লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Tesla Car Price in India: ভারতে টেসলার গাড়ির দাম ঠিক কত হবে? আপনার বাজেটে থাকবে কিনা জেনে নিন | How Much Tesla Car Cost in India

Published on:

যতই আমদানি শুল্ক কমানো হোক, টেসলা (Tesla) কোম্পানির প্রথম ইলেকট্রিক গাড়ির দাম ভারতে ৩৫ লাখ টাকার কম হবে না বলে দাবি করা হয়েছে। দেশে ইলন মাস্কের সংস্থা টেসলার আগমন জোর জল্পনা। তার মাঝে সম্প্রতি কেন্দ্রীয় সরকার আমদানি শুল্ক ১১০% থেকে কমিয়ে ১৫% করার পরিকল্পনা করছে, যাতে টেসলার মতো বিখ্যাত গাড়ি সংস্থা ভারতে বিনিয়োগ ও ব্যবসা বৃদ্ধি করার সুযোগ পায়।

কেন্দ্রের এই সাহায্য পাওয়া সত্ত্বেও টেসলার দাম ৩৫ লাখ টাকার কম হবে না বলে জানা গিয়েছে সিএলসিএ-এর রিপোর্টে। উল্লেখ্য, এর আগে গাড়ির সম্ভাব্য দাম ২১ লাখ টাকা হতে পারে বলে শোনা যাচ্ছিল। এক সূত্রের দাবি, এপ্রিলে বিক্রি শুরু হতে পারে। পাশাপাশি মহারাষ্ট্র সরকারের সঙ্গে কারখানা খোলার জমি নিয়ে আলোচনা শুরু করেছে টেসলা। ইতিমধ্যে ১৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তিও জারি করেছে মার্কিন সংস্থাটি।

READ MORE:  মাসে ৩৫ লক্ষ টাকা ভাড়া! দিল্লি বা বেঙ্গালুরু নয়, এই শহরেই টেসলার প্রথম শোরুম | Tesla open India First Showroom in BKC Mumbai

ভারতে টেসলার গাড়ির দাম ঠিক কত হতে পারে

গ্লোবাল ক্যাপিটাল মার্কেট সংস্থা সিএলসিএ-এর রিপোর্ট অনুযায়ী, টেসলার সবথেকে সস্তা ইলেকট্রিক গাড়ি মডেল ৩ এর দাম ভারতে থাকতে পারে ৩৫ থেকে ৪০ লাখ টাকার মধ্যে। বর্তমানে, মার্কিন যুক্তরাষ্ট্রে এই গাড়িটির এক্স-শোরুম দাম ৩৫ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা। কিন্তু, ১৫-২০% আমদানি শুল্ক ও অন্যান্য করের কারণে এই দাম বেড়ে ৩৫-৪০ লাখ হতে পারে দেশের বাজারে।

READ MORE:  New Motor Vehicle Act: গাড়ির ইন্সুরেন্স থাকলে আর মিলবে না পেট্রোল, ডিজেল বা CNG! আসছে নয়া নিয়ম | No Fuel or Fast Tag if No Third Party Insurance New Motor Vehicles Act Coming Soon

বিশেষজ্ঞদের ধারণা, এই দাম যদি সত্যি হয় তাহলে ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে প্রাথমিক পর্যায়ে খুব বেশি প্রভাব ফেলতে পারবে না টেসলা। কারণ এর থেকে অনেক কম দামে মাহিন্দ্রা, টাটা মোটরসা, এমজির গাড়ি রয়েছে। মারুতি সুজুকিও খুব শীঘ্রই প্রথম ইলেকট্রিক গাড়ি ই ভিটারা লঞ্চ করতে চলেছে বাজারে।

টেসলার শোরুম ভারতে কোথায় হবে

দিল্লি এবং মুম্বইয়ে শোরুম খুলতে পারে টেসলা। বাজার ও বিক্রির নিরিখে দুটি জায়গাই বেশ তাৎপর্যপূর্ণ। বস্তুত, টেসলা ঠিক কোন পরিকল্পনায় দেশে ইলেকট্রিক গাড়ির যাত্রা শুরু করে তা দেখার বিষয় হবে। সম্প্রতি, বেশ কিছু উচ্চ পদেও নিয়োগ শুরু করেছে টেসলা। ১৮ ফেব্রুয়ারি লিঙ্কডিনে ১৩টি পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

READ MORE:  2025 Suzuki Avenis 125 OBD-2B Launched: যেমন নজরকাড়া স্টাইল তেমন সেরা ফিচার্স, বাজার কাঁপাতে নয়া স্কুটার লঞ্চ করল Suzuki | 2025 Suzuki Avenis 125 Specification

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.