লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Thomson 24 inch QLED TV Launched: বিশ্বের প্রথম ২৪ ইঞ্চি QLED স্মার্ট টিভি আনল Thomson, দাম ৭ হাজারের কম | Thomson 24 inch QLED Smart TV Price in India

Published on:

বাজেট কম থাকলেও এবার চিন্তা নেই। কম দামে স্মার্ট টিভি উপভোগ করার সুযোগ দিতে Thomson নিয়ে এল বিশ্বের প্রথম ২৪ ইঞ্চি কিউএলইডি স্মার্ট টিভি (24 inch QLED Smart TV)। যার দাম ৭ হাজার টাকার কম। টিভি ছাড়াও হোম অ্যাপ্লায়েন্স-এর বাজারেও একাধিক পণ্য এনেছে এই কোম্পানি। লঞ্চ করেছে নতুন এয়ার কুলার, যার দাম শুরু ৫,৬৯৯ টাকা থেকে। এছাড়াও, ২৪ ইঞ্চির পাশাপাশি ৩২ ইঞ্চি এবং ৪০ ইঞ্চির টিভিও আনা হয়েছে।

READ MORE:  বাজেট ১৩ থেকে ১৫ হাজার টাকা? স্যামসাং, এলজি ও শাওমির Smart LED TV -র সন্ধান আপনার জন্য

Thomson 24 inch QLED Smart TV এর ফিচার

থমসনের নতুন কিউএলইডি স্মার্ট টিভিটি লিনাক্স অপারেটিং সিস্টেমে চলে এবং এতে বেজেলবিহীন, মসৃণ ডিজাইন রয়েছে বলে দাবি কোম্পানির। থমসনের মতে, এই টিভিতে ঘরে বসে থিয়েটারের মতো অভিজ্ঞতা পাওয়া যাবে।

ফিচার রয়েছে শক্তিশালী অডিয়ো। মিলবে একটি ২৪ ওয়াট স্পিকার। ৩২ ইঞ্চি এবং ৪০ ইঞ্চি মডেলগুলিতে আরও ভাল অডিয়ো অভিজ্ঞতার জন্য রয়েছে ৩৬ ওয়াট স্পিকার। এছাড়াও, প্রি-ইনস্টল করা অ্যাপ যেমন, জিওসিনেমা, ইউটিউব, অ্যামাজন প্রাইম, সনিলিভ, জিফাইভ ইত্যাদি টিভিগুলিতে পাওয়া যাবে।

READ MORE:  Xiaomi Pad 7 Nano Price: রোদে পরিষ্কার দেখা যাবে, স্পেশাল ডিসপ্লের Xiaomi Pad 7 আকর্ষণীয় অফারে কেনা যাবে | Xiaomi Pad 7 Nano Texture Display Edition Sale 18 February

এগুলিতে নির্দিষ্ট ইউটিউব শর্টস মোড পাওয়া যাবে। একাধিক HDMI এবং USB পোর্ট রয়েছে, যা ব্যবহারকারীদের সহজেই অন্যান্য ডিভাইস সংযোগ করতে সাহায্য করবে। আর রয়েছে কোয়াড-কোর এ৩৫ প্রসেসর, যা মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে।

Thomson 24 inch QLED Smart TV এর দাম

এই থমসন আলফা সিরিজের কিউএলইডি স্মার্ট টিভিগুলি তিনটি স্ক্রিন সাইজে পাওয়া যাবে। ২৪ ইঞ্চির দাম ৬,৭৯৯ টাকা। ৩২ ইঞ্চির দাম ৮,৯৯৯ টাকা এবং ৪০ ইঞ্চির দাম ১২,৯৯৯ টাকা। দাম ও ফিচারের নিরিখে এই স্মার্ট টিভি গ্রাহকদের সিনেম্যাটিক অভিজ্ঞতা দেবে বলে দাবি করেছে কোম্পানি।

READ MORE:  ১০ হাজার টাকার কমে বড় ডিসপ্লে ও অস্থির ফিচারের Smart TV, এখানে রয়েছে অবিশ্বাস্য অফার

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.