Toyota bZ3x Electric SUV Booking: চীনে ঝড় তুলছে টয়োটার সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি, আসতে পারে এ দেশেও | Toyota bZ3x Electric SUV Price
সম্প্রতি Toyota চীনে তাদের সবথেকে সস্তা ইলেকট্রিক গাড়ি bZ3X লঞ্চ হয়েছে। টেসলা, বিওয়াইডি-এর মতো জনপ্রিয় ইভি সংস্থাগুলিকে টেক্কা দিতেই অপেক্ষাকৃত কম দামে বৈদ্যুতিক গাড়ি এনে বাজার দখল করতে চাইছে টয়োটা। নতুন গাড়িটির দাম ১৫ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩ লাখ টাকার সমান। আকর্ষণীয় দাম ও বৈশিষ্ট্যের কারণে দারুণ সাড়া পেয়েছে কোম্পানি। বুকিং শুরু হওয়ার মাত্র এক ঘণ্টায় ১০ হাজার বুকিং পেয়েছে টয়োটা।
টয়োটার GAC গ্রুপের সাথে যৌথ উদ্যোগে এই bZ3X লঞ্চ করেছে। চিনে এটি তাদের প্রথম ১০০,০০০ ইউয়ানের পিওর বৈদ্যুতিক স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) বলে দাবি করা হয়েছে। গাড়িটি দুটি সংস্করণে উপলব্ধ – একটি মডেল পাওয়া যাবে ফুল-সিনারিও স্মার্ট ড্রাইভিং প্রযুক্তি এবং আরেকটি মডেলে এটা ছাড়াই। বেস মডেলের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ লক্ষ টাকা।
bZ3X এর টপ মডেলে রয়েছে ৬৭.৯২ কিলোওয়াট আওয়ার এলএফপি ব্যাটারি, যা ফুল চার্জে ৬১০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়। আর বেস ভেরিয়েন্টে ৫০.০৩ কিলোওয়াট আওয়ার এলএফপি ব্যাটারি প্যাক বর্তমান, যা ফুল চার্জে ৪৩০ কিলোমিটার রেঞ্জ দেয়। কোম্পানির দাবি, এই গাড়ির ভিতর বাড়ির মতো আরামদায়ক।
এটির সামনে যে সিট রয়েছে তা ভাঁজ করা যায়, ফলে পিছনের আসন-সহ যা প্রায় তিন মিটার জায়গা তৈরি করে। গাড়িতে ১৪.৬ ইঞ্চি ইনফোটেইনমেন্ট স্ক্রিন, ভয়েস রিকগনিশন সহ ৮.৮ ইঞ্চির ড্রাইভার ডিসপ্লে, টু-স্পোক মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল আছে। এটি কোম্পানির প্রথম গাড়ি যেখানে এনভিডিয়ার ড্রাইভ এজিএক্স Orin X চালিত মোমেন্টা ৫.০ ইন্টেলিজেন্ট ড্রাইভিং সিস্টেম রয়েছে।
ওই সিস্টেমে ২৫টি অ্যাডভ্যান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম বা অ্যাডাস বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত, যার মধ্যে রয়েছে প্যারালাল পার্কিং, রিমোট কন্ট্রোল পার্কিং, হাই-স্পিড পাইলট, লাইট ট্র্যাফিক অ্যাসিস্ট এবং ব্লাইন্ড স্পট মনিটরিং। গাড়িটি ভারতে লঞ্চ হবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানায়নি টয়োটা।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.