লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Tollywood: অচল টলিউড, আজ থেকেই ফ্লোরে যাওয়া বন্ধ পরিচালকদের | Shooting Stopped

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: বরাবরই টলিপাড়ায় টেকনিশিয়ানদের সঙ্গে পরিচালকদের সংঘাত তুঙ্গে থাকে। পান থেকে চুন খসলেই দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ বেধে যায়। ঠিক এবারেও পরিচালকদের অনুরোধে সাড়া দিল না টেকনিশিয়ানরা। বহু প্রতীক্ষা করেও কোনো লাভ হল না। তাই শেষে এবার স্টুডিও পাড়ায় ডিরেক্টর অর্থাৎ পরিচালকরা স্পষ্ট কর্মবিরতির ডাক দিল। জানা গিয়েছে ফেডারেশনকে সমাধান সূত্র খোঁজার সময় দেওয়া হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত। কিন্তু সময়সীমা পার হয়ে গেলেও কোনও উত্তর না মেলায় দীর্ঘ মিটিং এর আয়োজন করে পরিচালক গিল্ড মিটিং।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

সূত্রের খবর, গত বুধবার সাংবাদিকদের গিল্ড-এর তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে টেকনিশিয়ানদের তরফে কোনো সাড়া না মিললে পরিচালকেরাও অসহযোগিতায় নামবেন। তাঁরাও ধর্মঘট করবেন। আর সেটাই এবার বাস্তবিক রূপ নিতে চলেছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে পরিচালক গিল্ড মিটিং-এ বসে। আর তারপরই কঠিন সিদ্ধান্ত নেন পরিচালকেরা। ডিরেক্টর্স গিল্ড-এর সভাপতি সুব্রত সেন এবং সম্পাদক সুদেষ্ণা রায় স্পষ্ট জানিয়ে দিলেন যে, আজ অর্থাৎ শুক্রবার থেকে ফ্লোরে যাবেন না পরিচালকেরা। এছাড়াও তাঁরা আরও জানিয়েছেন যে, জয়দীপ এবং শ্রীজিতের সঙ্গে আজ সন্ধ্যায় কথা বলবেন দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন।

READ MORE:  Palak Tiwari-র আত্মবিশ্বাসী র‍্যাম্প ওয়াক দেখে ভক্তরা পাগল হয়ে গেলেন, মানুষ প্রশংসা করতে ক্লান্ত হচ্ছে না

প্রকাশ্যে এল গিল্ড এর বিবৃতি

এদিন মিটিং-এ উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্যও। তাঁরও একই দাবি ছিল। তবে পরিচালক গিল্ডের তরফ থেকে এদিন সকলের কাছে আর্জি জানানো হয়– অভিমান ভুলে যুক্তি দিয়ে খুব শীঘ্রই পরিস্থিতি বিচার করা হোক, সঠিক সমাধান বার করা হোক। পাশাপাশি, গিল্ড-এর তরফ থেকে বেশ কিছু শর্ত রাখা হয়েছে ফেডারেশনের কাছে। বলা হয়েছে সেই শর্ত যদি মানা হয় তাহলেই পরিচালকেরা আবারও শুটিং ফ্লোরে যাবেন। এই বিষয়ে এক বিবৃতিও প্রকাশ করা হয়। গতকালের সেই বিবৃতিতে লেখা ছিল যে, “এত দ্বারা গিল্ড-এর সকল সদস্যদের জানানো হচ্ছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে সাংগঠনিকভাবে সকল পরিচালক শুটিং করা থেকে নিজেদের প্রত্যাহার করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমাদের দেওয়া শর্তাবলী মেনে না নেওয়া পর্যন্ত পরিচালকদের এই শুটিং প্রত‍্যাহার জারি থাকবে।”

READ MORE:  অবিলম্বে 'দিদি নম্বর ১' বন্ধ করে দেওয়ার দাবি উঠেছে, ক্ষুব্ধ এক প্রতিযোগীর প্রাক্তন স্বামী

কী সেই শর্তগুলি?

গিল্ড-এর তরফ থেকে যে সকল শর্ত তুলে ধরা হয়েছে সেগুলি হল-

  1. আমাদের সমস্ত দাবিগুলোকে লিখিত আকারে উত্তর দিতে হবে। সংবাদমাধ্যমে দেওয়া বা বৈঠকে করা মৌখিক প্রতিশ্রুতিতে আমাদের আস্থা নেই। কারণ আমরা দেখেছি জুলাই ২০২৪-এ মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ ফেডারেশনের কর্তারা অগ্রাহ্য করেছেন।
  2. যে তিনজন পরিচালককে ‘ব্ল্যাকলিস্ট’ করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, লিখিতভাবে জানাতে হবে তাঁরা প্রত্যেকে তাঁদের শুটিং নির্দ্বিধায় যেন শুরু করতে পারেন।
  3. লিখিতভাবে জানাতে হবে যে, কোনও অবস্থাতেই লিখিত বা মৌখিক নির্দেশে কাউকে ‘ব্ল্যাকলিস্ট’ করা যাবে না।
  4. লিখিতভাবে জানাতে হবে, কোনও অবস্থাতেই লিখিত বা মৌখিক নির্দেশে কারও কোনও কাজ বন্ধ করা যাবে না।
  5. পরিচালক, প্রযোজক এবং প্রোডাকশনের তরফ থেকে ফেডারেশনকে টেকনিশিয়ানদের একটি তালিকা শুটিং এর আগে অবশ্যই দেওয়া হবে। কিন্তু সেই তালিকা দেওয়ার সঙ্গে ফেডারেশনের তরফ থেকে কোনও অনুমতি আসার প্রশ্ন থাকবে না। প্রযোজক এবং পরিচালক নির্দ্বিধায় কাজ শুরু করতে পারবেন। তালিকা নিয়ে কোনও সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু কোনও অবস্থাতেই কাজ বন্ধের নির্দেশ মৌখিক বা লিখিতভাবে দেওয়া যাবে না।
  6. কোনও ব্যক্তিকে নিয়ে সমস্যা থাকলে তা তাঁর সংশ্লিষ্ট গিল্ডকে জানাতে হবে। সেই গিল্ড তার সদস্যদের নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবে। কিন্তু কোনও ভাবে তাঁর কাজ আটকানো যাবে না।
READ MORE:  মঞ্চে মনোমুগ্ধকর স্টাইল দেখালেন আরসি উপাধ্যায়, নাচ দেখে ভক্তরা পাগল হয়ে গেলেন

এদিকে এই মুহূর্তে আউটডোর শুটিংয়ে ব্যস্ত পরিচালক তথাগত মুখোপাধ্যায় এবং সুমন দাস। তথাগত তাঁর আগামী ছবি ‘রাস’-এর শুটিং করছেন। অন্যদিকে সুমন পুরীতে ব্যস্ত ধারাবাহিকের শুটিংয়ে। তাঁদের আপাতত ছাড় দেওয়া হয়েছে। শহরে ফেরার পর তাঁরাও ফ্লোরে যাবেন না।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.