Train Rules: ট্রেন মিস করলে কটা স্টেশন পর্যন্ত আপনার টিকিট ভ্যালিড থাকবে আপনার টিকিট, জেনে নিন
ভারতীয় রেল, দেশের সবচেয়ে বড় পরিবহন ব্যবস্থা হিসেবে লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। ভারতীয় রেল এশিয়ার অন্যতম বড় রেলওয়ে নেটওয়ার্ক হয়ে উঠেছে এখন। ভারতীয় রেলের লক্ষ লক্ষ লাইনে প্রতিদিন হাজার হাজার ট্রেন চলাচল করে, এবং লক্ষাধিক যাত্রী গন্তব্যে পৌঁছাতে এই পরিষেবা গ্রহণ করে। তবে, এই ট্রেন যাত্রার সময় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যেমন, কখনো কখনো কোনো কারণে নির্ধারিত স্টেশন থেকে ট্রেন ধরতে না পারার মতো পরিস্থিতি দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন যে, তারা কি আর ট্রেনে উঠতে পারবেন না। সেই জন্যই এবারে ভারতীয় রেলের তরফে একটা বিশেষ পরিষেবা নিয়ে আসা হয়েছে যাত্রীদের জন্য।
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, যদি কোনো যাত্রী তার টিকিটে উল্লেখিত স্টেশন থেকে ট্রেন ধরতে না পারেন, তাহলে তিনি পরবর্তী দুটি স্টেশন থেকে ট্রেনে উঠতে পারবেন। অর্থাৎ, যদি কোনো যাত্রী কলকাতার হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরার কথা থাকে, কিন্তু কোনো কারণে সেখান থেকে উঠতে না পারেন, তাহলে তিনি খড়গপুর বা বর্ধমান স্টেশন থেকেও সেই ট্রেনে উঠতে পারবেন, যদি সেই ট্রেনের পরবর্তী স্টেশনগুলি খড়গপুর বা বর্ধমান জংশন হয়ে থাকে তবে। এই নিয়মটি যাত্রীদের জন্য বেশ সুবিধাজনক, বিশেষ করে যখন কোনো অপ্রত্যাশিত ঘটনার কারণে তারা নির্ধারিত স্টেশনে পৌঁছাতে দেরি করেন।
এই নিয়মটি যাত্রীদের অসুবিধা কমাতে সাহায্য করে। যদি কোনো যাত্রী নির্ধারিত স্টেশন থেকে ট্রেন মিস করে, তাহলে তাকে পরের ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে না। অন্য ট্রেন বা গাড়ি ধরে পরের স্টেশনে পৌঁছে যেতে পারলেও হবে। এছাড়াও, নিয়মটি যাত্রীদের যাত্রাপথে কিছুটা নমনীয়তা দেয়। যদি কোনো যাত্রীর গন্তব্যের কাছাকাছি কোনো স্টেশনে তার পরিবার বা বন্ধুর বাড়ি হয়, তাহলে সেখান থেকেও তিনি ট্রেনে উঠতে পারেন। এই নিয়মটি যাত্রীদের সুরক্ষার দিক থেকেও গুরুত্বপূর্ণ। যদি কোনো যাত্রী কোনো জরুরি কারণে নির্ধারিত স্টেশন থেকে ট্রেন ধরতে না পারেন, তাহলে তিনি পরের স্টেশন থেকে ট্রেন ধরে তার গন্তব্যে পৌঁছাতে পারবেন।
তবে, এই নিয়মের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। যাত্রীদের উচিত তাদের টিকিটটি সর্বদা নিজের সাথে রাখা। টিকিটটিই হল যাত্রীদের পরিচয়পত্র এবং এই নিয়মটির সুবিধা নেওয়ার জন্য প্রমাণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যাত্রীদের উচিত টিকিটে উল্লেখিত স্টেশন থেকে ট্রেনে উঠার চেষ্টা করা। এই নিয়মটি শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা উচিত। সার্বিকভাবে, ভারতীয় রেলের এই নিয়মটি যাত্রীদের জন্য বেশ সুবিধাজনক। এই নিয়মটি যাত্রীদের যাত্রাকে আরও সহজ এবং স্বচ্ছন্দ করে তোলে। তবে হ্যাঁ, মনে রাখবেন, এই নিয়মটি শুধুমাত্র দুটি পরবর্তী স্টেশনের জন্য প্রযোজ্য। দুটি স্টেশন পার হওয়ার পরে, টিটিই অন্য কোনো যাত্রীকে আপনার সিট দিতে পারেন।
Oppo A5 জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। পূর্বসূরী A4 মডেলটির তুলনায় একঝাঁক আপডেট পেয়েছে…
Oppo আগামী ২০ মার্চ ভারতে F29 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি…
স্মার্টফোনকে জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখা একটা বড় চ্যালেঞ্জ। এই কারণে ব্র্যান্ডগুলি ফোনের বিল্ড…
আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের ফোন কিনতে চান, তাহলে Realme GT 7 Pro আপনার…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৯শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য আজ কী…
জনপ্রিয় চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো আজ দুটি নতুন ফোন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল…
This website uses cookies.