প্রীতি পোদ্দার, কলকাতা: জানুয়ারিতে খানিক কনকনে শীতের দেখা মিললেও ফেব্রুয়ারির শুরু থেকেই আবহাওয়ার খামখেয়ালিপনা বজায় রয়েছে। এমনকি সরস্বতী পুজোয় শীতের দেখা নেই বিন্দুমাত্র। উল্টে একপ্রকার উষ্ণই কেটেছে সরস্বতী পুজো। যদিও সকাল হতে না হতেই দেখা মিলছে ঘন কুয়াশার দাপট। তবে তার জেরে শীতের দেখা একদমই পাওয়া গেল না।
আমাদের সাথে যুক্ত হন
Join Now
তবে বেশিদিন যে শীতের দাপট থাকবে না তা আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোনদিন বাড়বে তাপমাত্রা তো কোনদিন আবার তাপমাত্রা হবে নিম্নমুখী। তবে আবহাওয়া দফতরের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় উর্দ্ধমুখী হবে তাপমাত্রা। এমনকি এও বলা হয়েছে যে আগামী সপ্তাহ থেকেই শীতের বিদায়পর্ব শুরু হবে। আজ দক্ষিণবঙ্গে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৪ থেকে ৯৬ শতাংশ। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকালও স্বাভাবিকের ওপরেই থাকবে রাতের তাপমাত্রা। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখে যাবে। পরে আংশিক মেঘলা আকাশ। তবে আশঙ্কা করা হচ্ছে সপ্তাহের শেষে খানিক কমতে পারে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়াও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে হালকা কুয়াশা বজায় থাকবে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গের সব জেলার শুষ্ক আবহাওয়া থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সোমবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। সেইসঙ্গে পাহাড়ে বরফ পড়ার কোনও সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে উত্তরবঙ্গের তিন জেলায় অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। ৫০ মিটারে নেমে আসতে পারে দৃশ্যমানতা।