সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি রাজ্য সরকারের শিশু বিকাশ ও পুষ্টি মিশনের অধীনে নতুন আইসিডিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়ক পদে মোট ৭৭৮৩ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাসে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে বলেই জানানো হয়েছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কোন পদের জন্য কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত প্রয়োজন, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ | TN Anganwadi Recruitment 2025 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে অঙ্গনওয়াড়ি কর্মী, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়ক পদে নিয়োগ করা হবে। শূন্যপদ সম্পর্কে যদি আলোচনা করি, তাহলে এখানে মোট ৭৭৮৩টি শূন্যপদ পাওয়া যাচ্ছে। যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদে ৩৮৮৬টি, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী পদে ৩০৫ টি এবং অঙ্গনওয়াড়ি সহায়ক পদে ৩৫৯২টি শূন্যপদ পাওয়া যাচ্ছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী ও মিনি অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়ক পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাস করলেও আবেদন করা যাবে।
বয়স সীমা কত প্রয়োজন?
বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, অঙ্গনওয়াড়ি কর্মী ও মিনি অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য বয়স লাগবে ২৫ বছর থেকে ৩৫ বছর এবং অঙ্গনওয়াড়ি সহায়ক পদে আবেদন করার জন্য বয়স লাগবে ২০ থেকে ৪০ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা বয়সে ছাড় পাবে।
বেতন কাঠামো
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি পেলে প্রতি মাসে ৭৭০০/- থেকে ২৪,২০০/- টাকা বেতন দেওয়া হবে, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি পেলে প্রতি মাসে ৫৭০০/- থেকে ১৮,০০০/- টাকা বেতন দেওয়া হবে এবং অঙ্গনওয়াড়ি সহায়ক পদে চাকরি পেলে প্রতি মাসে ৪১০০/- টাকা থেকে ১২,৫০০/- টাকা বেতন দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
জানিয়ে রাখি, এই নিয়োগের বিজ্ঞপ্তিটি জারি হয়েছে তামিলনাড়ু রাজ্য শিশু বিকাশ ও পুষ্টি মিশনের তরফ থেকে। এখানে শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ হবে বলেই জানানো হয়েছে। আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
১) প্রথমে নিজের এলাকার Child Development Project Office থেকে নির্দিষ্ট আবেদন ফর্ম সংগ্রহ করুন।
২) এরপর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
৩) এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশীট, স্কুল ট্রান্সফার সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার আইডি কার্ড ইত্যাদি ডকুমেন্টগুলি একসঙ্গে জুড়ে দিন।
৪) এরপর আবেদন পত্রটি নির্দিষ্ট অফিসে গিয়ে জমা দিয়ে আসুন।
জানিয়ে রাখি, এখানে আবেদন চলবে আগামী ২৩শে এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদনপত্র জমা দেওয়াই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।
কীভাবে নিয়োগ করা হবে?
এখানে নিয়োগের জন্য কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে বলেই জানানো হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট- TN Anganwadi Official Website
অফিসিয়াল নোটিশ- TN Anganwadi Official Notification