Categories: চাকরি

TNSTC Recruitment 2025: মাধ্যমিক পাসে সরকারি চাকরি, পরিবহন দফতরে ৩২৭৪ শূন্যপদে নিয়োগ | Madhyamik Pass Job Career

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি পরিবহন দপ্তরে একটি ভালো সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ। সম্প্রতি ড্রাইভার-কাম-কন্ডাক্টর পদে ৩২৭৪টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি (TNSTC Recruitment 2025) জারি হয়েছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। যেখানে মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। শুধু তাই নয়, এখানে একবার নিযুক্ত হতে পারলে সরকারি বাস পরিষেবায় স্থায়ী চাকরি সুযোগ মিলবে এবং দেওয়া হবে মোটা অঙ্কের বেতন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন অঞ্চলের জন্য কটি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত চাওয়া হয়েছে, বেতন কাঠামো কত, আবেদন কীভাবে করবেন, কীভাবে নিয়োগ করা হবে ইত্যাদি তথ্যগুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | TNSTC Recruitment 2025 |

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে ড্রাইভার-কাম-কন্ডাক্টর পদে নিয়োগ করা হবে, যেখানে মোট শূন্যপদ রয়েছে ৩২৭৪টি। জানিয়ে রাখি, এখানে তামিলনাড়ুর বিভিন্ন পরিবহন কর্পোরেশনের অধীনে চাকরি দেওয়া হবে। যেমন মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনে ৩৬৪টি, স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে ৩১৮টি, ভিল্লুপুরাম অঞ্চলে ৩২২টি, কুম্বাকোনম অঞ্চলে ৭৫৬টি, কোয়েম্বাটোর অঞ্চলে ৩৪৪টি, এরকম বিভিন্ন অঞ্চলের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে চায় তাদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস করলেই হবে। তবে জানিয়ে রাখি, আবেদন করার জন্যে অবশ্যই তামিল ভাষা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে। এর পাশাপাশি ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে এবং কমপক্ষে ১৮ মাসের ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা কত প্রয়োজন?

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে আবেদন করার জন্য নূন্যতম বয়স লাগবে ২৪ বছর এবং সর্বোচ্চ বয়স লাগবে ৪০ বছর। বয়স গণনা করতে হবে ১লা জুলাই, ২০২৫ তারিখের ভিত্তিতে। 

কীভাবে আবেদন করবেন?

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান তাদেরকে TNSTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

১) প্রথমে TNSTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।

২) এরপর “Arasu Bus Driver cum Conductor Recruitment 2025” লিঙ্কে ক্লিক করুন।

৩) নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। 

৪) এরপর নিজের ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতার তথ্য এবং অভিজ্ঞতার সমস্ত তথ্য আপলোড করুন।

৫) এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।

৬) এরপর নির্ধারিত আবেদন ফি পরিশোধ করুন।

৭) সবশেষে আবেদন জমা দিন এবং কনফার্মেশন কপি ডাউনলোড করে রাখুন। 

জানিয়ে রাখি, এখানে জেনারেল ও OBC প্রার্থীরা আবেদন করতে চাইলে ১১৮০/- টাকা আবেদন ফি দিতে হবে এবং SC, ST প্রার্থীদের জন্য ৫৯০/- টাকা আবেদন ফি লাগবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে অনুযায়ী এখানে ২১শে মার্চ, ২০২৫ থেকে ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে আগামী ২১শে এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়াই ভালো। 

নিয়োগ কীভাবে করা হবে?

বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে প্রার্থীদের লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ব্যবহারিক পরীক্ষা বলতে এখানে ভারী গাড়ি চালানোর দক্ষতার পরীক্ষা নেওয়া হবে।

অফিসিয়াল ওয়েবসাইট- TNSTC Official Website

অফিসিয়াল নোটিশ- TNSTC Official Notification

Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.

Recent Posts

Cancel Counter Ticket: ঘরে বসেই ক্যানসেল করা যাবে কাউন্টার থেকে কেনা টিকিট, জানুন কীভাবে

এবার ট্রেনের কাউন্টার থেকে কেনা টিকিট ঘরে বসেই বাতিল করা যাবে! সম্প্রতি সংসদে রেলমন্ত্রী অশ্বিনী…

8 minutes ago

7th Pay Commission: রামনবমীর আগেই আরও এক দফায় DA, পেনশন বৃদ্ধি করবে সরকার? বড় আপডেট | May State Government Hike Dearness Allowance And Pension In April

শ্বেতা মিত্র, কলকাতাঃ লক্ষ লক্ষ সরকারি কর্মীর জন্য সুখবর। আরও এক দফায় মহার্ঘ ভাতা বা…

29 minutes ago

ADA Recruitment 2025: মাসিক বেতন ৯০ হাজার! ADA সংস্থায় প্রচুর শূন্যপদে নিয়োগ, পরীক্ষা ছাড়াই চাকরি | Job News

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের Aeronautical Development Agency (ADA) বিভাগ…

33 minutes ago

রেডমি ফোনকে টেক্কা দিতে Oppo K13 Pro, K13 ও K13x বাজারে এন্ট্রি নিচ্ছে, থাকবে 7000mAh ব্যাটারি

Oppo K13 সিরিজ শীঘ্রই চীনে লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে বেশ কয়েকটি ফোন আসবে,…

46 minutes ago

গরমের জন্য বদলে যাবে স্কুলের সময়সূচী? তৎপর হল প্রাথমিক শিক্ষা পর্ষদ

শ্বেতা মিত্র, কলকাতাঃ তীব্র গরমে হাঁসফাঁস করছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ। এপ্রিল মাস আসার আগেই…

1 hour ago

Ghibli: সোশ্যাল মিডিয়ার ফিডে Ghibli ইমেজ! ফ্রিতেই ChatGPT দিয়ে বানিয়ে নিন | How To Make Ghibli Image

সৌভিক মুখার্জী, কলকাতা: এখন সোশ্যাল মিডিয়া খুললে একটিই ট্রেন্ড Ghibli স্টাইল। কিন্তু হঠাৎ কীভাবে এই…

1 hour ago