লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Tourist Destination: গরমের ছুটিতে ঘুরে আসুন এই ৪ জায়গা, ভুলে যাবেন কাশ্মীর | Best 4 Tourist Destinations For Summer

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কেউ গিয়েছিলেন নিজের ছোট্ট সন্তানকে কাশ্মীর দেখাতে, কেউ আবার নিজের বৃদ্ধ মায়ের জীবনের শেষ সময়টুকু রঙিন করে তুলতে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে মঙ্গলবার পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের গুলিতে পহেলগাঁওয়ের সবুজ কার্পেটে 26 জন নিরীহ পর্যটকের(Tourist) রক্তের দাগ গোটা দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে। বিগত কয়েক বছরে এমন ভয়ঙ্কর হত্যালীলা দেখেনি জম্মু ও কাশ্মীর।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আর এই ঘটনার পরই আতঙ্কে দিন কাটাচ্ছেন দেশের বহু মানুষ! ভারতের ভূস্বর্গ কাশ্মীর ঘুরতে যাওয়া তো দূর, নাম শুনলেই যেন মনে ভেসে উঠছে এক ভয়ানক দৃশ্যপট। সাম্প্রতিক সময়ে কাশ্মীরের অবস্থা যা, তাতে পর্যটকদের কাশ্মীর থেকে বিরত থাকার উপদেশই দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে গরমের ছুটিতে ঘুরতে যেতে চাইলে কাশ্মীরের বিকল্প কোথায়? আছে। আজকের প্রতিবেদনে এমন 4টি টুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ থাকল যা হার মানাবে কাশ্মীরের সৌন্দর্যকেও।

READ MORE:  অবশেষে স্বস্তি, ৩৫ বছরের পুরনো খুনের মামলা থেকে মুক্তি পেলেন নভজ্যোৎ সিং সিধু

ঘুরে আসতে পারেন সিউল

দক্ষিণ কোরিয়ার রাজধানী তথা বৃহত্তম মহানগর সিউল বিশ্বের ভ্রমণপিপাসুদের কাছে একটি অন্যতম পছন্দের জায়গা। হান নদীর তীরে অবস্থিত এই অপরূপ জায়গাটি মূলত ফ্যাশনপ্রেমীদের বিশেষ আকৃষ্ট করবে। দক্ষিণ কোরিয়ার এই শহরটিতে প্রায় সবই আছে। মিয়ং ডং এর জাবা বা H&M-এর মতো আন্তর্জাতিক ব্র্যান্ড থেকে শুরু করে ডংডং মুনের অনন্য দেশীয় ডিজাইনার ও ইতাওনের দর্জিদের দেখা মিলবে এখানে। সিউলের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য আপনাকে আকৃষ্ট করবে। মূলত চিত্রগ্রহণের জন্য অন্যতম সেরা স্পট এই সিউল। কাজেই গরমের ছুটিতে পরিবার বা প্রিয়জনের সাথে ট্রিপ প্ল্যান করলে দক্ষিণ কোরিয়ার এই শহরটিকে তালিকায় যোগ করতে পারেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

থাইল্যান্ড

গরমের প্রখর দাবদাহ থেকে বাঁচতে ছুটি উপলক্ষে পরিবার ও প্রিয়জনের সাথে কাটিয়ে আসতে পারেন থাইল্যান্ডে। প্রতিবছর থাইল্যান্ডের মূলত 3টি জনপ্রিয় দ্বীপে গ্রীষ্মের ছুটি উপলক্ষে বিশ্বের নানান প্রান্ত থেকে বহু পর্যটক এসে ভিড় জমান। জানিয়ে রাখি, থাইল্যান্ড উপসাগরে অবস্থিত কোহ ফাঙ্গান, কোহ তাও ও ফুকেট দ্বীপের মনোরম প্রকৃতি ও জলরাশি আপনাকে আকৃষ্ট করবেই। এখানকার সমুদ্রের জল একেবারে কাঁচের মতো পরিষ্কার, আর তাতে সূর্যের আলো খেলে গিয়ে এক মায়াবী প্রকৃতি তৈরি করে। ভ্রমণ বিশেষজ্ঞরা বলছেন, মূলত গরমকালে অর্থাৎ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত থাইল্যান্ডের এই দ্বীপগুলি পরিবার ও প্রিয়জনের সাথে ভ্রমণের অন্যতম সেরা বিকল্প।

READ MORE:  দুর্দান্ত কামব্যাক জগদ্ধাত্রীর, কোথায় পরিণীতা? দেখুন লেটেস্ট TRP তালিকা

প্যারিস

গরমের ছুটিতে পরিবারের সাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে প্যারিসের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র নটর ডেম ডি প্যারিস থেকে ঘুরে আসতে পারেন। এই অঞ্চলটিতে প্রচুর ফরাসি স্থাপত্য রয়েছে। এই পর্যটন কেন্দ্রে রয়েছে বিশালাকার নানান ভাস্কর্য ও মধ্যযুগীয় স্থাপত্য। যা দেখতেই দেশ-বিদেশ থেকে সারা বছর মানুষ ভিড় জমায় প্যারিসে। স্থাপত্য ভাস্কর্য ছাড়াও প্যারিসের নানান মনমুগ্ধকর জায়গা গুলি ঘুরে আসতে পারেন এক ট্রিপেই।

অবশ্যই পড়ুন: দুর্বল জিম্বাবুয়ের কাছে ঘরের মাঠেই পরাস্ত বাংলাদেশ, তৈরি হল নতুন ইতিহাস

নাগাল্যান্ড

মূলত প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণের জন্য বিশেষভাবে পরিচিত নাগাল্যান্ড। জানিয়ে রাখি, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা পর্যটকদের একটি অন্যতম পছন্দের জায়গা। মূলত কোহিমার ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান যথা কোহিমার যুদ্ধ সমাধিক্ষেত্র, নাগাল্যান্ড রাজ্যের জাদুঘর সহ অন্যান্য একাধিক সাংস্কৃতিক জায়গাগুলির জন্য ভ্রমণ প্রিয় মানুষের অন্যতম পছন্দ হয়ে উঠেছে এই কোহিমা। তবে কোহিমা ছাড়াও ডিমাপুর, খোনোমা গ্রাম, মোকোকচুং, মোন ও জুকোউ উপত্যকা নাগাল্যান্ডের অন্যতম পর্যটন কেন্দ্র। কাজেই আসন্ন গরমের ছুটিতে ঘুরতে যেতে চাইলে নাগাল্যান্ডকে বেছে নিতে পারেন। বলা বাহুল্য, নাগাল্যান্ডের প্রাকৃতিক মোহময় পরিবেশ কাশ্মীরকেও হার মানাবে বলেই মনে করছেন অনেকে।

READ MORE:  তৈরি নতুন জট! তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রোজেক্ট নিয়ে বিরাট দুঃসংবাদ

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.