TRP List: গীতা-ফুলকির দিন শেষ, ব্যাক টু ব্যাক ছক্কা হাঁকাচ্ছে পরিণীতা, দেখুন লেটেস্ট TRP তালিকা | Bengali Serial Target Rating Point List Parineeta Serial Bengal Topper
পার্থ সারথি মান্না, কলকাতাঃ বৃহস্পতিবার সকাল মানেই বাঙালি দর্শকদের টেনশন শুরু। হবে নাই বা কেন! এদিনেই যে বাংলা মেগার টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকা প্রকাশ্যে আসে। এই টিআরপির উপরেই সিরিয়ালের ভবিষ্যৎ নির্ভর করে। সেরা পাঁচে নাম থাকলে নিশ্চিন্ত নাহলেই মুশকিল। কারণ নাম্বার কম হলেই দেখা যায় কয়েকমাসের মধ্যেই বন্ধ নাহলে স্লট চেঞ্জ হয়ে যায়। তাহলে কে হল এসপ্তাহের বেঙ্গল টপার? চলুন দেখে নেওয়া যাক।
এতদিন পুরোনো মেগারাই সেরার জায়গা দখল করেছিল, তবে সেটা ইতিমধ্যেই পাল্টে গিয়েছে। গতসপ্তাহের মত এবারেও বেঙ্গল টপারের খেতাব উঠল উদয় প্রতাপ সিং ও ঐশানীর ‘পরিণীতা’ ধারাবাহিকের মাথায়। এই নিয়ে দ্বিতীয়বার টিআরপি তালিকায় প্রথম হল ধারাবাহিকটি। এসপ্তাহে ‘পরিণীতা’র প্রাপ্ত নাম্বার ৮.৩। তাহলে দ্বিতীয় হল কে? চলুন জেনে নেওয়া যাক সেরা পাঁচের নাম।
একটুর জন্য ‘পরিণীতা’কে টেক্কা দিতে পারেনি ফুলকি। এসপ্তাহে ৮ পয়েন্ট সহ দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত স্যার ও ফুলকির কাহিনী। এর ঠিক পরেই রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী। মাঝে কিছুটা জনপ্রিয়তা কমলেও জগদ্ধাত্রীর মেয়ে দূর্গার জেরে ফের একবার টিআরপি বাড়তে শুরু করেছে। এবারে ৭.৫ পয়েন্ট সহ তৃতীয় হয়েছে জগদ্ধাত্রী। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে গীতা LLB ও কোন গোপনে মন ভেসেছে। লেটেস্ট তালিকায় গীতা ৭.২পয়েন্ট ও শ্যামলী ৭.০ পয়েন্ট পেয়েছে। তাহলে বাকিরা কোথায়? চলুন দেখে নেওয়া যাক সেরা দশের তালিকা।
পরিণীতা – ৮.৩
ফুলকি – ৮.০
জগদ্ধাত্রী – ৭.৫
গীতা LLB – ৭.২
কোন গোপনে মন ভেসেছে – ৭.০
কথা – ৬.৯
রাঙামতি তীরন্দাজ – ৬.৭
উড়ান – ৬.৫
শুভ বিবাহ – ৫.৯
গৃহপ্রবেশ, মিত্তির বাড়ি – ৫.৬
এছাড়াও মিশকাকে গুলি করে খতম করার এপিসোডের জেরে অনুরাগের ছোঁয়া এসপ্তাহে ৬.১ পয়েন্ট পেয়েছে। আর সিরিয়াল ছাড়া রিয়েলিটি শোয়ের মধ্যে জি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’ ৫.৩ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে সারেগামাপা পেয়েছে ৫.৪ পয়েন্ট।
প্রীতি পোদ্দার, কলকাতা: বাকি দিনগুলির মত গত ২২ এপ্রিল, মঙ্গলবারেও কাশ্মীরের ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত…
ওটিটি প্ল্যাটফর্মে সাহসী এবং ব্যতিক্রমী কনটেন্টের চাহিদা বাড়ছে। এই ধারার মধ্যেই উল্লু অ্যাপে সম্প্রতি মুক্তি…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। এবার রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রচুর শূন্যপদে…
২০২৫ সাল থেকে ভারতে শ্রম আইনে এমন কিছু বড় পরিবর্তন আসতে চলেছে যা দেশজুড়ে সমস্ত…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন পর অন্যায়ের প্রতিবাদ করেছে ভারত। পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরাপরাধ…
সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সেভিংস অ্যাকাউন্টে (Savings Account) মাস শেষে মোটা অঙ্কের টাকা জমবে। হ্যাঁ,…
This website uses cookies.