Tomorrow's Weather: সরস্বতী পুজোর আগেই বাড়বে গরম, বিদায় নেবে শীত? আগামীকালের আবহাওয়া | South Bengal Weather Forecast
প্রীতি পোদ্দার, কলকাতা: জানুয়ারি প্রায় শেষের পথে। কিন্তু ঠাণ্ডার যেন একেবারেই দেখা নেই। তবে গত শনিবার বিকেল থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হয়েছে। উত্তুরে হাওয়া বইছে চারিদিকে। যার জেরে পারদের মান অনেকটাই কমেছে। এদিকে আগামী সপ্তাহের শুরুতেই সরস্বতী পুজো। ওই সময় জাঁকিয়ে ঠান্ডা পড়বে কিনা, তা নিয়ে জনমানসে বেশ কৌতূহল জেগেছে। প্রতিবার সরস্বতী পুজোর সময় হালকা ঠান্ডা দেখায় যায়। কিন্তু এবার কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে প্রশ্ন উঠছে।
এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগামী ফেব্রুয়ারির শুরু থেকেই ধীরে ধীরে ফের তাপমাত্রা বাড়বে। আর তার অন্যতম প্রধান কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা। জানা গিয়েছে আজ উত্তর-পূর্ব মৌসুমী বায়ু দক্ষিণ ভারত থেকে বিদায় নিতে চলেছে। এবং আগামীকাল পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে। এবং ১ ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে উত্তর পশ্চিম ভারতে। তার জেরে শীত বাধাপ্রাপ্ত হচ্ছে। যার ফলে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠে যেতে চলেছে সর্বনিম্ন তাপমাত্রা। একনজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া কেমন থাকবে।
আগামীকাল অর্থাৎ বুধবার থেকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হবে। যার ফলে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশ বিঘ্নিত হবে এবং পুবালি হাওয়া বইবে বেশি। তবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি কোনও জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। আগামী কাল ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতাও।
আগামীকাল অর্থাৎ বুধবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে, পূর্বাভাস দিচ্ছেন আবহবিদরা।
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতি মাসেই নির্দিষ্ট কিছু ছুটির বাইরেও কিছু বাড়তি ছুটি দেওয়া হয়ে থাকে।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া মর্মান্তিক জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক (India…
প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। অবস্থা এতটাই…
সৌভিক মুখার্জী, কলকাতা: পাকিস্তানে (Pakistan) আবারও যুদ্ধের হাওয়া বইছে। নেতারা একদিকে পরমাণু হামলার হুমকি দিচ্ছে,…
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে জনপ্রিয় হরিয়ানভি ডান্সার ডিম্পল চৌধুরী মঞ্চে বৃষ্টির…
প্রীতি পোদ্দার, কলকাতা: পিছিয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার (Primary Teacher Recruitment Case) শুনানি। কলকাতা…
This website uses cookies.