লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Tesla In India: ভারতে এন্ট্রি নিচ্ছে টেসলা, হাত মেলাচ্ছে টাটা গ্রুপ! গাড়ির ব্যবসায় বড় চমক | Tesla And Tata Group Join Hands In India

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা এবার ভারতের বাজারে পা রাখছে (Tesla In India)। হ্যাঁ ঠিকই শুনেছেন। তবে আপনি কি জানেন, এই টেক জায়ান্টের সঙ্গে ভারতের টাটা গ্রুপের রয়েছে গভীর সম্পর্ক? আসলে টেসলার গ্লোবাল সাপ্লাই-চেইন ইতিমধ্যেই Tata Autocomp, TCS, Tata Tech এবং Tata Electronics কোম্পানিগুলির উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এবার টেসলা ভারতে তাদের কারখানা বসানোর পরিকল্পনা করাতেই এই সংস্থাগুলির সামনে আরো বড় সুযোগ আসতে চলেছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

টেসলার ভারতে প্রবেশ

টেসলা গ্লোবাল অটোমার্কেটে প্রভাবশালী একটি নাম। মার্কিন এই ইলেকট্রিক ভেহিকেল নির্মাতা সংস্থা ভারতে আসার পরিকল্পনা করতেই দেশীয় গাড়ি শিল্পে এক কথায় জোয়ার লেগেছে। বিশেষত টাটা গ্রুপের বেশ কয়েকটি কোম্পানি টেসলার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহ করে। উদাহরণস্বরূপ Tata Autocomp ইলেকট্রিক গাড়ির জন্য উন্নত ইঞ্জিনিয়ারিং পণ্য সরবরাহ করে থাকে, Tata Technologies গাড়ির ডিজাইন থেকে প্রোডাকশন পর্যন্ত পরিষেবা দিয়ে থাকে। TCS সার্কিট বোর্ড প্রযুক্তি এবং অন্যান্য সফটওয়্যারের সমাধান করে থাকে। 

READ MORE:  DA Hike: ৫৩% DA-র ঘোষণা, লটারি লাগল রাজ্য সরকারি কর্মীদের | Chhattisgarh Budget Dearness Allowance Hike

বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, টেসলা ভারতে তাদের ফ্যাক্টরি গড়ে তুলবে। ফলে টাটা গ্রুপের এই সংস্থাগুলি আরো বেশি পরিমাণে লাভবান হবে এবং দেশীয় ইন্ডাস্ট্রিতে এক বড়সড় পরিবর্তন আসবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কোন রাজ্যে কারখানা হবে?

টেসলা ভারতের বিভিন্ন রাজ্যে তাদের কারখানা স্থাপনের জন্য ফন্দি আঁটছে। সূত্র বলছে, তারা ভারতের রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানের মতো রাজ্যগুলির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। ভারতের এই সমস্ত রাজ্যে এই কারখানাগুলি স্থাপিত হলে অটোমোবাইল শিল্পে টেসলার সরাসরি বিনিয়োগ বৃদ্ধি পাবে। পাশাপাশি দেশীয় কোম্পানিগুলির জন্য নতুন ব্যবসার সুযোগ তৈরি হবে। এছাড়া টাটা গ্রুপে সরবরাহ ব্যবস্থার চাহিদাও বহুগুণ বৃদ্ধি পাবে।

READ MORE:  Champions Trophy 2025: জিতেও গ্রুপ শীর্ষে জায়গা হলো না ভারত-অস্ট্রেলিয়ার, বাদ পড়ার আশঙ্কায় এই ৪ দল | India Australia Points Table Now

আসলে টেসলার মূল উদ্দেশ্য শুধুমাত্র গাড়ি তৈরি নয়। বরং ভারতের বিভিন্ন কোম্পানিগুলি থেকে ব্যাটারি, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম সংগ্রহ করতে চলেছে তারা। ফলে এবার দেশের স্টার্টআপ এবং ইলেকট্রনিক্স শিল্প এক নতুন উচ্চতায় গড়াবে। 

টেসলার সাথে কোন কোন কোম্পানির সম্পর্ক রয়েছে?

বর্তমানে টেসলা ভারতীয় বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে হাতে হাত মিলিয়েছে। মূলত টেসলা তাদের কাছ থেকে সরঞ্জাম কিনছে। এর মধ্যে উল্লেখযোগ্য কোম্পানিগুলি হল Samvardhana Madrasan, Suprajit Engineering, Sona BLW Precision Forgings, Varroc Engineering, Bharat Forge ইত্যাদি। এছাড়া তাইওয়ানের বাইরেও টেসলা তাদের গাড়ির যন্ত্রাংশ উৎপাদনের নির্দেশ দিয়েছে। ফলে ভারতীয় কোম্পানিগুলি এখন আরো বাড়তি সুযোগ পেতে চলেছে।

READ MORE:  Test Cricket Anniversary: অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ষড়যন্ত্র? ক্রিকেটের সবথেকে বড় উৎসব থেকে বাদ টিম ইন্ডিয়া! | India Misses Out On 150th Anniversary Of International Test

এক কথায় টেসলার ভারতে প্রবেশ শুধু ইলেকট্রিক গাড়ির বিপ্লব নয়। বরং, দেশীয় ইন্ডাস্ট্রিতে বড়সড় পরিবর্তন আনবে। টাটা গ্রুপের সঙ্গে টেসলার দীর্ঘমেয়াদি এই সম্পর্ক ভারতের গাড়ি শিল্পকে অনন্য উচ্চতা নিয়ে যাবে এবং নতুন বিনিয়োগকারীদের মুনাফার দরজা খুলে দেবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.