি করছে, গাড়িটিতে 19 ইঞ্চির এয়ারোডায়নামিক ডিজাইনের অ্যালয় হুইলস রয়েছে, যা প্রয়োজনে 21 ইঞ্চিতে আপগ্রেড করা যাবে। এর পিছনের দিকে র্যাপঅ্যারাউন্ড LED টেললাইটস ও ব্ল্যাক বাম্পার গাড়ির লুককে আরো বাড়িয়ে তুলেছে। এছাড়া অতিরিক্ত স্টাইলের জন্য কার্বন ফাইবার লিপ স্পয়লার যুক্ত করা হয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
Tesla Model S-এর ইন্টেরিয়র ও ফিচারস
গাড়িটির অভ্যন্তরে রয়েছে একাধিক সব উন্নত ফিচার, যা Tesla-কে অন্য গাড়ি প্রস্তুতকারকদের থেকে আলাদা করে তুলেছে। প্রথমেই থাকছে 16 ইঞ্চির বিশাল টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যা গাড়ির প্রতিটি ফাংশন নিয়ন্ত্রণ করবে। পাশাপাশি স্টিয়ারিং হুইলটি সাধারণত 3-স্পোক ডিজাইন থেকে পরিবর্তন করে F1 স্টাইলের ‘Yoke Steering Wheel’-এ আপগ্রেড করার সুযোগ মিলছে।
এছাড়া ড্রাইভারের জন্য থাকছে 12.3 ইঞ্চির এক বিশাল ডিজিটাল ডিসপ্লে। আর পিছনের যাত্রীদের জন্য রয়েছে 9.4 ইঞ্চি টাচস্ক্রিন। সেই সঙ্গে 22 স্পিকারের অত্যাধুনিক এক সাউন্ড সিস্টেম এবং অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি। নিরাপত্তার জন্য রয়েছে 360° ক্যামেরা, পার্কিং অ্যাসিস্ট ও ফরোয়ার্ড কোলিশন ওয়ার্নিং, যা গাড়িটিকে অন্যান্য গাড়ির তুলনায় আরো অত্যাধুনিক করে তুলেছে।
পারফরম্যান্স এবং ব্যাটারি রেঞ্জ
বেশ কিছু সূত্র দাবি করছে, Tesla Model S বাজারে দুটি ভেরিয়েন্টে আত্মপ্রকাশ করবে। সেগুলি হল All-Wheel Drive (AWD) ও Plaid। এর মধ্যে Plaid ভেরিয়েন্টটি 1,034 PS শক্তি উৎপন্ন করবে। সবথেকে অবাক করার বিষয় হল, এটি মাত্র 2 সেকেন্ডে 0 থেকে 100 কিমি/ঘন্টা গতিবেগ তুলতে পারবে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এর সর্বোচ্চ গতি হবে 320 কিমি/ঘণ্টা। শুনতে অবাক লাগলেও এটিই সত্যি। জানা যাচ্ছে, Tesla Model S-এর ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ হলে 611 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। এটি লং ড্রাইভের জন্য এক সেরা বিকল্প।
Tesla Model S-এর সম্ভাব্য দাম
ভারতে Tesla Model S-এর এক্স-শোরুম মূল্য প্রায় 1.50 কোটি টাকা হতে পারে। ভারতের বাজারে এটি BMW i5, Audi e-tron GT, Porsche Taycan, Mercedes-Benz EQS ইত্যাদি বিলাসবহুল সব ইলেকট্রিক গাড়িকে টেক্কা দেবে বলেই মনে করা হচ্ছে।
এক কথায় Tesla Model S শুধুমাত্র একটি ইলেকট্রিক গাড়ি নয়, বরং এটি প্রযুক্তির এক অনন্য উদাহরণ। তাই যারা বিলাসবহুল, গতিশীল এবং উন্নত প্রযুক্তিসম্পন্ন গাড়ি পছন্দ করেন, তাদের জন্য এটি সেরা বিকল্প হতে চলেছে।