Tinna Rubber And Infrastructure Share: মাত্র ৫ বছরে ১ লাখ টাকা থেকে ১ কোটি! এই শেয়ারে বিনিয়োগ করলেই মালামাল | Stock Market News

সৌভিক মুখার্জী, কলকাতাঃ শেয়ারবাজারে বিনিয়োগ তো সবাই করতে চায়, কিন্তু সবাই সঠিক পথ বা সঠিক বিকল্প খুজে পায় না, যেগুলি রাতারাতি পকেট ভরিয়ে দেবে। আজ আমরা এমন একটি ফান্ডের বিষয়ে আলোচনা করবো, যেটি মাত্র ৫ বছরের ৯৮০০% রিটার্ন দিয়েছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এই ফান্ডটিতে ১.১০ লক্ষ টাকা মাত্র পাঁচ বছরে ১ কোটিতে পরিণত হয়েছে। ৫ বছর আগে যে শেয়ারটির দাম ছিল মাত্র ১০ টাকারও কম, সেটি এখন পৌঁছে গেছে ৯৫০ টাকায়। ভাবতে পারছেন? কীভাবে এত বড় রিটার্ন সম্ভব হল? চলুন বিস্তারিত জেনে নিই এই প্রতিবেদনে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

৫ বছরে ৯৮০০% রিটার্ন!

আমরা যে শেয়ারটির কথা আলোচনা করছি সেটি হল টিন্না রবার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার (Tinna Rubber and Infrastructure) কোম্পানির শেয়ার। এই কোম্পানিটি মূলত অপচয় হওয়া টায়ারকে পুনর্ব্যবহারযোগ্য পণ্য হিসেবে তৈরি করে। কোম্পানিটির বর্তমানে ভারতের ৪টি এবং ওমানে ১টি আউটলেট রয়েছে। জানলে অবাক হবেন, ৫ বছর আগে অর্থাৎ ১৯শে ফেব্রুয়ারি, ২০২০ সালে কোম্পানিটির শেয়ারের দাম ছিল মাত্র ৯.৫৫ টাকা। আর ১৩ই মার্চ, ২০২৫-এ এসে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ৯৪৯.৯৫ টাকায়।

READ MORE:  Mahila Samman Savings Certificate: পোস্ট অফিস না ব্যাঙ্কে FD, কোথায় বিনিয়োগ করলে বেশি টাকা পাবেন মহিলারা? জানুন | Fixed Deposit And India Post Investment For Womens

মাত্র ৫ বছর সময়কালে শেয়ারটি ৯৮৪৭.১২% রিটার্ন দিয়েছে। অর্থাৎ, যদি ৫ বছর আগে কেউ ২৫ হাজার টাকা এই শেয়ারে বিনিয়োগ করতো, তাহলে এখন নিট মুনাফা ২৫ লাখে দাঁড়াতো। সেই হিসাবে ধরলে ৫০ হাজার টাকা বিনিয়োগ করলে আজ সেই টাকা ৪৯ লাখে পৌঁছাতো এবং যদি কেউ ১.১০ লাখ টাকা বিনিয়োগ করত, তাহলে এখন সে ১ কোটি টাকার মালিক হত। এই অসাধারণ বৃদ্ধির ফলে কোম্পানিটি এখন মাল্টিব্যাগার স্টক হিসাবে পরিচিত হয়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

২০২৫ সালে শেয়ারের পতন

যদিও গত ৫ বছরে শেয়ারটি আকাশছোঁয়া জায়গায় চলে গেছে, কিন্তু ২০২৫ সালে এটি ৩১% পতনের মুখোমুখি হয়েছে। বর্তমানে কোম্পানিটির বাজার মূল্য ১৬০০ কোটি টাকা। শেয়ারের মুখ্য মূল্য এখন ১০ টাকায় দাঁড়িয়ে। ২০২৪ সালের হিসাবে ৫২ সপ্তাহে সর্বোচ্চ দাম উঠেছিল ২,১৭৯.২০ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ৫৮০ টাকা। অর্থাৎ, শেয়ারটি গত বছর ব্যাপক উত্থানপতনের মধ্য দিয়ে গেছে, যা বিনিয়োগকারীদের জন্য একটু ঝুঁকিপূর্ণ হলেও ভবিষ্যতে লাভজনক হতে পারে।

READ MORE:  ভারত-চিন-আমেরিকার লক্ষ্য সোনার মতো দেখতে এই ধাতু! কেন হঠাৎ প্রতিদ্বন্দ্বিতায় ৩ শক্তিধর?

ডিসেম্বর ত্রৈমাসিকে ৭ কোটি মুনাফা

২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে টিন্না রবারের মোট রাজস্ব ছিল ১২৩.১৪ কোটি টাকা। ওই সময় কোম্পানির নিট মুনাফা ছিল ৭ কোটি টাকা। পাশাপাশি Earnings Per Share (EPS) ছিল ৪ টাকা। ২০২৪ গোটা অর্থবর্ষের দিকে তাকালে কোম্পানির মোট শেয়ার ছিল ৩৬৪.১৩ কোটি টাকা এবং নিট মুনাফা ছিল 37.89 কোটি টাকা, যেখানে প্রতিটি শেয়ারে আয় হয়েছে ২২.১২ টাকা। এই তথ্যগুলি আমাদের ধারণা দেয় যে, শেয়ারের দাম গত কয়েক মাসে কিছুটা কমেছে। তবে হ্যাঁ, কোম্পানির আয় এবং লাভজনকতা এখনো শক্তিশালী স্থানে রয়েছে। 

READ MORE:  ঘন্টায় ১১০০ কিমি গতি, ৩০ মিনিটেই দিল্লি! প্রস্তুত ভারতের প্রথম হাইপারলুপ ট্রেন ট্র্যাক

বিধিসম্মত সতর্কীকরণ

টিন্না রবারের শেয়ার গত ৫ বছরে যে পরিমাণ রিটার্ন দিয়েছ, সেদিকে তাকিয়ে এখানে বিনিয়োগ করা যায়। কিন্তু ভবিষ্যতে এই ধারা বজায় থাকবে কিনা তা নিশ্চিত নয়। তবে বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বিনিয়োগ করবেন এবং নিজের ঝুঁকিতেই বিনিয়োগ করুন। কারণ India Hood কাউকে বিনিয়োগ করার জন্য পরামর্শ দেয় না। তাই আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলে India Hood কোনোরকম দায়বদ্ধতা নেবে না।

Scroll to Top