প্রীতি পোদ্দার, কলকাতা: গোটা শীতের মরশুম যেন যেন তেন ভাবে কেটে গেল। শীতের (Winter Update) খামখেয়ালিপনায় রীতিমত বিরক্ত হয়ে উঠেছে শীতপ্রেমীরা। কখনও ঠান্ডা তো কখনও আবার প্রচণ্ড গরম। তবে এবার জাঁকিয়ে শীতের প্রভাব অধরাই থেকে গেল। তবে ঘন কুয়াশা প্রায়ই দেখা গিয়েছে। যদিও সেই কুয়াশার চাদর সড়ে যেতে দেখা যাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। কড়া রোদের জেরে গা পোড়ানো গরমের দাপটও অব্যাহত। অর্থাৎ রাজ্যে শুরু হয়ে গেছে শীত বিদায় পর্বের প্রস্তুতি।
আমাদের সাথে যুক্ত হন
Join Now
শীতের বিদায় পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই সপ্তাহ থেকেই। জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার-শুক্রবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। যদিও আগেই আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছিল যে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই শীতের বিদায় পর্ব শুরু হবে। এবার সেটাই বাস্তবের রূপ নিতে চলল। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আবহাওয়া একদমই শুষ্ক থাকবে। বেলা বাড়লেই রোদের তাপ বাড়বে। আগামী শুক্রবার পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। আগামীকাল থেকেই বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।
অন্যদিকে আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতই উত্তরবঙ্গে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ গরম বাড়বে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে দুটি জেলায় অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। পাশাপাশি সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কোনও জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।