Tollywood: অচল টলিউড, আজ থেকেই ফ্লোরে যাওয়া বন্ধ পরিচালকদের | Shooting Stopped
প্রীতি পোদ্দার, কলকাতা: বরাবরই টলিপাড়ায় টেকনিশিয়ানদের সঙ্গে পরিচালকদের সংঘাত তুঙ্গে থাকে। পান থেকে চুন খসলেই দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ বেধে যায়। ঠিক এবারেও পরিচালকদের অনুরোধে সাড়া দিল না টেকনিশিয়ানরা। বহু প্রতীক্ষা করেও কোনো লাভ হল না। তাই শেষে এবার স্টুডিও পাড়ায় ডিরেক্টর অর্থাৎ পরিচালকরা স্পষ্ট কর্মবিরতির ডাক দিল। জানা গিয়েছে ফেডারেশনকে সমাধান সূত্র খোঁজার সময় দেওয়া হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত। কিন্তু সময়সীমা পার হয়ে গেলেও কোনও উত্তর না মেলায় দীর্ঘ মিটিং এর আয়োজন করে পরিচালক গিল্ড মিটিং।
সূত্রের খবর, গত বুধবার সাংবাদিকদের গিল্ড-এর তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে টেকনিশিয়ানদের তরফে কোনো সাড়া না মিললে পরিচালকেরাও অসহযোগিতায় নামবেন। তাঁরাও ধর্মঘট করবেন। আর সেটাই এবার বাস্তবিক রূপ নিতে চলেছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে পরিচালক গিল্ড মিটিং-এ বসে। আর তারপরই কঠিন সিদ্ধান্ত নেন পরিচালকেরা। ডিরেক্টর্স গিল্ড-এর সভাপতি সুব্রত সেন এবং সম্পাদক সুদেষ্ণা রায় স্পষ্ট জানিয়ে দিলেন যে, আজ অর্থাৎ শুক্রবার থেকে ফ্লোরে যাবেন না পরিচালকেরা। এছাড়াও তাঁরা আরও জানিয়েছেন যে, জয়দীপ এবং শ্রীজিতের সঙ্গে আজ সন্ধ্যায় কথা বলবেন দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন।
এদিন মিটিং-এ উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্যও। তাঁরও একই দাবি ছিল। তবে পরিচালক গিল্ডের তরফ থেকে এদিন সকলের কাছে আর্জি জানানো হয়– অভিমান ভুলে যুক্তি দিয়ে খুব শীঘ্রই পরিস্থিতি বিচার করা হোক, সঠিক সমাধান বার করা হোক। পাশাপাশি, গিল্ড-এর তরফ থেকে বেশ কিছু শর্ত রাখা হয়েছে ফেডারেশনের কাছে। বলা হয়েছে সেই শর্ত যদি মানা হয় তাহলেই পরিচালকেরা আবারও শুটিং ফ্লোরে যাবেন। এই বিষয়ে এক বিবৃতিও প্রকাশ করা হয়। গতকালের সেই বিবৃতিতে লেখা ছিল যে, “এত দ্বারা গিল্ড-এর সকল সদস্যদের জানানো হচ্ছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে সাংগঠনিকভাবে সকল পরিচালক শুটিং করা থেকে নিজেদের প্রত্যাহার করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমাদের দেওয়া শর্তাবলী মেনে না নেওয়া পর্যন্ত পরিচালকদের এই শুটিং প্রত্যাহার জারি থাকবে।”
গিল্ড-এর তরফ থেকে যে সকল শর্ত তুলে ধরা হয়েছে সেগুলি হল-
এদিকে এই মুহূর্তে আউটডোর শুটিংয়ে ব্যস্ত পরিচালক তথাগত মুখোপাধ্যায় এবং সুমন দাস। তথাগত তাঁর আগামী ছবি ‘রাস’-এর শুটিং করছেন। অন্যদিকে সুমন পুরীতে ব্যস্ত ধারাবাহিকের শুটিংয়ে। তাঁদের আপাতত ছাড় দেওয়া হয়েছে। শহরে ফেরার পর তাঁরাও ফ্লোরে যাবেন না।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.