বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য দলকে চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়েছেন তিনি। তাঁর ঘূর্ণির জোরে মিনি বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচেই একতরফা দাপট অব্যাহত ছিল ভারতের। দুবাইয়ের মাঠে প্রতি মুহূর্তে চমক দেখিয়েছেন এই ভারতীয় স্পিনার। বর্তমানে KKR-এর হয়ে IPL খেলতে মুখিয়ে রয়েছেন তিনি। তবে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর প্রাক্কালে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন নাইট তারকা। জানালেন, জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কেও।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
হুমকি ফোন পেতেন নাইট স্পিনার
22 মার্চ থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত IPL-এর 18তম সংস্করণ। প্রথম ম্যাচেই সম্মুখ সমরে উপস্থিত হবে কলকাতা নাইট রাইডার্স ও কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমতাবস্থায় ম্যাচের ঠিক আগে জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন নাইট তারকা বরুণ চক্রবর্তী। হ্যাঁ, সম্প্রতি জাতীয় দলের হয়ে ট্রফি কাঁধে নেওয়া বরুণের কাছেই হুমকির ফোন কল আসতো।
IPL শুরুর আগে জীবনের সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন খেলোয়াড়।
ঠিক কী জানালেন বরুণ চক্রবর্তী?
সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে নাইট তারকা বরুণ জানান, 2021 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে 3টি ম্যাচ খেলেছিলাম। তবে সেবার ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে একটি উইকেটও নিতে পারিনি। মূলত সেই কারণেই ভারত প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিল। আর এই ব্যর্থতার পর থেকেই আমার কাছে মাঝেমধ্যেই হুমকি ফোন আসতো।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
প্রায়শই, দেশের পরাজয়ের কথা স্মরণ করিয়ে আমাকে হুমকি দেওয়া হতো। ওপারের অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা দেশে না ফেরার হুমকি দিতেন। দলের হয়ে খারাপ পারফর্ম করার কারণেই যে এই হুমকি তা বুঝতে পেরেছিলাম। তবে যথেষ্ট ভয়ে ভয়ে থাকতাম। নাইট তারকা আরও বলেন, আমার ওপর কড়া নজর রাখা হয়েছিল। বাঁচার জন্য নিজেকে লুকিয়ে রেখেছিলাম! একটা সময়ে আমি ডিপ্রেশনে চলে যাই। পরবর্তীতে কখনও ভারতীয় দলের সুযোগ পাবো কিনা সেকথা মাথাতেই আসেনি। কিন্তু নিজের অনুশীলন চালিয়ে গেছি।
অবশ্যই পড়ুন: প্রথম ম্যাচেই বেঙ্গালুরুকে ধরাশায়ী করবে KKR! এই শক্তিশালী একাদশ নিয়েই নামবেন রাহানে
বর্তমানে স্বস্তিতে বরুণ
ভারতীয় তারকার জীবনের অন্ধকার অধ্যায় কেটে গিয়েছে অনেক আগেই। 2023 সালে IPL জয়ের পর থেকেই বরুণের জীবনে অনেক বদল এসেছে। IPL ফর্মকে পুঁজি করেই জাতীয় দলে ডাক পাওয়া থেকে শুরু করে সাফল্য সবই এখন বরুণের সম্পদ। খেলোয়াড় জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফি জিততে পেরে তিনি খুবই আনন্দিত। আগামী দিনে জাতীয় দল ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে আরও ট্রফি জিততে চান তিনি।