Time Deposit Scheme: ৫০০ টাকা হয়ে যাবে ১ লাখ টাকা, বাম্পার অফার আনলো Post Office
বর্তমান সময় যেমনভাবে মানুষ অর্থ উপার্জন করছেন, ঠিক তেমনভাবেই বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা ফেরতও পাওয়া যায়। তবে বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই জেনে রাখা ভালো যে বিনিয়োগ মাত্রই ঝুঁকি আছে। যেই সমস্ত স্কিমে বেশি রিটার্ন থাকে সেখানে ঝুঁকির পরিমাণ বেশি। তাই ঝুঁকির ভয়ে অনেকেই পিছিয়ে পড়ে বিনিয়োগ করতে চান না। তবে অনেকে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে থাকেন। কিন্তু পোস্ট অফিসের এমন একটি স্কিম আছে যাতে আপনি টাকা বিনিয়োগ করলে ব্যাঙ্কের থেকে বেশি সুদ পাবেন। এই স্কিম সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আজকের এই প্রতিবেদনে এমন এক স্কিম সম্বন্ধে জানাবো যাতে আপনি ৫ লাখ টাকা জমা দিয়ে ১০ লাখ টাকা পাবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। টাকা ডবল হবে পোস্ট অফিসের এই স্কিমে। এই স্কিমে বিনিয়োগ করলে সাধারণ ফিক্সড ডিপোজিট এর থেকে বেশী আয় করতে পারবেন আপনি। আজ আমরা আপনাকে ৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট সম্পর্কে বলব, যেটিতে আপনার অর্থ বাড়বে গ্যারান্টি সহকারে। এই স্কিমে এক বছরের জন্য ৬.৯ শতাংশ। ২ বছরের জন্য সুদের হার রয়েছে ৭ শতাংশ। ৩ বছরের জন্য সুদের হার রয়েছে ৭.১ শতাংশ এবং ৫ বছরের জন্য সুদের হার রয়েছে ৭.৫ শতাংশ। যদি ব্যাঙ্কের সঙ্গে তুলনা করতে যান তাহলে আপনি দেখতে পারেন সেটা অনেকটাই বেশি।
আপনি যদি ৫ বছরের জন্য টাইম ডিপোজিট স্কিমে অর্থ বিনিয়োগ করেন তাহলে ৭.৫% হারে সুদ পাবেন। সেখানে আপনি যদি ৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি ৭.৫% হারে সুদ পাবেন। আপনাকে আবার আমানতের ওপর ২ লাখ ২৪ হাজার ৯৭৪ টাকা বিনিয়োগ করতে হবে। তাহলে আপনার বিনিয়োগের পরিমাণ হবে ৭ লাখ ২৪ হাজার ৯৭৪ টাকা। টাইম ডিপোজিট স্কিমে আপনি যদি ৯.৬ বছর বা ১১৪ মাসের জন্য বিনিয়োগ করেন তাহলে আপনি আপনার বিনিয়োগের দ্বিগুণ টাকা পাবেন। আপনি যদি এটি একবার বাড়ানো হয় অর্থাৎ আরও ৫ বছর চালিয়ে যান, তাহলে মোট ১০ বছরে আপনি এতে ৫,৫১,১৭৫ টাকা সুদ পাবেন। তার মানে আপনার আগ্রহ আপনার মূলের চেয়ে বেশি হবে। এমন পরিস্থিতিতে, ১০ বছরে আপনি ১০,৫১,১৭৫ টাকার মালিক হবেন।
শ্বেতা মিত্র, কলকাতা: এবার কেন্দ্রীয় সরকারের পথেই হাঁটল রাজ্য সরকার। অক্ষয় তৃতীয়ার আগে আরও এক…
বাড়িতে সিনেমা হলের মতো মজা নিতে অনেকেই বড় স্ক্রিনের টিভি কিনতে চান, কিন্তু বাজেটের কারণে…
শ্বেতা মিত্র, কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য দারুণ সুখবর। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাস অর্থাৎ এপ্রিলেই…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা দেশের প্রতিরক্ষা খাতে কাজ করার সুযোগ খুঁজছেন, তাদের জন্য দারুণ সুখবর।…
মোটোরোলা (Motorola) শীঘ্রই নতুন দুটি ফ্লিপ ফোন Motorola Razr 60 এবং Razr 60 Ultra লঞ্চ…
ASUS ভারতীয় বাজারে নতুন ল্যাপটপ লঞ্চ করতে চলেছে। এর নাম রাখা হবে ASUS Zenbook S16।…
This website uses cookies.