TN Cook Assistant Recruitment 2025: পুষ্টি প্রকল্পের আওতায় মাধ্যমিক পাসে কুক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, শূন্যপদ ৮০০০-র বেশি | Recruitment
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। নারি শক্তিকে কাজে লাগিয়ে সমাজ গড়ার বড়সড় উদ্যোগ নিল এবার রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে পুষ্টি প্রকল্পের আওতায় ৮০০০ এর বেশি শূন্যপদে নিয়োগের (TN Cook Assistant Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে। তবে হ্যাঁ, এই নিয়োগে শুধুমাত্র মহিলা প্রার্থীরই আবেদন করতে পারবে। এমনকি এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।
কোন পদের জন্য কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কীভাবে আবেদন করবেন, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা গিয়েছে, এখানে পুষ্টি প্রকল্পের আওতায় কুক অ্যাসিস্ট্যান্ট বা রান্নার সহকারী পদে নিয়োগ করা হবে। শূন্যপদের দিকে যদি আমরা তাকাই, তাহলে মোট ৮১০১টি শূন্যপদ পাওয়া যাবে।
এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই দশম শ্রেণী পাস করতে হবে। তবে জানিয়ে রাখি, এই চাকরির বিজ্ঞপ্তিটি তামিলনাড়ু রাজ্যের তরফ থেকে প্রকাশিত হয়েছে। তাই তামিল ভাষা পড়তে এবং কথা বলতে জানতে হবে।
বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, সাধারণ ও OBC প্রার্থীদের আবেদন করার জন্য বয়স লাগবে ২১ থেকে ৪০ বছর। SC, ST প্রার্থীদের আবেদন করার জন্য বয়স লাগবে ১৮ থেকে ৪০ বছর। কিন্তু বিধবা বা পরিত্যক্তা বা দুঃস্থ মহিলাদের আবেদন করার জন্য বয়স লাগবে ২০ থেকে ৪০ বছর।
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট বেতন কাঠামো সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ করা নেই। তবে রাজ্য সরকারের পুষ্টি প্রকল্পের আওতায় নির্দিষ্ট নিয়ম মেনে বেতন দেওয়া হবে।
চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। এর জন্য নিকটবর্তী পঞ্চায়েত বা পৌরসভা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এছাড়া dharmapuri.nic.in ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারেন। এরপর আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করে নিকটবর্তী পঞ্চায়েত ইউনিয়ন বা পৌরসভা অফিসে জমা দিয়ে আসতে হবে।
তবে মনে রাখবেন, এখানে আবেদন করার শেষ তারিখ ৩০ এপ্রিল, ২০২৫। তাই নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবেদন সেরে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।
সবথেকে বড় ব্যাপার, এখানে কোনরকম লিখিত পরীক্ষা বা CBT পরীক্ষার আয়োজন করা হয়নি। প্রার্থীদের নির্বাচন করা হবে যোগ্যতা এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে। এছাড়া অনেক ক্ষেত্রে স্থানীয় মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে।
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।
সৌভিক মুখার্জী, কলকাতা: কয়েকদিন টানা মূল্য পতনের পর ফের বিরাট ধাক্কা। হ্যাঁ, চলতি সপ্তাহে সোনার…
দেশের বড় বড় তিনটি ব্যাঙ্কের উপর এবার বিরাট অভিযোগ (RBI Penalty) আনলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।…
Xiaomi স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর! এপ্রিল ২০২৫-এর সিকিউরিটি প্যাচ আগেভাগেই ব্যবহার করার সুযোগ দিচ্ছে সংস্থাটি।…
সম্প্রতি Yamaha তাদের জনপ্রিয় মডার্ন রেট্রো বাইক XSR 125 এর 2025 মডেল লঞ্চ করেছে। এই…
সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের ন্যায়বিচারের এবার আসল চেহারা তুলে ধরল ইন্ডিয়ান জাস্টিস রিপোর্ট 2025 (India…
সহেলি মিত্র, কলকাতা: এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য রইল মন ভালো করে দেওয়ার মতো খবর।…
This website uses cookies.