Tomorrow’s Weather: লেপ কম্বলের কাজ শেষ, এবার গরমের পালা! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া | South Bengal Weather Winter Update
প্রীতি পোদ্দার, কলকাতা: জানুয়ারি মাস প্রায় শেষের মুখে। এদিকে বাংলা ক্যালেন্ডার বলছে, মাঘ মাসে ইতিমধ্যে ১২ দিন কেটে গিয়েছে। কিন্তু চেনা শীতের এখনও দেখা মেলেনি চলতি মরসুমে। গত শনিবার বিকেলে দিকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হওয়ায় আশঙ্কা করা হয়েছিল যে সরস্বতী পুজোতেই এবার জাঁকিয়ে শীত পড়বে। আগামী কয়েক দিনে আরও হয়ত পারদপতন হবে। তবে সবকিছুতেই জল ঢালল আলিপুর আবহাওয়া দফতর।
এই প্রসঙ্গে হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, রাজ্যে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। সরস্বতী পুজোতেও এবার নয়া পশ্চিমী ঝঞ্ঝার আগমন হতে চলেছে। জানা গিয়েছে আগামী ১ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিম ভারতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। যার জেরে ফের ক্রমশ বাড়বে তাপমাত্রা। একধাক্কায় রাজ্যজুড়ে তাপমাত্রার পারদ ২-৩ ডিগ্রি বেড়ে যেতে পারে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের কয়েকটি জেলায়।
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলায়। তবে বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। সরস্বতী পুজোয়ও স্বাভাবিকের চেয়ে উপরেই থাকবে তাপমাত্রার পারদ। হালকা শীত ভাব থাকতে পারে তবে বেলা বাড়লেই হালকা গরম অনুভূত হবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং জেলায়। পাশাপাশি আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশা থাকতে পারে। কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায়।
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
This website uses cookies.