Toyota C-HR+ Electric SUV: এক চার্জে কলকাতা টু জলপাইগুড়ি! চমকে দিয়ে হাজির টয়োটার নতুন ইলেকট্রিক গাড়ি | Toyota C-HR+ Electric SUV Launch Date
২০২২ সালে Toyota C-HR+ একটি কনসেপ্ট মডেল হিসাবে প্রদর্শিত হয়েছিল। তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এই ইলেকট্রিক এসইউভি-র চূড়ান্ত সংস্করণ উন্মোচন করেছে জাপানি সংস্থাটি। বৈদ্যুতিক গাড়ির বাজারে এটি গেম-চেঞ্জিং হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। ২০২৫ সালের শেষের দিকে ইউরোপে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। সংস্থা আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও এটি ভারতেও প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন C-HR+ টয়োটার e-TNGA প্ল্যাটফর্ম দ্বারা চালিত৷ গাড়িটি দুটি ব্যাটারি প্যাক অপশনে উপলব্ধ হবে। বেস ভেরিয়েন্টে ৫৭.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, টপ মডেলে আরও শক্তিশালী ৭৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি পাওয়া যাবে। গাড়িটি ফুল চার্জে সর্বাধিক ৬০০ কিলোমিটার (সার্টিফায়েড রেঞ্জ) চলবে বলে দাবি করা হয়েছে। ছোট ব্যাটারিটি ফ্রন্ট-হুইল-ড্রাইভ মডেলটিকে ১৬৭ হর্সপাওয়ার শক্তি সরবরাহ করবে।
অন্যদিকে, বড় ব্যাটারিটি Toyota CH-R+ বৈদ্যুতিক এসইউভি-র ফ্রন্ট-হুইল-ড্রাইভ এবং অল-হুইল-ড্রাইভ উভয় ভেরিয়েন্টে ৩৪৩ হর্সপাওয়ার পর্যন্ত ক্ষমতা প্রদান করবে। বেস মডেলে স্ট্যান্ডার্ড হিসেবে ১১ কিলোওয়াট চার্জার উপলব্ধ। আর হাই-স্পেক মডেলগুলিতে ২২ কিলোওয়াট ক্ষমতার চার্জার দেওয়া হবে। গাড়িটি ১৫০ কিলোওয়াট পর্যন্ত ডিসি ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
টয়োটার নতুন গাড়ি অত্যাধুনিক ফিচার্সে সমৃদ্ধ৷ এতে ১৪.০-ইঞ্চি টাচস্ক্রিন, অ্যাম্বিয়েন্ট লাইট, প্যানোরামিক রুফ, দুটি ওয়্যারলেস স্মার্টফোন চার্জার, রিয়ার এসি কন্ট্রোল রয়েছে। ব্যবহারকারীদের সুবিধার্থে কেবিন ডিজাইনে অনেকগুলি ফিজিক্যাল বোতাম বর্তমান।
টয়োটা সি-এইচআর+ সকল ভেরিয়েন্টের জন্য অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) রেখেছে, যা চালক এবং যাত্রীদের জন্য অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করবে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান? তাহলে আপনার জন্য রইল…
শ্বেতা মিত্র, কলকাতা: ভবিষ্যতের চিন্তা কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই? অনেকেই আছেন যারা ভবিষ্যতের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গ্রীষ্মকালে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাড়ির ট্যাংকের গরম জল। দুপুরের কড়া…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? মেট্রোতে (Kolkata Metro) করে রোজ যাতায়াত করেন?…
অ্যাপলের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন, iPhone 16e। এক রিপোর্টে দাবি, এই স্মার্টফোন সাড়া ফেলেছে বাজারে। কোম্পানির…
This website uses cookies.