Thomson 24 inch QLED TV Launched: বিশ্বের প্রথম ২৪ ইঞ্চি QLED স্মার্ট টিভি আনল Thomson, দাম ৭ হাজারের কম | Thomson 24 inch QLED Smart TV Price in India
বাজেট কম থাকলেও এবার চিন্তা নেই। কম দামে স্মার্ট টিভি উপভোগ করার সুযোগ দিতে Thomson নিয়ে এল বিশ্বের প্রথম ২৪ ইঞ্চি কিউএলইডি স্মার্ট টিভি (24 inch QLED Smart TV)। যার দাম ৭ হাজার টাকার কম। টিভি ছাড়াও হোম অ্যাপ্লায়েন্স-এর বাজারেও একাধিক পণ্য এনেছে এই কোম্পানি। লঞ্চ করেছে নতুন এয়ার কুলার, যার দাম শুরু ৫,৬৯৯ টাকা থেকে। এছাড়াও, ২৪ ইঞ্চির পাশাপাশি ৩২ ইঞ্চি এবং ৪০ ইঞ্চির টিভিও আনা হয়েছে।
থমসনের নতুন কিউএলইডি স্মার্ট টিভিটি লিনাক্স অপারেটিং সিস্টেমে চলে এবং এতে বেজেলবিহীন, মসৃণ ডিজাইন রয়েছে বলে দাবি কোম্পানির। থমসনের মতে, এই টিভিতে ঘরে বসে থিয়েটারের মতো অভিজ্ঞতা পাওয়া যাবে।
ফিচার রয়েছে শক্তিশালী অডিয়ো। মিলবে একটি ২৪ ওয়াট স্পিকার। ৩২ ইঞ্চি এবং ৪০ ইঞ্চি মডেলগুলিতে আরও ভাল অডিয়ো অভিজ্ঞতার জন্য রয়েছে ৩৬ ওয়াট স্পিকার। এছাড়াও, প্রি-ইনস্টল করা অ্যাপ যেমন, জিওসিনেমা, ইউটিউব, অ্যামাজন প্রাইম, সনিলিভ, জিফাইভ ইত্যাদি টিভিগুলিতে পাওয়া যাবে।
এগুলিতে নির্দিষ্ট ইউটিউব শর্টস মোড পাওয়া যাবে। একাধিক HDMI এবং USB পোর্ট রয়েছে, যা ব্যবহারকারীদের সহজেই অন্যান্য ডিভাইস সংযোগ করতে সাহায্য করবে। আর রয়েছে কোয়াড-কোর এ৩৫ প্রসেসর, যা মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে।
এই থমসন আলফা সিরিজের কিউএলইডি স্মার্ট টিভিগুলি তিনটি স্ক্রিন সাইজে পাওয়া যাবে। ২৪ ইঞ্চির দাম ৬,৭৯৯ টাকা। ৩২ ইঞ্চির দাম ৮,৯৯৯ টাকা এবং ৪০ ইঞ্চির দাম ১২,৯৯৯ টাকা। দাম ও ফিচারের নিরিখে এই স্মার্ট টিভি গ্রাহকদের সিনেম্যাটিক অভিজ্ঞতা দেবে বলে দাবি করেছে কোম্পানি।
সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার দিনে স্মার্টফোন (Smartphone) আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। কল করার পাশাপাশি…
ক্যামেরার জন্য বরাবরই প্রশংসিত Oppo। তবে এবার সবকিছুকে ছাড়িয়ে যেতে চাইছে ব্র্যান্ডটি। সংস্থার আসন্ন Oppo…
প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছরের শুরুর দিকে জানুয়ারি মাসে পুরনো বালিঘাট ও বালিহল্টের মাঝের ব্রিজের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আমরা এতদিন সোনা (Gold), হীরা বা প্লাটিনামকে সব থেকে দামি জিনিস বলেই…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ই এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
মোটোরোলা শীঘ্রই মোটো এজ সিরিজের নতুন ফোন Motorola Edge 60 বাজারে আনতে চলেছে। লঞ্চের তারিখ…
This website uses cookies.