TRP List: নতুন মেগা আসতেই ওলটপালট! পরিণীতা না জগদ্ধাত্রী কে হল বেঙ্গল টপার? রইল TRP তালিকা | 13th March Bengali Serial Target Rating Point List
পার্থ সারথি মান্না, কলকাতাঃ সপ্তাহের বৃহস্পতিবার দিনটা বাঙালি দর্শকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই দিনেই বাংলা সিরিয়ালের টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকা প্রকাশ্যে আসে। আজও এই নিয়মের অন্যথা হয়নি। ইতিমধ্যেই জি বাংলা ও ষ্টার জলসা দুই চ্যানেলেই শুরু হয়েছে নতুন মেগা। তাই পুরোনোদের দখল বজায় থাকবে নাকি নতুনেরা বাজিমাত করবে সেটা জানার আগ্রহ চরমে। চলুন দেখে নেওয়া যাক কে হল এসপ্তাহের বেঙ্গল টপার?
বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় একই ছক্কা হাঁকিয়ে চলেছে জি বাংলার পরিণীতা। এসপ্তাহেও সেই একই ধারা বজায় থাকল। হ্যাঁ এবারেও ৭.২ পয়েন্ট সহ টিআরপি তালিকায় সেরা হয়েছে রায়ান ও পারুলের জুটি। তাহলে বাকিরা কে কোথায় আর নতুন মেগাগুলিরই বা টিআরপি উঠল কত? চলুন জেনে নেওয়া যাক।
সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী দ্বিতীয় হয়েছে জগদ্ধাত্রী। এসপ্তাহে ৬.৫ পয়েন্ট পেয়েছে ধারাবাহিকটি। এরপরই রয়েছে ফুলকি, এসপ্তাহে ফুলকি ও রোহিত স্যারের কাহিনীর ঝুলিতে এসেছে ৬.৪ পয়েন্ট। তারপর চতুর্থ স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ, এসপ্তাহে এই মেগার প্রাপ্ত নাম্বার ৬.৩। আর পঞ্চম স্থানে রয়েছে গীতা LLB, যে ৬.২ পয়েন্ট পেয়েছে। তাহলে সেরা দশের বাকি পাঁচ কারা? নিচে রইল সম্পূর্ণ লিস্ট।
পরিণীতা – ৭.২
জগদ্ধাত্রী – ৬.৫
ফুলকি
রাঙ্গামতি তীরন্দাজ
গীতা LLB
কথা, কোন গোপনে মন ভেসেছে – ৬.১
উড়ান – ৫.৭
চিরসখা – ৫.২
মিত্তির বাড়ি – ৫.১
গৃহপ্রবেশ – ৫.০
এছাড়া সদ্য শুরু হওয়া দুগ্গামণি ও বাঘমামা ধারাবাহিকটি এসপ্তাহে ৫.০ টিআরপি পেয়েছে। শুরুর হিসাবে এটা বেশ ভালো নাম্বার। সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শোয়ের মধ্যে সারেগামাপা এসপ্তাহে পেয়েছে ৬.৭ পয়েন্ট। কারণ গত সপ্তাহেই ছিল সারেগামাপা ২০২৪ এর গ্রান্ড ফিনালে। এছাড়া জি বাংলার পপুলার নন ফিকশন রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান পেয়েছে ১.২ ও ১.৯ পয়েন্ট।
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
This website uses cookies.