TRP List : শুরুতেই ছক্কা হাঁকালো পরশুরাম! পরিণীতার কী হাল? দেখুন ওলটপালট TRP তালিকা | Bengali Serial TRP List Parineeta Again Becomes Bengal Topper
পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেখতে দেখতে মার্চ মাসের শেষ সপ্তাহে চলে এল। আর বৃহস্পতিবার মানেই বাঙালি দর্শকেরা সিরিয়ালের টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) জন্য অপেক্ষায় থাকেন। ইতিমধ্যেই এসপ্তাহের তালিকা প্রকাশ্যে এসেছে, যেখানে রীতিমত চমক অপেক্ষা করে রয়েছে। পুরোনোদের টেক্কা দিয়ে সেরা পাঁচে এন্ট্রি নিয়েছে নতুন মেগা। কে হল বেঙ্গল টপার? চলুন দেখে নেওয়া যাক।
বিগত কয়েক সপ্তাহের মত এবারেও সকলকে টেক্কা দিয়ে বেঙ্গল টপার হয়েছে পরিণীতা। এসপ্তাহে ৬.৮ পয়েন্ট এসেছে রায়ান ও পারুলের জুটির ঝুলিতে। তবে দ্বিতীয় স্থানে থাকা ধারাবাহিকের পয়েন্টের ফারাক খুব একটা বেশি নয়! একটুর জন্য এবারের মত প্রথম হওয়ার সুযোগ হারিয়েছে সিরিয়ালটি। ভাবছেন কারা রয়েছে সেরা পাঁচে? চলুন দেখে নেওয়া যাক তালিকা।
অল্পের জন্য পরিণীতাকে টেক্কা না দিতে পেরে ৬.৭ পয়েন্ট সহ দ্বিতীয় স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ। এর ঠিক পরেই রয়েছে সকলের প্রিয় জগদ্ধাত্রী, এসপ্তাহে জ্যাসের ঝুলিতে এসেছে ৬.৬ পয়েন্ট। তারপর রীতিমত ছক্কা হাঁকিয়ে চতুর্থ স্থানে তৃণা ও ইন্দ্রনীলের নতুন মেগা পরশুরাম আজকের নায়ক। টানটান উত্তেজনার পর্বের জেরে এসপ্তাহে পরশুরাম পেয়েছে ৬.৪ পয়েন্ট। আর পঞ্চম স্থানে রয়েছে কথা, যার প্রাপ্ত পয়েন্ট ৬.৩। এই ছিল সেরা পাঁচ, আর নিচে সম্পূর্ণ সেরা দশের নম্বর সহ তালিকা দেওয়া হল।
পরিণীতা – ৬.৮
রাঙ্গামতি তীরন্দাজ – ৬.৭
জগদ্ধাত্রী – ৬.৬
পরশুরাম আজকের নায়ক – ৬.৪
কথা – ৬.৩
গীতা LLB, ফুলকি – ৬.১
কোন গোপনে মন ভেসেছে, গৃহপ্রবেশ, চিরদিনই তুমি যে আমার – ৫.৯
চিরসখা – ৫.৫
মিত্তির বাড়ি – ৫.৩
অনুরাগের ছোঁয়া + রোশনাই – ৫.২
এই ছিল বাংলা সিরিয়ালের সেরা দশের তালিকা। তবে, সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শো দেখার জন মুকিয়ে থাকে আমজনতা। এবারের টিআরপি তালিকা অনুযায়ী, জি বাংলার দিদি নাম্বার ওয়ান সানডে ধামাকা পেয়েছে ৩.৭। ডান্স বাংলা ডান্সের ওপেনিং পর্ব পেয়েছে ৫.২ পয়েন্ট।
শ্বেতা মিত্র, কলকাতা: শান্ত উত্তরপাড়া স্টেশনে (Uttarpara Station) হঠাৎ প্রবল হই হট্টগোল। রেলকর্মীরা একজনকে খুঁজছেন…
শ্বেতা মিত্র, কলকাতা: ইপিএফও সদস্যদের জন্য দারুণ সুখবর। এমনিতে সময়ে সময়ে সরকারি কর্মী থেকে শুরু…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে ঘোর দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফিতে ধারাবাহিক পরাজয়…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত বৃহস্পতিবার থেকে দক্ষিণের এলাধিক জেলায় বৃষ্টিপাত (Weather Update) শুরু হয়েছে। এমনকি…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম বৃহৎ কর্পোরেট সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বাজারে Jio Coin নিয়ে আসাতে…
This website uses cookies.